অঙ্গিকার

দুঃখ (অক্টোবর ২০১৫)

খন্দকার আনিসুর রহমান জ্যোতি
  • ১৪
  • ৪১
নিঃশ্বাসে তোমার বেঁচে থাকার আত্মবিশ্বাস
সবুজ ক্লোরোফিল পাতায় প্রাণের শক্যতা
মেহগনী দেবদারু কিম্বা পাইন বট বৃক্ষ তুমি
কখনো আকাশ ছুঁতে চাওনা জানি
করোনা কোনও অভিযোগ আত্ম অভিলাষ।

বোবা মুখে বলতে পারোনা কষ্টের জ্বালা
চাওয়া পাওয়ার প্রশ্নে শুধুই দেবার পালা
নীরবে বিলিয়ে যাও সঞ্জীবনী সুধা
মায়ের মমতায় মিটিয়ে পেটের ক্ষুধা
বাঁচিয়ে রেখেছ অনন্তকাল পৃথিবীর জীবন।

লতা গুল্ম হরিৎ পাতা বৃক্ষে ভরা সুন্দর বন
শ্রেণী গোত্রে বসবাস করে তোমারই স্বজন
দিয়ে যায় তারা জীবনের মুঠি মুঠি আশ্বাস
দুঃখ শুধু মানুষ দেয়না-কো তার প্রতিদান।

অকৃতজ্ঞ কিছু মানুষ নামের পিশাচ শয়তান
স্বার্থের লোভে অবাধে করে তোমাকে নিধন
বিরুপ কোরে তোলে স্বাভাবিক সুস্থ্য জীবন
তোমার জন্য বিশ্ব জুড়ে আজ বৈরী প্ররিবেশ
প্রতিনিয়ত মরছে মানুষ কষ্টের হয় না শেষ।

বৃক্ষ তুমি দুঃখ করোনা আর
কেঁদো-নাকো ধর্ষিতা নারীর মতন
তোমার কাছে শপথ নিলাম এখন থেকে
নিরাপত্তার চাদরে রাখবো তোমায় ঢেকে।

মুকুলিত দেহ পল্লব কিম্বা শাখা প্রশাখায় যেন
কামড় বসাতে নাপারে হায়নারা আর কখনো
আঁচড় দিতে না পারে ধারালো করাতের দাঁত
তোমার দেহে ছড়াবে শিশির হেমন্ত সারারাত
জোছনা বিলাবে দীপ্তিমান মুঠো মুঠো আলো
বৃক্ষ তুমি ভেবনা আর ঘুচবে আঁধার কালো।

সারাবিশ্বে জলবায়ু দুষন দুর্যোগপূর্ণ পরিবেশ
অবাধ অতিবেগুনী রশ্মির দুরাচার অনুপ্রবেশ
পৃথিবীর ফুসফুস জুড়ে আজ ফুটো ওজন স্তর
বৈরী আবহাওয়া ঘটে যায় সাইক্লোন ঘুর্ণিঝড়
রুখে দিবোই সুনামি প্লাবন কিম্বা জলোচ্ছ্বাস
অজানা রোগে হবেনা আর মানুষের প্রাণ নাশ
তোমার তরে প্রত্যয় এ আমার দৃঢ় অঙ্গিকার।

তোমায় যারা হত্যা করে তারা পাবেনা আর মাপ
দেবো নুরলদীনের মতোই আমি গলা ছেড়ে হাক
পরিবেশ বাঁচও, জীবন বাঁচাও, ঘুচাও মঙ্গা খরা
এ্যালা জাগো বাহে….কোণ্টে গেইলেন তোমরা।





আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম বৃক্ষ নিধনের বিরুদ্ধে আপনার কবিতাটা হয়ে উঠুক জাতীয় শ্লোগান । অনেক ভাল লাগল ।
হাসনা হেনা পদ্য ছন্দ কবিতায় মাঝে মাঝে ছন্দ পতন কেন? ভাল হয়েছে। ধন্যবাদ।
তৌহিদুর রহমান অনেক অনেক ভাল লিখেছেন। পড়ে অনেক ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
শামীম খান দারুন অভিব্যক্তি । দারুন বর্ণনা । পড়ে খুবই তৃপ্ত হলাম । শুভ কামনা আর ভোট রইল জ্যোতি ভাই ।
একজন মীর ভোট রেখে গেলাম ।ভালো লিখেছেন
গোবিন্দ বীন মুকুলিত দেহ পল্লব কিম্বা শাখা প্রশাখায় যেন কামড় বসাতে নাপারে হায়নারা আর কখনো আঁচড় দিতে না পারে ধারালো করাতের দাঁত তোমার দেহে ছড়াবে শিশির হেমন্ত সারারাত জোছনা বিলাবে দীপ্তিমান মুঠো মুঠো আলো বৃক্ষ তুমি ভেবনা আর ঘুচবে আঁধার কালো। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
তুহেল আহমেদ বাস্তবধর্মী একটি লিখা ভাইয়া , সুন্দর উপস্থাপনা --
ফয়সল সৈয়দ কবিতার আহবানে জেগে উঠূক আমাদের বিবেক,মনুষ্যত্ব। কবিতার মতোন হয়ে উঠুক পৃথিবী। ভালবাসা ও শুভ কামনা রইল।
আল মামুন পরিবেশ নিয়ে আপনার এমন একটা লেখা সত্যিই খুব ভালো লাগলো । শুভকামনা রইলো কবির জন্য ।

১০ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪