সুপ্ত বাসনা ..ফিরিয়ে দিওনা !

ইচ্ছা (জুলাই ২০১৩)

তানি হক
  • ৪১
  • ৭৩
আকাশে সাজানো রঙধনুর
ওই হীরক খণ্ড
ভেসে বেড়ানো মেঘের পালকে আঁকা
সোনালী বৃষ্টির দুর্লভ খনী...
বুকের সিন্দুকে জমিয়ে কি লাভ?
যদি তোমায় না পাই !

সমুদ্রের নীল নয়ন জুড়ে
ঝরে ঝলমলে মুক্তোর শ্রাবণ
সুখের সরোবরে সঁপে দিয়ে
আমার স্ব-হৃৎ স্বনন ...বল কি লাভ?
যদি তোমায় না পাই...যদি পেয়েও হারাই!

পুষ্প-কুঞ্জে সুখের মধু আহরণে
স্বপ্ন বৃক্ষের পাতায় পাতায় -
অপার্থিব আন্দোলিত ঘ্রাণে
সবুজ পান্নার শরীর জুড়ে
অব-ছায়ার স্নিগ্ধ মায়া ছড়িয়ে
কি লাভ বল ?

পৌরাণিক ইতিহাসে
প্রাচীন বিহঙ্গেরা যদি
তোমার নামের গান ... না গায় !

তবে ঘূর্ণি ধূলর সর্পিল পথে
উদ্ভ্রান্ত আমি
যদি হারাই ...
কি আসে যায় !
কি আসে যায় !

বিষণ্ণ মুহূর্তেরা
ডুকরে উঠে ...ছটফট করে
কষ্টের আস্তর জমানো ...নীল বিছানায়
কাঁদে অন্তরীক্ষ অনুক্ষণ -

তোমার অসীম ভালোবাসার
সুখো সুধা হতে যদি বঞ্চিত হই
হৃদয়ের স্বর্গ প্রাসাদের এই
বিলাসী প্রহরের কি দাম !

তাই মেঘ প্রবঞ্চনার কানে কানে
এই সুপ্ত কামনা
মহা আকাশের ওই সপ্তম ফ্লোরে
করেছি কুরিয়ার -


নিদ্রাহীন রজনীর ভাঁজে ভাঁজে
যে বেদনা রেখেছি এঁকে
তুমি দেখে নিও
বুঝে নিও...।
এক সিন্ধু সুখের বিনিময়ে
আমি যে এক বিন্দু ভালোবাসা চাই
তোমার !

চির মহীয়ান প্রভু আমার !
অতৃপ্ত আত্মার এই সুপ্ত বাসনা
তুমি ফিরিয়ে দিওনা !
ফিরিয়ে দিওনা ...।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুদা এত্তো নিখুঁত বুনন ...!!!দুঃখিত ভাই, এই কবিতার মন্তব্য করার যোগ্যতা আমার নাই অসংখ্য শুভ কামনা রইলো ...
না ভাই ... আপনিও অনেক অনেক ভালো কবিতা লিখেন ... আর আমি খুব ক্ষুদ্র একজন লেখিকা ... আমার কবিতায় আপনার মতামত আমার প্রেরণা হয়ে থাকবে সন্দেহ নেই ... তাই আপনার যোগ্যতার কথা বলে আমায় লজ্জা দিয়েন না ... অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার কবিতাটি পাঠ করার জন্য ... অনেক অনেক ভালো থাকবেন
নাফিসা রাফা কবিতার প্রতিটি লাইন যদি মুক্তো হয়ে উঠে,তবে সে কবিতার জন্য সকল মন্তব্যই নিষ্প্রয়োজন।।প্রতিটি লাইন যেন লাইন নয়,যেন জাদুকরের জাদুর একেকটি মন্ত্র।।
জানিনা এতোটা প্রশংসার যোগ্য কি না ... তবে আপনার মতামতে আমি ধন্য হলাম ... ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন আপু
এস, এম, ইমদাদুল ইসলাম আপনার কবিতাটা পড়ে সন্ধ্যা মুখপাধ্যায়ের একটা গান মনে পড়ে গেল - "চন্দনও পালংকে শুয়ে, একা একা কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না । " কবিতার কেন্দ্রীয় চরিত্রের অতৃপ্ত বাসান পূর্ণ হোক, এই কামণা করছি ।
সৃষ্টি কর্তার সব দেয়া সব সুখ ... তো অধরাই... থাকবে যদি সৃষ্টি কর্তার ভালোবাসাই না পাই ... অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতে জন্য ।। সালাম ও শুভেচ্ছা জানবেন
সূর্য তোমার কবিতাগুলোয় অপার্থিব একটা চাওয়া থাকে, সৃষ্টিকর্তার তরে প্রেম থাকে নিরবধি। স্রষ্টা আর সৃষ্টির এ প্রেম হোক অবিনশ্বর।
অনেক অনেক ধন্যবাদ সূর্য ভাই ... আপনার মতামত আমার প্রেরণা হয়ে রইবে । আর আপনাকে স্পেশাল স্পেশাল ধন্যবাদ এই কবিতাটি লিখার জন্য আপনার আন্তরিক সহযোগিতা ও প্রেরণা ছিল ।। তাই আপনাকে আমার সালাম ও শুভেচ্ছা ।।
হোসেন মোশাররফ srosthar sathe valbashar ek opurbo nidorshon.
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
জুয়েল বড়ুয়া বাপ্পু অনুভবের অনুরননে শব্দের চাষ। অসাধারন ।
আপনার মতামতে মুগ্ধ হলাম :) শুভেচ্ছা জানবেন
সালেহ মাহমুদ মোহিত হলাম তানি হক। খুব ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ সালেহ ভাই ... আপনার উপস্থিতি আমার প্রেরণা হয়ে রইবে ।। সালাম শ্রদ্ধেয় ভাইয়াকে
জায়েদ রশীদ হৃদয় ছোঁয়া আর্তিই বটে! ...ভাল লাগল।
ধন্যবাদ জায়েদ ভাই
অবিবেচক দেবনাথ অনুভূতিগুলো সুন্দর ছড়ানো কবিতার পরতে-পরতে...
রওশন জাহান চমৎকার থেকে চমতকারতর হচ্ছে কবিতা দিন দিন। অনেক অনেক ভাল লাগা রইল।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় রওশন আপু ... আপনার মতামত প্রেরণা হয়ে রইবে

০৯ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪