বার্ধক্যের গহীনে কষ্ট

শীত (জানুয়ারী ২০১২)

খন্দকার আনিসুর রহমান জ্যোতি
  • ৬৫
  • 0
  • ২১৯
ঘন কুঁয়াশার চাঁদর মুড়ি দিয়ে, দাওয়ায় বসে বসে ঝিমুচ্ছে কষ্ট ;
শরীরের ভাঁজে তার কখন যে বাসা বেঁধেছে ছত্রাক ছাতায়,
সোনালী অতীতে আদোও বুঝতে দেয়নি বেহায়া সময়।

আজ তাই দাওয়ায় বসে বসে ভাবছে, পোড় খাওয়া বার্ধক্যের বয়স;
অতীত পেড়িয়ে আসা ৮০টা বছর তার অনিবার্য উলঙ্গ যন্ত্রনা,
তবু নিদারুন শীত কষ্টের কাছে সে হার মানতে চায় না।

এদিকে শীতে কাঁপছে পৃথিবীর বার্ধক্য, সেই সাথে কাঁপছে বুড়িটাও;
অথচ হাড্ডি সার চামড়ার ভাঁজে অনিবার্য দুর্দশার স্বীকার আজ সে,
তবু নিখাঁদ বাঁচতে চাওয়া যেন একখন্ড হৃদপিন্ডের বিশ্বাসে।

সমিচিন কারনে আবার বেঁচে যায় বার্ধক্য, এবং বেঁচে যায় বুড়িটাও;
ওদিকে রন্ধে রন্ধে শীতের কামড়ে যদিও বেড়ে যায় অনত্দঃর্জ্বালা,
তবুও কষ্টকে ধারন করেই চলে পার্বন চলে পৌষ মেলা।

কাঁপছে কাঁপুক শীতের কামড়ে, তবুও আশাহত হয় না বয়স্ক বিবেক;
অথবা বেমালুম ভুলে যায় শীতের প্রকোপে হাইপোথার্মিয়ার কথা,
তাইতো শীতে বসে খেঁজুর রসে মুড়ি চিবোয় করুন বাসত্দবতা।

পৌষের সীমানা জুড়ে নানান আয়োজনে, উন্মুখ হয় শীতল সুখের লালসা;
সুনিপুন শিল্পকর্ম পিঠা পুলির অবয়বে সুগন্ধ ছড়ায় পুরানো ক্যানভাসে,
আর সবাই বুড়িটার যাবত কালের জমানো কষ্ট খায় গো গ্রাসে।

দাওয়ায় বসে বসে ছানি পরা চোখে, কেবলই সব কষ্টের দৃশ্য দেখে বুড়িটা;
শেষে অতীত জড়ানো শীতে পুঁটি মাছের ছালুন মাখায় কড়কড়া ভাতে,
আর খেয়ালী মনের রসনা মিটিয়ে কেবলই কাঁপতে থাকে শীতে।

এভাবে কেঁপে কেঁপে সারা হয় একদিন পৃথিবীর বয়স, সেই সাথে বুড়িটাও;
অতএব কেঁপে কেঁপে স্থির হয় ওর ছন্দময় গতি, এসে জীবন ছায়ান্যে,
সেইসাথে কষ্টটাও বিলিন হয়ে যায় ওর হীমশীতল বার্ধক্যের গহীনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান তৌহিদ উল্লাহ শাকিল: । আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ আরও... আরও দেখুনতৌহিদ উল্লাহ শাকিল: । আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ আরও দেখুন। আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ http://www.golpokobita.com/messages/compose/to/7161 ] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
শাহীন আলম অনেক সুন্দর কবিতা ।কিছুটা আবৃত্তি করে পড়তে চেষ্টা করলাম । ধন্যবাদ এত সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১২
তানজির হোসেন পলাশ অনেক অনেক ভালো লেগেছে / ধন্যবাদ /
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১২
amar ami সুন্দর কবিতা, পড়ে ভালো লাগলো....
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১২
নাসির আহমেদ কাবুল চমৎকার লিখেছেন। শুভ কামনা সতত।
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১২
হাসান ইমরোজ ভাই মনটা খুব খারাপ হয়ে গেলো ! এমন হয়েছিলো নচিকেতার বৃদ্ধাশ্রম প্রথম শুনে!! আপনার লেখার হাত অনেক ভালো!
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১২
Sujon কবিতাটা ঠিক ছবির বুড়ির মতো হয়েছে। নানি/দাদির মতো...............ধন্যবাদ
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১২
এস, এম, ইমদাদুল ইসলাম " হাড্ডি সার চামড়ার ভাঁজে অনিবার্য দুর্দশার স্বীকার আজ সে "---অসাধারণ । বয়স্ক মানুষদের নিয়ে আমাদের ভাবনা এখন বিলুপ্তির পথে। আমরা এখন বৃদ্ধ বাবা মাকে ফেলে আসি বৃদ্ধাশ্রমে। আপনার এ কবিতা আমাদের অনুভূতিতে দোলা জাগাক । আপনার জন্য শুভ কামণা ।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১২
হেলেন বার্ধক্য জীবন শীত মিলে দারুণ কবিতা। ভালো হয়েছে খুব।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১২
সাজিদ খান জীবনের কঠিন বাস্তবতা ঠাঁই পেয়েছে আপনার কবিতায় । অসাধারণ । প্রিয়তে নিলাম । শুভ কামনা রইলো আপনার প্রতি ।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১২

১০ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪