শক্ত হস্ত সামর্থ্য একজন মাঝির বড় অভাব
বহুকাল হালের ঐ আসনটা জবর দখলে।
অনভিজ্ঞ, দোদুল্যমান চিত্ত দুর্বল হস্ত ব্যক্তিত্ব,
নিবেদিত কি অনিবেদিত মাঝি আজ
কোথায় এনেছে সতীর্থদের সঙ্গী করে ?
ঠিকানাহীন, অজানা,অচেনা এক মেরুতে !
দাঁড়ের মাল্লারা বড় ক্লান্ত !
সহযাত্রীর দিশে হারা ।
কল্পবাঁকে চলিছে হালের মাঝি
ছাড়ি সুনির্দিষ্ট, সহজ, সরল পথ
স্খলিত হয়েছে বরম্বার,
তবু ফেরেনি সম্বিত, খোলেনি চোখ
ধরেনি হাল সুনির্দিষ্ট বাঁকে ।
আপন অহংকার প্রতিষ্ঠায় মত্ত হালের মাঝি,
যুগে যুগে চলিয়াছে স্বেচ্ছাচারিতার বাঁকে,
দাঁড়ের মাল্লারা বড় ক্লান্ত !
আর কতকাল ?
যে পথ চলার পথ নয়,
যে পথ তোমার জন্য নয়
কেন, কেন বার বার সে পথ যাত্র ?
যে আসনের যোগ্য তুমি নও,
বার বার কেন সে আসনে জোঁকের মত আঁকড়ে থাকা ?
দাঁড়ের মাল্লারা বড় ক্লান্ত !
সহযাত্রীরা দিশে হারা !
অসভ্যতার দোলায় ডুবু ডুবু তরী,
তোমার হস্তে গঠিত তন্ত্র, মন্ত্র বলে,
ভান-ভণিতার এ মহাসাগর বক্ষে-
আছড়ে পড়িছে প্রকাণ্ড ঢেউয়ের তলে,
ডুবছে কল্পিত সভ্যতা,
তার পরও কেন সে বৃথা যাত্রা ?
দাঁড়ের মাল্লারা বড় ক্লান্ত !
সহযাত্রীরা দিশে হারা !
ছাড় হাল ! ! ! !
ছাড়, মাঝির এ শক্ত আসন
আমার এ তরী থেকে তুমি নামো, আসন ছাড় ! ! !
এ হালের মাঝি তুমি নও।
যার হাল তাকেই ধরতে দাও
কেবল তিনিই পারবেন
সহযাত্রীদের নিয়ে যেতে
সুনির্দিষ্ট ঠিকানায়, নির্ধারিত বাঁকে,
যে বাঁক সহজ, সরল , তোমার, আমার, সবার ।।
২৯ অক্টোবর - ২০১১
গল্প/কবিতা:
৪৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪