এই ঋণ কেমনে শোধিব

ঋণ (জুলাই ২০১৭)

জাফর পাঠাণ
  • ৭৫
পুঞ্জিভূত- মেঘপুঞ্জে- গড়েছি এক কুঞ্জ নিবাস
সময়ে ধরিত্রীর সময় ছেড়ে সেখানেই আবাস,
বাতাসের তরঙ্গ বাহনে- নিঃশব্দের বাতায়নে
অগণন ভাবুকের সাথে- বলি কথা আনমনে।
লোভ লালসা ঝরে এথা-ওথা
ওরা বলে- হৃদ ভাঙ্গার কথা,
সর্বত্র- হুড়োহুড়ি- ছুটাছুটি
দুর্বোধ্য ছলে চলে দাবাগুটি।

দেহের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে- বিবাদ ক্ষণে ক্ষণে
কুপথে যেতে কেন ওরা আঘাত হানে এই মনে,
আমার আমি চলে যাই- শরীর ছেড়ে নির্বাসনে
যদি- পরাজিত হয় নফস- বজ্রমুষ্টি- শাসনে।
ঋণি আমি- ঋণ নিয়েছি প্রাণ
ঋণদাতার এক- ঋদ্ধ দান,
এ ঋণ আমি কেমনে শোধিব
বা কেমনে তা- পূরণ করিব!

যখন-ই পড়ে মনে- হবে দেখা আমলের খাতা
আত্মিক আমি উল্টিয়ে দেখি যত কায়িকের পাতা,
মনে হয়- হানাহানির এ ধরণী- আমার নয়
লালসার চরাচরে থেকে- অযথা সময় ক্ষয়।
আছি যতদিন- মনেতে ভয়
আমার দ্বারা কি যেন কি হয়!
হে রব, একটু হও সদয়
তোমার প্রেমে ভর এ হৃদয়।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
চন্দ্রমল্লিকা সেন ভাল লাগলো দাদা । আমার পাতায় আসবেন। ভোট চাইনা পাঠক চাই ।
কাজী জাহাঙ্গীর অনেক সময় মাত্রা গুনে গুনে লিখতে বেশ কষ্ট হলেও করার কিছু থাকে না, কারণ ছন্দ কবিতার চাহিদাই এটা। তাই ছন্দ কবিতা লিখতে গিয়ে মাঝে মাঝে বেশ কষ্ট পাই। অনেক সময় সমাপ্তিটা আনন্দময়, অনেক সময় হয়ে উঠে বিষাদে ভরা। তাই ছন্দ কবিতার পাঠে যখন ছন্দ পতন আসে তখনো কষ্ট অনুভব করি, কষ্ট অনুভব করি মন্তব্যেও। তবুও পাঠক হিসেবে বিশ্লেষন ত করতেই হয়। বুঝাই যাচ্ছে অনেক সময় দিচ্ছেন কবিতায় তবু মাত্রাগুলো যেন সব জায়গায় বশে আসতে চায় না। ছন্দে কাজ করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা আর ভোট রইল। ভাল থাকবেন।
রংতুলি ভাল লাগল আপনার কাব্য ভাবনা। ভোট রইল আর আমার পাতায় আমন্ত্রন জানাই।
প্লিত হরাম আপনার মন্তব্যে । শুভাশীর্বাদ । ভালো থাকুন সতত।
বিনায়ক চক্রবর্তী ভালো লাগলো। থিম-ভাবনা চমৎকার।
অনুপ্রাণিত হলাম। শুভাশীর্বাদ। ভালো থাকুন নিরবধি ।
মোঃ নুরেআলম সিদ্দিকী অসাধারণ কাব্য ভাবনা। মুগ্ধতা রেখে গেলাম, সে সাথে শুভকামনা ও ভোট রইলো।
কৃতজ্ঞতা আপনার প্রতি। উৎসাহিত হলাম । শুভাশীর্বাদ আপনার প্রতি ।
শাহ আজিজ ভাল লাগলো থিম নিয়ে আলাপে টেনে আনা, চর্চা চলবে।
কৃতজ্ঞতা ও ভালোলাগা অনন্ত । শুভাশীর্বাদ
নূরনবী খুব ভালো (৪)
কৃতজ্ঞতা ও ভালোবাসা আপনার প্রতি । ভালো থাকুন অবিরত । শুভাশীর্বাদ
ইমরানুল হক বেলাল মর্ম উপলব্ধি কবিতা! বড়ই তাৎপর্যপূর্ণ লেখনশীল! মুগ্ধ হয়ে গেলাম । ভোট এবং মুগ্ধতা রইল কবি । আমার পাতায় আমন্ত্রণ ।
অনুসন্ধানী দৃষ্টিভাবনায় গঠণমূলক বিশ্লেষণে আপ্লুত হলাম। ভালো থাকুন নিরবধি। শুভাশীর্বাদ । আসবো ইন শা আল্লাহ ।

০১ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫