এই এই এই কি চাও তোমরা কি চাও টাকা টাকা ? এই নাও ভাই এই নাও যত্তসব অপদার্থের দল কোত্থেকে যে আসে নিয়ে দলবল ।
মধ্য বালকটি অপমানে একটু খানি তাকায় আর বলে আমরা যে আসি ক্ষুধার ই জ্বালায় পরিয়ে দিলেন যে আঘাতের মালায় আর অপদার্থের দল ? তাতো মোরা নই আপনাদের খোকার মতো আমার তো কারো না কারো খোকা হই । যাদের কাছে টেনে খাওয়ান মিষ্টি মন্ডা, খই আর আমাদের জন্য এই পান্তা রুটি ই সই
তাওতো পাইনা সব বেলা বাড়ছে যে ক্ষুধা নামক রাক্ষসের জ্বালা ওকে যে কিছু আহার দিতেই হবে কবে যে খেয়েছি পেটপুরে সেই কবে ?
তোমাদের তো খেয়ে খেয়ে পেটে অসুখ করে আর আমাদের ? অনেকেই না খেয়ে মরে চলে যায় যে কতো যে শিশু জনমের তরে ।
তোমাদের আছে কতো প্রিয়জন আছে কতো প্রিয় মুখ সামান্য একটু খুধার লাগি মোরা পাই যেন সব সুখ ।
ঘরবাড়ি নাই পিছুটান নাই নাই কিছু হারাবার ভয় ক্ষুধার জ্বালা তা আছে বন্ধু তাই কি প্রানে স্বয় ?
পথের শিশু আমার গো ভাই নাড়ীর ঠীকানা নাই সব থাকতে কি আর তোমার কাছে খাদ্য আহার চাই .. দেবে কি ভাই ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন
মধ্য বালকটি অপমানে
একটু খানি তাকায়
আর বলে আমরা যে আসি
ক্ষুধার ই জ্বালায়
পরিয়ে দিলেন যে
আঘাতের মালায়
আর অপদার্থের দল ?
তাতো মোরা নই
আপনাদের খোকার মতো
আমার তো কারো না কারো
খোকা হই ।
যাদের কাছে টেনে খাওয়ান
মিষ্টি মন্ডা, খই
আর আমাদের জন্য
এই পান্তা রুটি ই সই
অনেক সুন্দর আবেগমথিত একটি কবিতা। ভালো লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।