(১) শীত আমার খুব প্রিয় ! শীতের ঠাণ্ডা নিঃশ্বাস ,আমায় করে শিহরিত, ভেজা কুয়াশার মৃদু পরশ দু চোখে এঁকে দেয় স্বপ্ন। আর দূতি ছড়ানো শিশির বিন্দু হৃদয় মাঝে ঝলমল করে। শীত আমায় করে আদরের আবদারই বাবার কাছে শত আবদারের ঝড় ওঠে, নতুন মোজা নতুন সোয়েটার,আরও কত কিছু! নানু দাদু বাড়িতে বেড়াতে যাবার আনন্দময় বাহানা। শীত এলেই শুধু জিভে জল,রসে ভেজানো মধুর চিতই, আরও কত পিঠার মেলা,পরিতৃপ্ত মনের সুখের স্বাদ শীত আমার খুব প্রিয় ! তাইতো শীত এলেই,আমার সুখ গুলো খুব বেশি সুখী হয়! (২)
ওহ!শীত আমি খুব ভয় পাই! শীতের ঠাণ্ডা বাতাস।যেন ধারাল দাঁতের কামড় হয়ে, গেঁথে যায় আমার খোলা চামড়ায়। ছাইয়ে ভরা বাতাসের মত পথ আটকে দাঁড়ায়, ওই কুৎসিত কুয়াশার এলোমেলো জালের শরীর। আর বিষ পিঁপড়ার মতো ঘাসে আটকে থাকা শিশির বিন্দু গুলো সুঁই ফুটায় আমার খালি পায় । শীত আমার যন্ত্রণার জীবনটা,করে আরও যন্ত্রণাময়। বড় অভিমানী হয়ে উঠি শীত এলেই । তালি দেয়া সোয়েটার হয়ে যায় অভিশাপের বুলি, হিমশীতল ভোরে,কাগজ টোকানো যেন ভয়ংকর দুঃস্বপ্ন! সকালের পান্তা ভাত হয়ে যায় নীলাভ বরফের কুঁচি , অসহায় জিভ আমার,প্রতীবাদের বেদনায় ছটফট করে । ধোঁয়া ওঠা খেজুরের রসের পায়েসের প্লেট, মনের আয়নাতে খুব বেশি হানা দিয়ে জ্বালাতন করে । ওহ! শীত আমি বড় বেশী ভয় পাই... সে আমার জীবনে কষ্টের নীল বোনাসের বোনাস, সে আমার জীবনে না পাওয়ার দীর্ঘশ্বাসের দীর্ঘশ্বাস!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম
হ্যা শীত কাউকে আরো বিলাসী হতে ভাবনা যোগায় আবার কেউবা এর আগমন আতংকে শিহরিত হয়। দুই মেরুতে কবিতাটাকে স্থান দিয়েছেন । দারুন বলেছেন। শুভ কামণা আনার জন্য ।
এ কে এম মাজহারুল আবেদিন
প্রথমত বলতে চাই, ঠিক এইভাবে আমার খুব প্রিয় একজন লেখক, শামসুর রাহমান লিখতেন, প্রতিটি অংশের বিপরীত রূপ সহ | অনেকদিন পর মনে করিয়ে দিলেন |
দ্বিতীয়ত, কবিতার লাইন এর সাজ এত সুন্দর লাগছে যেন ঠিক একটা সাজানো সমুদ্র |
নিজের কষ্টটাকে ছিড়ে ফেলার যে প্রয়াস, অসাধারণ !!!!!!
এস কে পরশ
শীত আমার খুব প্রিয় !//
শীতের ঠাণ্ডা নিঃশ্বাস ,আমায় করে শিহরিত,//
ভেজা কুয়াশার মৃদু পরশ দু চোখে এঁকে দেয় স্বপ্ন।// শীতের দুটি কবিতার শ্রেণী বিভাগ ভালই হয়েছে । আর আমার খুব কৌশলে ব্যাবহার করেছেন । হা হা হা ..........
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
. . . . . . . . সহজ ভাবে লেখা আবেগের কবিতা, ভাল লেগেছে। লিখতে লিখতে আবশ্যই হবে, তবে যতবেশি কবিতা পড়বেন তত তাড়াতাড়ি হবে। নিরব নিশাচর কি ঠিক বলেছেন? আমার মনে হয় গদ্য বা পদ্য যে কবিতাই হোকনা কেন, ছন্দ থাকাটা আবশ্যিক। আমার হয়ত ভুল হচ্ছে। শুভেচ্ছা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।