শাশ্বত প্রেম উপাখ্যান

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

জাকিয়া জেসমিন যূথী
  • ১২
  • ৩১
: তুমি আমি দুজনে, ‘আমরা’ হবো; হবো পূনর্জনমের জুটি।
নাগকেশর হবো, নেশাগন্ধে মাতানো ভাত ঘুম হবো, হবো বসন্ত কৃষ্ণচূড়ার রক্তিম আভাময়।
: আমরা নেশাগন্ধ হবো, বিলাস যাপন হবো না?
: হবো পূর্ণতিথির যাত্রী, ঘন নিঃশ্বাসের আঁধার কিংবা জোড়াবাহুর আলিঙ্গন।
মুহুর্মুহু কেঁপে কেঁপে ওঠা অস্তিত্বের শিহরণে জাগরণ হবে প্রেমময়তার,
ভালোবাসা ভালোবাসা বোধে সুখ ছড়াবে স্বস্তিময় নিশ্চয়তার।
: আমরা কি নীল দিগন্ত হবো?
: হ্যাঁ, আমরা ঐ দূর দেশের সবুজ প্রান্তরেখা্য ছুঁয়ে যাওয়া এক চিমটি চিকন নীলের ধারা হবো,
আমরা বাঁধবো মেঘের পালক ঐ নীলের আঁচলে।
: আমরা কারো সুখছায়া হবো কি?
: নিশ্চয়ই। আমরা হবো জোছনা বিহারের অপার সৌন্দর্যে ঘেরা শুভাশীস।
আমরা শিক্ষিকার চোখের কোমল আদর হবো, হবো কবির হতাশার পঙক্তিমালাও।
: কখনো কি হিংসা হবো? কিংবা ধ্বংসোন্মুখ?
: সৃষ্টির জোয়ারকে ভেঙে দিতে আমরা কখনো কখনো সুবিশাল পাহাড় হবো।
কখনো হবো অগ্নুৎপাতের চেয়েও তীব্র। আমাদের রাগ চূর্ণ করে দেবে
হাজারো তরূণ স্বপ্নের বিরোধ-প্রাচীর! গুড়িয়ে দেবে প্রবল প্রতিবন্ধকতাকেও।
: আমরা কি কখনো ভালোবাসা বা স্নেহের পাঁচিল হবো?
: কেন নয়? আমরা হবো কান্নার নাফ নদী, যেথায় জমবে অবিরাম কষ্টের ক্ষীর।
আমরা হবো দুখের রামসাগর, হবো দেবদাসের পারু কিংবা চন্দ্রমুখী। আরও হবো অতীব সুখে ভাষাহীন-বোবা।
: আচ্ছা, আমরা কষ্ট হবো, সুখ হবো, আনন্দ হবো। আর কি কিছুই হবার নেই?
: আমরা আসলে অর্বাচীন হবো। হবো সবজান্তা সমশের। হবো এ পৃথিবীর সব সুখবোধ, জানা অজানার পরিধি।
চৌরাস্তার ধন্দ্বে পড়েও যে ঠিক খুঁজে পাবে সঠিক দিক-পথের।
: আচ্ছা, এত যে কিছু হোলাম, তবে আমরা কে? কি পরিচয় আমাদের?
: আমরা অমর জুটি, শ্বাশত প্রেমের; যে বোধের নেই লয়, চির অক্ষয় এই বিশ্ব জাহানের।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম ভাল লেগেছে। আমার কবিতা পড়ে দেখবেন।
মিলন বনিক আমরা বাঁধবো মেঘের পালক ঐ নীলের আঁচলে। : আমরা কারো সুখছায়া হবো কি?...খুব ভালো লাগলো...শুভ কামনা....
ভালো লাগেনি ২৯ ফেব্রুয়ারী, ২০১৬
আল মামুন কবিতার ভাষাগুলো একেবারে ভিতরটা স্পর্শ করে গেল। অসাধারণ!
এশরার লতিফ বেশ অন্যরকম কবিতা, ভালো লাগলো. অনেক শুভকামনা.
রিপন কুমার রায় খুব ভাল লাগল।শুভ কামনা রইল।
গাজী সালাহ উদ্দিন বেশ ভালো লাগলো ।শুভেচ্ছা এবং শুভকামনা ।আমার পাতায় নিমন্ত্রন রইলো
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লিখেছেন, শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ম.শৈইলি আমরা অমর জুটি, শ্বাশত প্রেমের অসাধারণ
অনেক ভালো লাগা ও ফাগুন শুভেচ্ছা।
এফ, আই , জুয়েল # অসাধারন সুন্দর কবিতা ।।
অনেক ধন্যবাদ। ভাইয়া। ফাগুন শুভেচ্ছা জানবেন।
সাবিহা বিনতে রইস এত কঠিন কথা কিভাবে মাথায় আসে আপু!!!! অনেক ভাল হয়েছে :)
কঠিন কথা? কবিতা কঠিনতম হইয়াছে? :/ ভালো হয়েছে? যাক, জেনে ভাল্লাগলো। পাঠের জন্য ধন্যযোগ।

১৭ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫