হায় শরাবি নেশার চোখে পল্লী মায়ের কোল পল্লী যেনো জনম জনম দেয় জীবনে দোল শত শিল্পী, শত কবির পল্লী কণ্ঠহার- পল্লী কি কেউ ভুলতে পারে, এই জীবনে তার ? দোয়েল-শ্যামা-বুলবুলি আর ফিঙ্গে যে ঐ ডালে ট্যাংরা-পুঁটি, রুই-কাতল ঐ পল্লী পথের খালে। বিকাল বেলায় দিগন্তে ঐ সবুজ মাঠের মায়া হাতছানিতে ডাকেই যে ঐ আবির রঙের ছাঁয়া। নিঝুম সন্ধ্যা রাখাল বাঁশি ঐ যে নদীর পাড়ে বটবৃক্ষ বাড়ায় মায়া নিঝুম পথের ধারে। ভূত-পেত্নির কল্পনা আর আঁধার রাতের মায়া জোছনা রাতে কাকজলের ঐ দিঘির বুকের ছাঁয়া। পল্লী যেনো জননী মোর, সকাল বেলার রবি জননী মোর সবুজ ভূমি, শিল্পীর আঁকা ছবি। কাশবনের ঐ ছাউনি সেথা পাটখড়ির ঐ ঘেরা বাতায়নে বসে দেখি সোনার কৃষ্ণচুড়া। সকালবেলায় মা-জননী মাথায় রাখে হাত পল্লী আমার মা-জননী স্বপ্নে প্রতি রাত। শিশির মোড়া সকাল বেলা দুর্বাঘাসের সারি যেথায় আমার পল্লী মাগো সেথায় আমার বাড়ি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ একেএম জাকারিয়া
হায় শরাবি নেশার চোখে পল্লী মায়ের কোল
পল্লী যেনো জনম জনম দেয় জীবনে দোল
শত শিল্পী, শত কবির পল্লী কণ্ঠহার-
পল্লী কি কেউ ভুলতে পারে, এই জীবনে তার। চমৎকার লিখেছেন।
সূর্য
কবিতার ছন্দ / তাল সুন্দর। অনেক ভাল একটা কবিতা। "ঐ" এর ব্যবহার একটু চোখে লাগে, আর এই বাক্যটা একটু সংশোধন করার দুঃসাহস দেখালাম ক্ষমা করবেন [হাতছানিতে ডাকেই যে ঐ আবির রঙের ছাঁয়া।>হাতছানিতে ডাকে যে ঐ আবীর রঙের ছায়া।] এ টুকু বাদে সব ভাল লাগা আপনার কবিতার জন্য।
প্রজাপতি মন
সকালবেলায় মা-জননী মাথায় রাখে হাত
পল্লী আমার মা-জননী স্বপ্নে প্রতি রাত।
শিশির মোড়া সকাল বেলা দুর্বাঘাসের সারি
যেথায় আমার পল্লী মাগো সেথায় আমার বাড়ি।
খুব সুন্দর।
খন্দকার নাহিদ হোসেন
আপনার কবিতা ভালো হয়েছে। অনেক ভালো। কবিতায় সরলতা বুকে বাজলো। টুকটাক কিছু ব্যাপার নিয়ে দেখলাম পান্না ভাই বলে দিয়েছে। তো সেটুকু আর না বলে শুধু বলি সামনে আপনার আরো লেখা চাই। ও এ ভুবনে আপনাকে স্বাগতম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।