আমার বাবা ..আমার মোনাজাত

বাবা (জুন ২০১২)

তানি হক
  • ৫৫
  • ২৩
খোলা চোখে অস্থির আমি কোথাও তুমি নেই,
আঁধার ঠেলে তোমার হাসি মুখ,চোখ বন্ধ করি যেই।

আকুল সাগরে ভাসিয়ে চলে গিয়ে তুমি হয়েছ পর ,
তোমায় হারিয়ে কাঁদে সারাক্ষণ অবুঝ এই অন্তর।

একলা তুমি আড়াল হলে সব ছেড়ে বহুদূর নদীর তীরে,
বেঁচে আছ আজ হৃদয় মাঝে শুধুই হাজারো স্মৃতির ভিড়ে।

তোমায় হারানোর ব্যথার ছোবলে হৃদয় ভীষণ ভীষণ কাঁতর,
মুছে গেছে সব শাসন তোমার রয়ে গেছে শুধু আদর।

আর কি কোনদিন পঢ়ম মমতায় রাখবে মাথায় হাত ,
দেবে কি সান্ত্বনা যখন,তোমায় ভেবে কেঁদে কাটাই রাত?

তোমায় ছেড়ে প্রাণ প্রিয় বাবা বল! একা রই কেমনে ,
বুকের আত্মা ছাড়া একাকী দেহ রয়...বহু কষ্টে যেমনে ।
**********************************


ও আমার প্রভু তুমি রয়েছ কত দূরে,
তোমায় ডাকি এই আমি কান্নার সুরে সুরে...।

সেজদায় কেঁদে কেঁদে সারাটি রাত,
অবশেষে তুলেছি এই কম্পিত দুটি হাত...।

আঁখি বেয়ে নেমেছে শ্রাবণও ধারা,
দাও প্রভু... দাও, আমায় দাও গো সারা...।

যে পিতার সন্তান বানিয়ে তুমি আমার জীবন করেছ ধন্য,
দুহাত তুলেছি আজ আমি সেই প্রিয় আব্বাজানের জন্য।

বন্দী করেছে বাবার সোনার দেহ খানি ওই অন্ধকার কবর,
সুখে আছে,না দুখে আছে হায়! তার পারিনা নিতে খবর।

চৈত্রের প্রখর রোদ , কাল বৈশাখীর মাতাল ঝড় বয়ে জায়,
ও প্রভু!তোমার বেহেশতের চাদর খানি আছে তো বাবার গায়?

জায়গাটা যে বড় নিস্তব্ধ, বড় শুনশান ,গভীর আঁধারে কালো,
দিয়ো গো মাওলা, দিয়ো গো বাবার ঘরে তোমার নূরের আলো।

বাবার মাথার কাছের জানলা দিয়ে যেন ভেহেস্তি বাতাস আসে ,
সেই বাতাসের মধুর ছোঁয়ায় কবর খানি মাওলা ,স্বর্গ সুখে সারাক্ষণ ভাসে।

ভুল গুলো তার করে ক্ষমা, তাকে তোমার আপন করে নিও,
ও দয়াময় রাহমানুর রাহিম তার বিছানা জান্নাতের বিছানা করে দিও।

কবুল কর পরওয়ার দিগার পিতার জন্য সন্তানেরই ফরিয়াদ,
বাবা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে এই যে স্বপ্ন সাধ ।

উঠেছে ঝড় বাবার জন্য অশান্ত এই ব্যথাতুর মনে,
অবাধ্য সে, বড়ই অবুঝ!...কোন কথা ই না শোনে।
কবুল করে নাও ও আল্লাহ! বাবার জন্য সন্তানেরই ডাক,
পিতার তরে এই মোনাজাত,তোমার দিকে যাক...উড়ে যাক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গাজী হানিফ জগত পিতার কথা ভিন্ন rokom
সূর্য মা-বাবা সুখে থাকুক ইহলোকে অথবা পরকালে। একজন সুসন্তানের এর চেয়ে আশার আর কামনার কিছু থাকতে পারে না। সৃষ্টি কর্তার তরে বাবার জন্য প্রার্থনার সুন্দর কথামালা
শফিক অসাধারন ভিন্ন সাধের কবিতা, সুন্দর লিখার জন্য ধন্যবাদ। অসাধারন...............অসাধারন.........................ধন্যবাদ......................
দিপা নূরী বাবার প্রতি ভলোবাসা ও প্রার্থনা। খুব খুব ভালো লিখেছেন আপু। কবিতা পড়ে মুগ্ধ হলাম ।
Borhan -Ud- Dbin বাবার কবরের কাছে গিয়ে সবার অন্তর এইকথাগুলোই বলে, কবিতায় খুব সুন্দরভাবে উপস্তাপনের জন্য কবিকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি !
সিয়াম সোহানূর ব্যথার জমাট বাঁধা নীল পাহাড়। আর অনন্য প্রার্থনা ।অনুভুতিকে নাড়া দেয় অবলীলায়। শুভকামনা আপু।
নিলাঞ্জনা নীল খুব সুন্দর কবিতা.
Azaha Sultan ......প্রার্থনা খুবই সুন্দর......জসীম উদ্দিনের--'ফুপুমার কবরে' এমনই ধ্বনি মিলে.......খুব ভাল লাগল........তবে বাবার ক্ষেত্রে বা সম্মানিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে 'তাঁর' 'তাঁকে' ‌'তাঁদের' চন্দ্রবিন্দু যৌক্তিকতা বহন করে......

০৯ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪