অপেক্ষা ফুরায় না কারো

বৈরিতা (জুন ২০১৫)

রোদের ছায়া
  • ২১
  • ৬৩
আকাশে অক্ষত চাঁদ আকীর্ণ হাসি মুখে
যেন ঝুলে আছে তোমার ঝুল বারান্দায়
এক পলক দেখবে বলে চেয়ে আছে
তোমার শোবার ঘরের স্বচ্ছ আয়নায়

যেখানে খানিক আগেই ঘুরে গেছ একবার
টিপ খুলে বুনে দিয়েছ আয়নাতেই
এখন এলে চোখে জল ছিটিয়ে
এবার খুলে নিলে কান আঁকড়ে থাকা
রুপালী একজোড়া দুল
এবার খুললে গলা থেকে ঘামে জড়ানো
জারদোসী হার, নতুন কেনা।

আলগোছে খুলে দিয়ে হাতখোঁপা
ক্লিপগুলো সরালে এবার
চুড়িগুলো বড্ড বিরক্ত করছিলো
খুলে নিলে সেগুলোও

তারপর...
তারপর চাঁদের অপেক্ষার পালা
অপেক্ষা তোমার সুতনু গায়ে একবার
আড়চোখে তাকাবার।

চাঁদের অপেক্ষা আর ফুরায় না
ক্লান্তিতে কমে আসে জোছনার আলো
মেঘ এসে ভিড়ে করে আশেপাশে
দুই একবার ফোড়ন কাটে...
''কই এল?''

অভিমানী চাঁদ কিছুটা পিছিয়ে আসে
তবু চলে যায় না, যেতে পারে না
ঘুমে তোমার চোখ জড়িয়ে আসে
নিপাট বিছানা- নরম কুশনে তোমার মাথা
পাশের ঘুমন্ত নিরেট দেহ টের পায় না
তোমার অস্তিত্ব, ক্লান্তি, কামনা
শুধু রাত জাগা চাঁদ আরও একটু
দূরে সরে গিয়ে চোখ রাখে আয়নায়
যদি আবার আস কোন অজুহাতে
অথবা কোন অজুহাত ছাড়াই।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর--, মনোরম ও মায়াবী কবিতা ।।
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১৫
একজন মীর যেখানে খানিক আগেই ঘুরে গেছ একবার টিপ খুলে বুনে দিয়েছ আয়নাতেই এখন এলে চোখে জল ছিটিয়ে এবার খুলে নিলে কান আঁকড়ে থাকা রুপালী একজোড়া দুল এবার খুললে গলা থেকে ঘামে জড়ানো জারদোসী হার, নতুন কেনা ...... দারুন !
Md. Mainuddin কবিতার বিচারে আপনার অন্যান্য কবিতার মতো এটাও অসাধারণ একটি কবিতা। আপনার সুন্দর,সাবলীল বর্ননাটাও বেশ। দুয়েকবার পড়লাম এখনো ঠিক পুরো আবহটি বুঝতে পারলামনা। রহস্যময় লাগছে আমার কাছে কবিতার ভাব। মনে কিছু না নিলে "বৈরিতা" এই সেকুয়েন্সে লিখে থাকলে জানাবেন আপনার ভাবনার সুত্রটা।সুখে ও সুন্দর থাকুন। ভোট যথারীতি রইলো শুভেচ্ছা হিসেবে।
শামীম খান সাবলীল কাব্যময় চিন্তাধারা । বেশ সুন্দর কবিতা । শুভ কামনা রইল ।
সাদিক ইসলাম একটু বড় . . .tobe ভাষা সুন্দর valo লাগলো . . .আমার পাতায় আমন্ত্রণ রইলো
একটু শিহরিত ভালোবাসা একটু না বলা অভিমান ॥ খুব চমৎকার ,শুভ কামনা অনেক আপু
অনেক ধন্যবাদ আপনাকে।
কবি সবুজ কে ও ধন্যবাদ।
gayer pothe সুন্দর কবিতা, শুভেচ্ছা আর ভোট রইল।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো কবিতাটি ।
আল মুনাফ রাজু কবিতার ধারাটাই খুব ভালো হয়েছে . ভোট রইলো
ভালো লাগলো জেনে খুশি হলাম, ধন্যবাদ।
হুমায়ূন কবির ভাল লাগল শুভ কামনা। আমার গল্পে আমন্ত্রন।

১৭ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪