ঘাসের সিন্ধু

কোমলতা (জুলাই ২০১৫)

খন্দকার আনিসুর রহমান জ্যোতি
  • ২২
  • ৫৮
এক পশলা বৃষ্টির নির্ঝর
একান্তে ঝরে গেলো কিছুটা সময়
ধুয়ে গেলো দৃষ্টতঃ পৃথিবীর বাকল
রঙধনু দুপুরে ভেজা পাতার আয়নায়
নিসর্গ ফিরে পেলো হারানো যৌবন।

দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে
অজল মরুতে ঝরালে অকাল বর্ষণ
রেণু রেণু অগ্নিস্নানের অসীমে পুড়ে
পায়ে ডলা ঘাসফুল চোখ মেলে চায়
চারদিকে তার থৈ থৈ জলের ছিটমহল।

ঝিমিয়ে পড়া তৃষ্ণার্ত মহাকাল
ক্ষয়ে যাওয়া সময়ের খিড়কি খুলে
খুঁজে পেলো বেঁচে থাকার সুঘ্রাণ,
বিদগ্ধ ধমনীর নিরস কলিজায়
শুষে নেয়া চাই সবটুকু জলের বিন্দু
অথচ নিঃশেষ হতে থাকে ঘাসের সিন্ধু
বয়ে যায় অবগাহনের সরস সময়।



উড়ে আসে কাক, খুবচেনা পাখিরা
অনাহুত এক হড়কাবানের তোড়ে
ভেঙ্গে গেলো ঘাসফড়িঙের স্বপ্নডানা
ঝিঝি পোকার অন্তরে জাগে ভয়,
দালানের কার্নিশে এক-ঝাঁক চড়ুই
কর্নিয়ার ক্যানভাসে জলছবি আঁকে
অপেক্ষার পালা বুঝি শেষ হয়ে যায়
আসে কিছু যুবতী শালিকের মেয়ে
হাঁটুজলে নেমে ঝটপট নেয় নেয়ে
কোমল পালক ধোয় জলঘাসের ভেতর।

ছুটে চলে দুরন্ত কৈশর
বৃষ্টিতে ভিজে কোমলমনা শিশুরা
ছোপ ছোপ জলে লুটোপুটি খায়
আদুল গায়ে ভেজা ঘাসের গন্ধ মাখে
গড়াগড়ি করে নিপাট জলের বিছানায়

কপালের ধূলী মুছে কচি-পাতা বউ
ফিরে যায় আদিম অরণ্যের টানে
অবগুন্ঠন খুলে আবার বন্য হয়ে ওঠে
ভেজা পাতার নিকানো উঠানে
সোনাপাতা মঞ্জুরী সোনালু কিশোরী
কণা কণা বৃষ্টির সোনা মেখে
কেনো যে আরও পরিণেয় হতে চায়
তুমি রাধাচূড়ার কাছে তা জেনে নিও

কোমল মনে তোমার মেঘ জমেছে যতো
অসময় ঝরে গেলে কষ্ট পাবে নাতো?
আমার ছবি তোমার জলে দেখে
সব ব্যথা ভুলে যাবো চিরদিনের মতো।





আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা সুন্দর কবিতা , কিন্তু কোনো যতিচিহ্ন-এর ব্যবহার নেই কেন ?
মনোয়ার মোকাররম "কোমল মনে তোমার মেঘ জমেছে যতো অসময় ঝরে গেলে কষ্ট পাবে নাতো?" ..... সুন্দর কবিতা
তানি হক অনাহুত এক হড়কাবানের তোড়ে ভেঙ্গে গেলো ঘাসফড়িঙের স্বপ্নডানা .অনেক অনেক. ভালো লেগেছে ভাইয়া. সালাম ও ধন্যবাদ জানবেন
এশরার লতিফ সুন্দর লিখেছেন, অনেক ভালো লাগলো.
সেলিনা ইসলাম কবিতার শব্দ চয়ন,উপমা এবং উপাস্থাপনা খুব ভালো লাগলো। সতত শুভকামনা।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
জুন অতুলনীয় একটা কবিতা পড়লাম। ভাবনার প্রশংসা করতেই হবে আর শব্দচয়ন, মনকে দারুণভাবে আকৃষ্ট করেছে। ভালো লাগা সাথে শুভ কামনা।
মোহাম্মদ সানাউল্লাহ্ ভাল লাগল তাই ভাল বাসা রেখে গেলাম ।
শামীম খান আনিস ভাই আপনার এই কবিতার শব্দে শব্দে যেন কোমলতা মিশিয়ে দিয়েছেন । 'আদুল গায়ে ভেজা ঘাসের গন্ধ মাখে গড়াগড়ি করে নিপাট জলের বিছানায়' পড়তে পড়তে নিজের দেখা বৃষ্টির নিসর্গ দিনে ফিরে গেলাম । আবার 'দালানের কার্নিশে এক-ঝাঁক চড়ুই কর্নিয়ার ক্যানভাসে জলছবি আঁকে অপেক্ষার পালা বুঝি শেষ হয়ে যায় আসে কিছু যুবতী শালিকের মেয়ে হাঁটুজলে নেমে ঝটপট নেয় নেয়ে কোমল পালক ধোয় জলঘাসের ভেতর।' প্যারায় এসে শব্দ দিয়ে কোমলতার যে মিনার গড়েছেন দেখে বিহ্বল হয়ে যাই । শুভ কামনা আর ভোট রেখে গেলাম আপনার জন্য । আপনি সত্যি একজন জাদুকর শব্দশিল্পী ।
শাশীম ভাই আপনার মন্তব্য পড়ে অবাক হয়ে যাই ......আপনার হাতে যে জাদু আছে ...তার তুলনা নেই ...অনেক ধন্যবাদ আপনাকে
asraf ali পাঠক হিসাবে আমি মুগ্ধ আপনার কবিতা পড়ে । ভোট রেখে গেলাম।।

১০ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪