নতুনকে স্বপ্ন দিয়ে আচ্ছাদন

নতুন (এপ্রিল ২০১২)

muhammad safayet hussain
  • ১৩
  • 0
  • ৪৯
বইয়ের মলাটে ঠাই নেয় পুরনো ক্যালেন্ডার,
যেন নতুনকে পুরাতন দিয়ে আচ্ছাদন।
নতুনের মাঝেই জেগে রবে পুরনো দিনের স্মৃতি,
পুরাতন ক্যালেন্ডারের একেকটা তারিখে
স্মৃতি রোমন্থন,
কখনো দুঃখ শোকে ভেজা দুচোখ,
কখনো শীতে জড়ানো চাদরের মতো উষ্ণ সুখের অনুরন,
কখনোবা সপ্ন,ইচ্ছে,প্রাপ্তি-অপ্রাপ্তির মিলন ব্যবধান।

তবুও আশাগুলো প্রাত্যহিক সূর্যের মতো আলো ছড়ায়,
নতুন বছরের দিনগুলো বুঝি হবে-
নতুন বইয়ের মতো অমলিন।
আর বুঝি করতে হবে না ধার-দেনা,ঋণ,
সময় গড়িয়ে চলে, নিয়তির হয়না পরিবর্তন ।

বিশ্বমন্দা গ্রাস করেছে উন্নয়নশীল অর্থনীতির চাকা,
অন্ন,বস্র,শিক্ষাসহ মানবীয় মৌলিক চাহিদার মূল্যের ঊর্ধ্বগতি,
তাই মাস পুরোবার আগেই মধ্যবিত্ত পকেট অর্থশূন্য ফাঁকা।
আবার শুরু হয় ধার-দেনা, ঋণের নীতি,
দিন বদলের সাথে সাথে আমিও সততার নীতিটাকে করি বাঁকা,
নতুন আমায় যা দিলো,তা এখন আর নতুন ক্যালেন্ডার নয়-অন্ধকারও ।
তাই,বছরান্তে ক্যালেন্ডারে আঁকা দুর্নীতি লুকাক-
শিশুকিশোরের বইয়ের প্রথম পাতায়,
যেখান থেকে জাতির ভবিষ্যৎ পদার্পণ করবে দুর্নীতিহীন সুনীতির খাতায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মো: আশরাফুল ইসলাম ধন্যবাদ. পড়ে ভালো লাগলো
ঝরা ভাল অনেক মর্মার্থবহুল কবিতা
মামুন ম. আজিজ খুব ভালো না বললেও কবিতা পড়ে আস্বাদন পেলাম। ধ্যনাবাদ
রোদের ছায়া বাহ বেশ গোছানো কথার কবিতা , শব্দচয়ন ও বেশ ভালো লাগলো......অনেক শুভকামনা সহ ভোট করলাম .......
আরমান হায়দার এক কথায় আশা জাগানিয়া কবিতা।
সিয়াম সোহানূর খুব সুন্দর। ভাল লেগেছে।
মোহন চৌধুরী ভালো লাগলো ..............বড় লাইন হলেও
আশিক বিন রহিম kobita valo hoyece. ………suvo kamona
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন .....................এইতো বাস্তবতা। চমৎকার লিখেছেন। তবে . . .সততার নীতিটাকে আমরা বাকা করিনা, আমাদের দিয়ে বআঁঁকা করানো হয়ে থাকে। শুভেচ্ছা জানবেন।
পরামর্শের জন্য ধন্যবাধ, তবে আমরা কেন সততার নীতি বাকা করি তা কিন্তু বলা আছে,ভালো লাগলো,আপনি সুভেচ্ছা নিবেন,ভালো থাকবেন,
জালাল উদ্দিন মুহম্মদ দিন বদলের সাথে সাথে আমিও সততার নীতিটাকে করি বাঁকা,/ নতুন আমায় যা দিলো,তা এখন আর নতুন ক্যালেন্ডার নয়-অন্ধকারও ।/ তাই,বছরান্তে ক্যালেন্ডারে আঁকা দুর্নীতি লুকাক- / শিশুকিশোরের বইয়ের প্রথম পাতায়, // অনেক সুন্দর প্রতিবাদের ভাষা। আর এ প্রাত্যাশাটুকু আমাদের সকলের। ভাল লেগেছে কবিতা। শুভকামনা জানবেন।

১৪ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫