প্যাঁচাল ১৯

স্বাধীনতা (মার্চ ২০১৩)

সামাউন বিন আজিজ
  • ১১২
আমগাছ তলাতে
খিদা খিদা গলাতে
আমি পেয়ারা চাবাই
আর বির বির বলাতে
ধীর ধীর চলাতে
মনটা ভাবাই।
ভাবি স্বাধীনতা স্বাদটা
নয় সেতো বেয়ারা
সেটা হতে পারে বটে
স্বাদমাখা পেয়ারা।
তবে সেটা কারো
ফুটপাতে কম্বল রাতটা
আজ ঠিক চলে যাবে
সম্বল ভাতটা।
সেটা কারো মোহময়
স্বপ্নিল চাঁদটা
কারো কাছে ধর্ষক
জন্তুর দাঁতটা।
[বাঃ বাঃ]
সেটা কারো বিচারের
সাক্ষীর ঘাতটা
ইতিহাস করে ফাঁস
আসামীর ধাতটা।
সেটা ধরো রায় কারো
তুমি আমি হতবাক,
স্লোগানেতে ফেটে পড়া
শাহবাগে শতবাক।
সেটা শিশুদের বইটই
আশাময় হইচই
বছরের শুরুতে,
সেটা লাখ টাকা অর্জন
নীতিরা বিসর্জন
প্রাইভেট গুরুতে।
সেটা বিদেশেতে চাকরি
শুধু চল্লিশ হাজারে
পায়রারা অস্থির
ক্ষমতার মাজারে।
সেটা ভাষাদিবসের
শক্তি ও গৌরভ
চেতনাটা অবসের
ধর্মীয় সৌরভ।
সেটা কারো গারমেন্টস
বায়ারের চাপটা,
কারো কাছে তালাগেট
আগুনের ঝাপটা।
অথবা হলমার্ক,
শেয়ারের বাজারে
কারো কোটি টাকা লুটপাট
হাজারে হাজারে।
তাই স্বাধীনতা কারো কাছে
ক্ষমতার শিখরে
কারো কাছে চিন্তা
সে পৌঁছবে কি করে ।
অথবা সনেট কথা
যদি আমি বলি যথা
[[[কত শহীদ ও বীরগাঁথা
জমানো বুকের ব্যাথা
স্বাধীনতা কত কথা
তোমাকে নিয়ে ,
কত মৃত্যু দুর্ভাগা
রক্তে আগুন লাগা
কত চোখ রাত জাগা
শুধু তোমাকে নিয়ে ।


কত দেহ হল ভোগ
রাত্রিরও জলযোগ
তারপরও শত লোক
যার ক্ষতি যত হক
বলেছিল জয় হোক
শুধু তোমাকে নিয়ে ।]]]
সনেটের শেষ দিয়ে
কেদারায় ঠেস দিয়ে
আমি ভাবি পুনরায়
নিয়ে দাবি গণরায়
যখন অস্থায়ী সরকার
অনুযায়ী দরকার
হয়েছিল গঠিত
তার সাক্ষী যে আমবন
সেটা ইতিহাস পঠিত
তাতে হয়তোবা শুনে নাও
আমার আমগাছেরাও
খুশি ছিল সবতো
পলাশী থেকে যারা
ছিল অভিশপ্ত ।

উৎসর্গ -শহীদ রাজিবের উদ্দেশ্যে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
চতুর্মাত্রিক পরিচয় ভালো ভালো। চালিয়ে চান।
তাপসকিরণ রায় ছন্দ বদ্ধ কবিতাতে স্বাধীনতার প্রায় দিকটাই ধরা পড়েছে--ভাব ভাষার গতিময় সুন্দর কবিতা।ধন্যবাদ কবিকে।
রোদের ছায়া জুয়েল ভাইয়ের মতো বলতে হচ্ছে '' রেলগাড়ির মতো লম্বা '' কিন্তু ছড়ার বক্তব্য দারুন লাগলো ... ''ভাবি স্বাধীনতা স্বাদটা নয় সেতো বেয়ারা সেটা হতে পারে বটে স্বাদমাখা পেয়ারা। তবে সেটা কারো ফুটপাতে কম্বল রাতটা আজ ঠিক চলে যাবে সম্বল ভাতটা।''...প্রতিটা কথাই ভালো লাগলো ।
এশরার লতিফ বরাবরের মতই অসাধারণ কবিতা...
মিলন বনিক সুন্দর প্যাচাল..খুব ভালো লাগল...অনেক কিছুই উঠে এসেছে...ধন্যবাদ কবি....
এফ, আই , জুয়েল # রেলগাড়ীর মত লম্বা একটি কবিতা । পলাশী সহ অনেক কিছুই উঠে এসেছে কবিতায় । = কবিকে ধন্যবাদ ।।

২৫ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪