দেশটা নিয়ে স্বপ্ন আমার

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

জাকিয়া জেসমিন যূথী
  • ৩৪
  • ১০
  • ৩৬
এ দেশ ছেড়ে সবাই পাড়ি জমাতে চায় সূদূরে
চোখে সোনালী রূপালী স্বপ্ন এঁকে;
আজ আমার পালা ঐ সুদূরে হারাবার
উন্নত দেশ, উন্নত জীবন ব্যবস্থার হাতছানি!
এই সবুজ ধানসিঁড়ি শালিকের ঝাঁক ছেড়ে অন্য কোথাও
যেতে চাই না বলে লোকে তাই ব্যঙ্গ করে
বলে আমায় ‘বড্ড সেকেলে’; পরে রয়েছি আঁতুড় ঘরেই!
যদি বা হই বোকা, থাকি বা বোকার স্বর্গে
আমি তবে তাই;
স্বপ্ন আমার গড়বো একটা শিশুস্বর্গ,
হাজারো পথ-শিশু হাসবে সেথায়
এতীম পাবে নিঃশার্থ ভালোবাসা, আদর-স্নেহ
শিক্ষার আলো দেবো পৌঁছে ঘরে ঘরে!

আমার এ স্বপ্ন ছেড়ে কোথায় যাবো?
এই সোনার দেশ কোথায় পাবো?
হোক যতই হরতাল, অবরোধ, খুনাখুনি, পুড়াপুড়ি
চাইনা যেতে অন্য কোথাও
চারপাশের চেনা মুখ, প্রিয় পরিবেশ ছেড়ে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হোসেন মোশাররফ সুন্দর দেশপ্রেম, ভাল লাগল
অশেষ ধন্যবাদ। শুভ নতুন বর্ষ।
আশা কবিতায় কবির অকৃত্রিম দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এবারের সবার লেখাতেই দেশপ্রেমের ছড়াছড়ি। তাই পড়তে বেশ ভালোই লাগছে। বুঝতে পারছি- যারা দেশপ্রেমিক হলে দেশটায় শান্তি আসতো, তারা আজো দেশপ্রেমিক হতে পারেনি। তাই গল্পকবিতা ডটকমের সকল দেশপ্রেমিকদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা।
প্রকৃত দেশপ্রেমিক যে কে?? জানা নেই।
মামুন ম. আজিজ এতীম শব্দটা মনে হয় এতিম । ...খুনাখুনি, পুড়াপুড়ি ...এই দুটি শব্দ কেমন মানাচ্ছেনা...তাছাড়া শিশুস্বর্গ গড়ার আকুতি ভালো হয়েছে।
সুন্দর পরামর্শ। ধন্যবাদ, মামুন ম আজিজ।
Kala Manik দৃঢ় প্রত্যয়ের জন্য ধন্যবাদ । আপনার মত এমন দৃঢ় চেনামন যদি সবার হতো । কবিতায় মুগ্ধ মুগ্ধ--------। শুভেচ্ছা ্ও ভালবাসা রইল ।
মিলন বনিক সুন্দর দৃঢ প্রত্যয়...খুব ভালো লাগলো...অনেক অনেক শুভকামনা.....
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য, মিলন বনিক।
সহিদুল হক প্রাঞ্জল ভাষায় খুবই সুন্দর কবিতা। দেশপ্রেমের অনুভূতিতে সমুজ্জ্বল। আন্তরিক শুভেচ্ছা জানাই।
গার্গী মুখার্জী আপনার কবিতা সুন্দর এবং মনোগ্রাহী ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...আমার এ স্বপ্ন ছেড়ে কোথায় যাবো...এই সোনার দেশ কোথায় পাবো...। মনের কথাটা লিখেছেন। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৩
হুম। মনের কথাটাই লিখেছি। অনেক ধন্যবাদ, ভাই।
ইন্দ্রাণী সেনগুপ্ত স্পষ্ট কথা, স্পষ্ট করে বলা। ভাল লাগল। গ্লোবালাইজেশানের যুগে মানুষ বড্ড বেশি মেটিরিয়ালিস্টিক হয়ে পড়ছে, কিন্তু কিছুই করার নেই। সময় বদলাবে, দিনও বদলাবে, আরও আরও ।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩
হুম। পৃথিবী যতই উন্নত হোক, নিজের দেশে পরে থাকাটাও যে চাই। নইলে নিজের দেশের ভালো হবে কেমন করে!! সুন্দর মন্তব্য, ইন্দ্রাণী আপু। ভালো লাগা রইলো।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩
সূর্য বঞ্চিতদের জন্য কিছু করার তীব্র বাসনা, দেশপ্রেম বেশ দৃঢ়তায় প্রকাশ্য। সব মানুষগুলো যদি এভাবে প্রত্যয় দেখাতে পারতো! সুন্দর লিখেছো।
ধন্য হোলাম, সূর্যদা। প্রিয় কবির মুখের প্রশংসায় মনটা ভরে ভীষণ।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩

১৭ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫