দিন কয় হয় মনো মার্গে কত কি জাগান দেয় কতিপয় কয় তাই আমারও আর তর না সয় অবিনাশী সত্য পলেস্তারায় ফাটল ধরেছে ভেদে উদগমিত সুপ্ত মিথ্যার প্রাণ পেয়েছে গলিত মোথিত লাভাসম ধেয়ে আসছে বেশুমার দিকে দিকে বিষাক্ত সীসার বাষ্পীয় অন্ধকার দৃশ্যমান অন্ধকার বৃত্তে সত্য তবে অবরুদ্ধ নিত্য উৎকণ্ঠা, উৎপীড়নে বিপ্লবী প্রাণ স্তব্ধ প্রকাণ্ড প্রতাপে সত্য কাষ্ঠ জ্বলে হয় কয়লা এ যে কয়লা নয়তো সে কোন অমূলক ময়লা স্বর্ণ কয়লা পুড়ে ছাই! তার আর পর নাই দলে দলে সবাই যেন মৃত্যুর স্বাদ পাই।
প্রত্যক্ষ পরোক্ষ অযাচিত অনাকাঙ্ক্ষিত শঙ্কা সংকটে মানবতা আহত প্রায় এই বুঝি অক্কা যেন আতুর ঘরে বেদনাতুর মায়ের জোঠরে হত বাদী বিপ্লবী প্রসূন তাই অনাশ্রিত অনাকাঙ্ক্ষিত অকার্যকর অস্থির জনপদ, অজানা অসুখ বিসুখ কত অসুস্থ অনাহারী মানুষ যেন জীবন বিমুখ দুষ্টু সমাজের দায় বয়ে চলে পথভ্রষ্ট বাহন আমরা যাত্রী তাবদ আজ দুষিত পাষাণ পবন হালে কাফনের পাল তুলে পদে পদে চলা একালে সেতো বেহুদা অপচেষ্টা বেহুলার ভেলা কি যে হলো কি হবে কি হবেনা- তাতো জানিনা গতি মন্থর হারিয়েছি অন্তর সইতে যে পারি না।
এভাবে বাঁচা জীবন নিশ্চয়তা নেই কোন খত কেবলই মৃত্যুর আয়োজন কল্পিত ব্যর্থ কসরত এজিদি হন্তদন্ত লম্ফ দম্ভ হালে ভোগান্তি-দুর্ভোগ দহন ও পীড়ন জ্বালায় জ্বলে ভুলে যাই শোক ভোগ সত্যকে দাফন করার হায় একোন অনামিশা অশনি সংকেত- জাগ্রত হয় মনে হামেশা হামেশা এ কোন পালা এবেলা ওবেলা চলে চলছে আগত যেন অবেলার কারবালা প্রতি পদে পদে প্রচলিত।
তথাপি সত্য আগুনে স্নাত পুরুষ মরেনা কোন কালে চির যুবা চিরহরিৎ বাঁচে হাজারো বীরত্ব গাঁথা কর্মফলে বীর বাঙ্গালী মরে একবার জন্মে বারংবার বহুবার ভীরু রাজাকার মরে বারবার, জন্মে মাত্র একবার যুদ্ধাপরাধী শকুনের দল জাতীয় বেঈমান যেন কীড়া সত্যের খাদ চাউলের আঁকড় খুদ, বালি চিটা চিড়া অলীক মিথ্যা মরতে চায়না তবুও তো মরে সত্য কঠিন মরেনাতো সে মিথ্যা বিনাশ করে বাংলার মুক্তিযোদ্ধা সূর্য সন্তান যেন মহাবীর ভীম মৃত্যুকে আঁকড়ে ধরে বাঁচে সাহস সে অনন্ত অসীম যে মরতে জানে বাঁচার অধিকার কেবল তারই আছে সে অধিকার তার সৌভাগ্য সুমতি ভয় করেনা পাছে।
যা সত্য তাই আলো, তাই ধর্ম তাইতো ভালো সকালতো আসবেই রাত হোক না যতই কালো আলোকিত মানুষ চলে আঁধার রথে বাঁধার পথে মুক্তি ও আলোর পথ দেখে তার অনুসারী মতে সত্য সমরে জীবন বিপন্ন হলেও তার সুখ সম্বল অসীম সীমান্ত সে দেয় পাড়ি ছিনে আনে মঙ্গল সেই মঙ্গল ঘুচায় অমঙ্গল আনে জীবন খ্যাতি যুদ্ধাপরাধীর বিচারে কলঙ্কমুক্ত বাংলা এ আকুতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।