গ্রাম-বাংলা

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

নাসির
  • ১৮
  • 0
  • ৭৮
এখনো এখানে দেখি স্নিগ্ধ বিকেল
ভোর বেলাকার পাখির কল-গান,
এখানে যায়না পাওয়া জীবনের বিশাল-
চেতনাবোধে জাগ্রত সব প্রাণ ।

একাকার হয়ে শ্যামলিমার ছবি
উকি মেরে দেখিছে--- পুবের রবি ।

এখানে অনুভুতির শ্রেয়তর রুপালি
সব উপাদান নিয়ে নীলচে আকাশ
বিকেলের পশলা ব্রিষ্টি শেষে হালকা বাতাস
আর,রং-ধনুর সাত রঙ্গে গভীর মিতালি ।

সাঝের মায়ায় অস্ত-রবি প্রায়-
জোড়া শালিকের দিকে ফিরে ফিরে চায় ।

এখানে একটি লোকের দু.খ স্ম্রতিও
কাদায় সবে যুগ যুগ ধরে,
একটি দিনের প্রেম-প্রীতিও
ভাসায় সুখের সপ্ন গড়ে ।

এখানে খুধিত শিশুর কান্না নিত্য কিছু
জননী তাহার তবু
তাড়ায় তারে ,মারেও দেখি; কিন্তু কভু
খুত-পিপাসায় কাতর শিশুটি ছাড়েনা মায়ের পিছু।

গভীর নিশীথে পাড়ার কোন ঘরে
কান্নার রোলে হাকিছে গ্রিহ বধু,
সন্তান তাহার ধুকিয়া ধুকিয়া শুধু
মরিল বুঝিবা চিকিতসাহীন জ\রে।

এমনি করিয়া হাজার দু\খে হাজার বেদনা মাঝে
গ্রামীণ অবোধ বাচিয়াও ম্রিত নিত্য সকাল সাঝে।

তবু হাসে, তবু গায়, চলে কলরব
অন্ন চিন্তায় মুছে যায় তাদের অন্য চিন্তা সব।

তবুও জীবন চলে ,
যায় দিন-মাস কুহেলিকা ঘিরে ঘিরে ;
বছর শেষেতে বছর আসিছে ফিরে
আসেনা সু-দিন প্ললীর তরে প্ললী মায়ের কোলে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া শেষ চারটি লাইন খুব ভালো লাগলো.
মেহদী বানান এত ভুল কেন দাদা ? khub valo kobita
নিনা বেশ ভালো
ZeRo কবিতাটি তে প্রাণ আছে ,,,,,,,, চমত্কার
সূর্য কবিতার আবেগ, উপমা এবং বিষয়ালোচনা চমৎকার। তার পরেও ছোট্ট একটা অভিযোগ: অন্তমিলের বিন্যাস ঘুরাতে গেলে যে লুপটা তৈরি করা লাগে সেটা হয়নি তাই বিন্যাস একই রকম হলে কবিতা অসম্ভস সুন্দর হতো।
Pijush Saha ভালো লিখেছেন কবিতার ভাষা মোটামুটি
সুমাইয়া শারমিন গ্রামীণ জনপদের সুখ দুঃখ গাঁথা কবিতা ভালোই লাগলো।
সেলিনা ইসলাম শত অভাবের মাঝেও যে এখনও গ্রামবাংলার মানুষের মাঝে হৃদ্যতা আছে এই দিকটা বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন । ভাল লিখেছেন আপনার আরো লেখা পড়বার প্রত্যাশায় শুভকামনা
মিজানুর রহমান রানা এমনি করিয়া হাজার দু\খে হাজার বেদনা মাঝে গ্রামীণ অবোধ বাচিয়াও ম্রিত নিত্য সকাল সাঝে।----------চমঃকার িলেখেছন। েবশ ভােলা laglo

১০ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪