অশরীরী হায়েনা

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

রাজিব হাসান
  • ৪৯
  • 0
  • ৩৭
কোন এক বর্ষা দিনে নিম্নবিত্তের ঘরে
রাহাতের জন্ম হলো তৃতীয় ফুল হয়ে
ঢাক-ঢোল কিংবা কোন প্রকার
মিষ্টান্নের প্রয়োজনে হয়নি দরিদ্র পিতার!
তবু কেমন যেন শুকনো লাগছে মুখ
ভীত-সন্ত্রসত্দ নেশাতুর চোখ
চেনা শংকায় শংকিত বুক
তবু পিতা-মাতা দেখছে নবজাতকের সুখ।
ইদানিং প্রায়ই বাক-বিতন্ডার বাবা-মা দুজনই
যৌক্তিক কারণঃ নেই অন্নের সংস্থান তবু অন্ন বিনাশের তীর্থস্থান।
একদিন অনেকের মতই রাহাতের বাবা
পালিয়েছে মা'কে রেখে একা।
অথচ, অশরীরী হায়েনা রূপী ক্ষুধা,
কালের স্রোতে নিত্য করে দেখা।
ছোট বোন জোছনা ও পারুল; সকাল অব্দি সন্ধা ......
রাজপথে করুণ মিনতী; হাতে বকুল, গোলাপ, রজনীগন্ধা।
তবুও কি মুক্তি পাবে এই ছোটলোকের বাচ্চা!
মধ্যরাতে শিয়রের পাশে মায়ের অনুপস্থিতি
ইদানিং বুঝেও না বোঝার ভান করে ওরা,
সম্ভ্রম বিক্রি বোধহয় এমন কোন ক্ষতি নয়
অশরীরী হায়েনার ভয়ে ভীত নিম্নবিত্তের কাছে !
ফুটপাতের ডাস্টবিনে মানুষ-কুকুরের সহাবস্থান,
সহ্য হয়ে গেছে অনেকেরই কাছে।
তবু আমরা বিন্দু পরিমান লজ্জিত কি হই?
যেসব মায়েরা সন্ ্তানের ক্ষুধার তাড়নায় মৃতু্য দলিলে করেছে সই !
বিবেকের কাঠগড়ায় তাদের জন্য এক মিনিট দাড়িয়ে কি রই?
যেখানে বইছে একই রক্তের স্রোতধারা
তবু কেন? কেন এত শ্রেণী বিভাজনের লীলাখেলা ?
আজ থেকে কেন নয় আত্মপ্রতিজ্ঞা ?
\"যতবার দেখবো আমি-তুমি-সবাই রাজপথে, ফটুপাতে
ভীত পথশিশু ছুটছে হায়েনার ভয়ে
ফুল, মালা, বই যাই হোক হাতে
সহানুভূতির বিনিময়ে অশরীরী ভয় তাড়াবোই তাড়াবো\"
আমরা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তের দল..............
বলো উচ্চস্বরে একতাই বল \\
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৌরভ শুভ (কৌশিক ) কোন এক বর্ষা দিনে নিম্নবিত্তের ঘরে,লাগলো ভালো তোমার লেখা ,বুঝলাম তাই পড়ে /
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
ওবাইদুল হক নিজেকে যখন হারিয়ে ফেলি যখন মনের আবেগ আর কাজ করেনা তখন এমন কি বনবাসে যেতেও মন চাই । আপনার কবিতার ভাবকে আর শ্রদ্ধা নাকরে পারলামনা । খুব গবীর ভাবের লেখা । সেরাটার মান সেরা ।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
হোসেন মোশাররফ `একতাই বল ' কবির কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে বলতেই হল একতাই বল , একতাই বল ....
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
রাজিব হাসান প্রজাপতি মন "ক্ষুধা" তে আপনার কোনো item নেই দেখলাম..........!!!
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
রাজিব হাসান প্রজাপতি মন এবং জোড় হস্ত থাঙ্কস আপনাদের অসাধারণ কমেন্টস করার জন্য.....................
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
জোড় হস্ত কবিতার জন্মই হয়েছে মানুষের অনুভূতিকে নাড়া দেওয়ার জন্য। ভাল লাগল ভাই আপনার অনুভূতি।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১১
প্রজাপতি মন যেসব মায়েরা সন্ ্তানের ক্ষুধার তাড়নায় মৃতু্য দলিলে করেছে সই ! বিবেকের কাঠগড়ায় তাদের জন্য এক মিনিট দাড়িয়ে কি রই? যেখানে বইছে একই রক্তের স্রোতধারা তবু কেন? কেন এত শ্রেণী বিভাজনের লীলাখেলা ? আজ থেকে কেন নয় আত্মপ্রতিজ্ঞা ? \"যতবার দেখবো আমি-তুমি-সবাই রাজপথে, ফটুপাতে ভীত পথশিশু ছুটছে হায়েনার ভয়ে ফুল, মালা, বই যাই হোক হাতে সহানুভূতির বিনিময়ে অশরীরী ভয় তাড়াবোই তাড়াবো\" আমরা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তের দল.............. বলো উচ্চস্বরে একতাই বল \\ প্রতিজ্ঞাবদ্ধ হলাম. চমত্কার কবিতা.
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১১
রাজিব হাসান Shadat,সূর্য,Pondit Mahi,এমদাদ হোসেন নয়ন এবং Akther Hossain (আকাশ) আপনাদের সকল কেই ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য.................................
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১১
Akther Hossain (আকাশ) চমৎকার হয়েছে !
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১১
এমদাদ হোসেন নয়ন অনুভূতির সুন্দর প্রকাশ। ভালো লাগলো।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১১

১০ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪