অতীতের বলিষ্ঠ পদচারণ_
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে,
এক পশলা বৃষ্টির নির্ঝর টাপুর টুপুর,
শেষ বিকেলের নরম ঠোটে জমে থাকা-
মেঘ মালার উপচানো নির্যাস,
যেন কতিপয় গতিহীন অতীত হয়ে -
দেয়ালের ওপাশে কার্নিশ বেয়ে ঝরছে...আর_
টাং-টুপ, টাং-টুপ, টুপুক টুপুক শব্দে লীন হতে যাচ্ছে,
খেয়ালী রাগের মদিরা মাখা প্রেয়সীর নরম আলিঙ্গনে।
ইচ্ছে হচ্ছিল না তখন জানতে কোন অতীত আমার,
নেশায় চুর অন্ধ আবেগে শুধু তোমায় মন্থন করে _
এক সাগর গাড় লোনা জলের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম আমি।
সীমাহীন এক আকাশ সুধুই অতীত তুমি, গভীর-এবং অনন্ত,
একান্ত অনুভূতিতে ৪৭ থেকে ৭১ পর্যন্ত তুমি আছো,
সেই .. জন্ম থেকে বর্তমান প্রজন্মেও .. তুমি আছো,
জানি তুমি-চেতনায় থাকবে অনন্ত কাল তুমি অবিনশ্বর।
কচি কচি সবুজ বিটপীদের লাজুক হতাশা দেখে - বর্তমানে আমি তাদের সারিতে বেঢপ বেমানান,
কারণ তোমার অনুভূতিতে আর অস্তিত্বে -
কেবলি আমি আমার অতীতকে খুঁজে পাই,
কিন্তু আমিতো আমার কোন অতীত জানতে চাইনা,
আমি আমার বর্তমানকে আঁকড়েই বাঁচতে চাই।
কেননা অতীত মানেই তো ৭১্ল_
কিম্বা তারও পূর্বের কিছু মুছিয়া,
অতীত মানেই তো 'মুক্তি যুদ্ধ',
অতীত মানেই তো আল বদর-রাজাকার,
অতীত মানেইতো পাক সেনাদের বলাৎকার,
অতীত মানেই তো 'ছকিনা'র স্বামীর মৃত কংকাল,
অতীত মানেই তো 'সুকুমারী'র জারজ আত্মজের জন্ম তিথি,
অতীত মানেই তো কালো বন্যায় ভেসে আসা হায়েনার অবৈধ শুক্রাণু,
অতীত মানেইতো ফলিত ফসল হয়ে এ প্রজন্মের সবুজ বিটপীদের একজন-
আমি বাঙ্গালী, বাংলা আমার দেশ, বাংলা আমার প্রেম, আর 'বীরাঙ্গনা 'আমার মা।
১০ অক্টোবর - ২০১১
গল্প/কবিতা:
৫২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫