আক্কাস আলী মহৎ পুরুষ ধন্য তাহার প্রাণ

গর্ব (অক্টোবর ২০১১)

Md.Jakir Hossain
  • ২২
  • 0
  • ৮২
আক্কাস আলী মহৎ পুরুষ ধন্য তাহার প্রাণ
তাহার ঘরে জন্মেছিল হামিদুর রহমান।
কায়ছুন নেছা ধন্য তুমি জন্মে নারীকুলে
দেশের জন্য শহীদ হলো তোমার গর্ভের ছেলে।

ছেলেবেলা থেকে চটপটে আর মেধাবী ছেলে হামিদুর
দারিদ্রতার জন্য এগোতে পারেনি লেখা-পড়ায় বেশী দূর।
প্রতিবেশীদের নজর কেড়েছে মায়াবী চেহারার হামিদুর
তাহার জন্য ধন্য হয়েছে আজকের খর্দ্দ খালিশপুর।

হে বীরশ্রেষ্ঠ! সিপাহী হামিদুর রহমান, রেখেছো দেশের মান
তোমার স্মৃতিতে রচিত হয়েছে বহু কবিতা-গান।
তোমার স্মৃতি আজও আমাদের মনের গহীনে গ্রথিত
তিন যুগ পরেও তুমি মৃত নও জীবিত।

মুক্তিযুদ্ধে তোমার অসীম সাহসীকতা; শিউরে ওঠে গা !
রাইফেল হাতে গুলি করতে করতে ছুটে যাওয়া,
গ্রেনেড হাতে ছুটে গিয়ে শত্রুর বাঙ্কারে ছুড়ে মারা
তোমার সব কিছুতেই ছিল যেন বীরশ্রেষ্ঠের ধারা।

ধলই প্রান্তরে তোমার নজির বিহীন সাহসীকতা
সহযোদ্ধাদেরকে করেছিল দৃঢ় প্রত্যয়ী ;
তোমার দুঃসাহসী পদক্ষেপের দ্বারাই সেদিন
মুক্তিবাহিনী হয়েছিল জয়ী।

তীৰ্ন বুদ্ধির হামিদুর এগিয়ে চলেছে দু'হাতে দু'টি গ্রেনেড
লৰ্য তাহার শত্রু বাহিনীর মেশিনগান বাঙ্কার,
সবার উৎকণ্ঠা কাটিয়ে ভেসে এলো গ্রেনেড ফাটার আওয়াজ
তারপর! শোনা গেল হামিদুরের কণ্ঠে 'আল্লাহ' নামের হুঙ্কার।

সহযোদ্ধারা সামনে এগিয়ে দেখে তুমি নিস্তব্ধে শুয়ে আছো
কপাল ও বুক মেশিনগানের গুলিতে ঝাঁঝরা,
নালা দিয়ে বয়ে যাচ্ছে রক্ত সেই সাথে বইছে মগজ
মনের অজান্তে অশ্রু ঝরালো তোমার সহযোদ্ধারা।

মেশিনগানের গুলিতে ভেঙে গেছে কপালের উপরি ভাগ
চেনা যাচ্ছেনা সেই মায়াবী চেহারা !
তোমার চোখ যেন বলছে মাতৃভূমি রক্ষায় পিছু হটোনা
আমি শহীদ আমার জন্য কেঁদো না তোমরা।

পল্লী-কিশোর হামিদুর হলো একাত্তরে জাতীয় বীর
তাহার জন্য গর্ব করি মোরা উচ্চ করে শির।
একাত্তরের সেই বার্তা নিয়ে দেশে ফিরলো হামিদুর
তাহার জন্য গৌরবিত খর্দ্দ খালিশপুর।

আমরা কখনো ভুলবোনা তোমার ভাববোনা তুমি দূরে
যুগে-যুগে জন্ম হোক তোমার বাংলার ঘরে-ঘরে ।
তোমার জন্য দোয়াকরি মোরা তুমি জান্নাতি নূর
তোমার জন্য অপেৰা করছে জান্নাতে শত হুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য আক্কাস আলী/ মহৎ পুরুষ /ধন্য তাহার প্রাণ/ তাহার ঘরে/ জন্মেছিল/ হামিদুর রহমান।/ কায়ছুন নেছা/ ধন্য তুমি /জন্মে নারীকুলে/ দেশের জন্য /শহীদ হলো /তোমার গর্ভের ছেলে।>>>> মাত্রার কথা বাদ দিলেও প্রথম স্তবকটার মতো সবগুলোর পর্ব যদি এমন চালে হতো কবিতাটা আরো সুখপাঠ্য হতো। কবির প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। সম্মানীরা যথাযোগ্য সম্মান পাক কামনা করছি।
খোরশেদুল আলম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান - আমাদের গর্ব, খুব ভালো হয়েছে কবিতা। শুভ কামনা রইল।
amar ami sundor চিন্তা আর তার প্রকাশ, ভালো হয়েছে তবে কিছু বাক্য গঠনের ক্ষেত্রে আরো মনোযোগী হলে ভালো হত ....
মোহাম্মদ আকতার উজ জামান (মুন্না) এত সুন্দর কবিতা, কিন্তু মন্তব্য এত কম কেন বুঝলাম না।
মিজানুর রহমান রানা মুক্তিযুদ্ধে তোমার অসীম সাহসীকতা; শিউরে ওঠে গা ! রাইফেল হাতে গুলি করতে করতে ছুটে যাওয়া, গ্রেনেড হাতে ছুটে গিয়ে শত্রুর বাঙ্কারে ছুড়ে মারা তোমার সব কিছুতেই ছিল যেন বীরশ্রেষ্ঠের ধারা।-------------কবির প্রতি শুভ কামনা।
M.A.HALIM সোজা কথায় অসাধাণ একটা বিষয় নিয়ে কবিতা । শুভ কামনা রইলো্।
চৌধুরী ফাহাদ ছন্দ দিয়ে বর্ণনা ধর্মী কবিতা। বেশ ভাল লাগলো।
পন্ডিত মাহী বেশ লিখেছেন... আরো লিখুন...
রোদেলা শিশির (লাইজু মনি ) বীরশ্রেষ্ঠ , কোথায় আছ ? কেমন আছ ? জানিনা . শুধু এই জানি , ভবে মানবতা বলি বন্ধ হয়নি আজো .. বিষাদের হেমলকে বিবেক আজ প্রস্তর গলা পানি . তবু , হাজার সালাম চরণে , তব মহান ত্যাগের স্মরণে . আমরা ক্ষুদ্র প্রাণ ,,,,,,!

২১ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫