গোলক ধাঁধাঁ

ইচ্ছা (জুলাই ২০১৩)

জান্নাতি বেগম
  • ২২
  • ১১৫
দোলন চাঁপার ঘ্রাণে মাতে প্রান অগ্রাহনে –
সোনালী দুপুরের রুপালী চাঁদের হাসি
সবুজের আঁচল ছেড়ে ধূসর জগতে গিয়ে
খেলা করে চঞ্চল হরিণ শাবদের সাথে ।
ম্লান হয়ে যাওয়া তপ্ততনুর জলোচ্ছ্বাসে
স্বপ্নের বীজ বোনে জমিদারের পাওনা মিটিয়ে দেবার ।
তা আর হলোনা হাড় কাঁপানো পৌষ-মাঘ
মন কাঁপাতে পারলনা ।
আরেক ফাগুন এলো
মৃতিকার বুক চৌচির করে কালো মেঘের দোলায় দুলে
চৈত্র,বৈশাখ আর মিষ্টি আমের পশরা নিয়ে জ্যৈষ্ঠ বিদায় হলো ।
না পাওয়ার অজানা বেদনায় কাঁদল আকাশ
আষাঢ় শ্রাবণ জুড়ে ।
ভাদ্র আশ্বিন বিদায় হতেই
কার্তিকের কালো কাক তপ্ততনুর উঠোন জুড়ে -
জমিদারের গোলক ধাঁধাঁয় তপ্ততনু আবারো হারায়!

দোলন চাঁপার ঘ্রাণে মাতে প্রান অগ্রাহনে
তপ্ততনুর ক্লান্তিহীন শ্রমের ফসল পুরো যায় জমিদারের উঠোনে !
তপ্ততনুর শূন্য গোলা আর জমিদারের পূর্ণ গোলা সোনালী ধানে ।
তপ্ততনুর খুব ইচ্ছা করে তার কষ্টের ফসল বুকে জড়িয়ে
পাহাড়ি ঝর্ণার মত কাঁদতে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায় কবিতাটি ভাল লেগেছে--তবে ব্যক্তিগত ভাবে আমার কোথাও কোথাও ভাব সামঞ্জস্যতার আভাব আছে বলেও মনে হয়েছে।
সূর্য তপ্ততনুতো নাম হয়ে গেলো কবিতায়। শ্রেণী বৈষম্যে যতটা না অভিজাত দায়ী তারচেয়ে সহস্রগুণ বেশি দায় খেটে খাওয়া মানুষের। এরা সংখ্যাধিক্যের ফলটাও ঘরে তুলতে পারে না ঐক্যের অভাবে। কবিতা ভালো লাগলো।
সহমত আপনার সাথে তবে - খেটে খাওয়া মানুষদের নানা সমস্যা পিছুটান , দেশের আইন তাদের বিপক্ষে কারন তারা অর্থনৈতিক ভাবে দুর্বল , তারা শান্তি প্রিয় স্বপ্নচারী অনেক কারনে এক হতে ্পারেনা । অনেক ধন্যবাদ ।
কায়েস অসাধারন কবিতা
ধন্যবাদ অনন্ত ............।।
স্বাধীন বারোমাসী দিন যাপন আর অপ্রাপ্তীর কথামালা বেশ হয়েছে, কাঁদলে নাকি হালকা হওয়া যায় দু:খের বোঝা থেকে...
আসলে কাঁদলে হয়ত মানসিক তৃপ্তি আস্তে পাড়ে কিন্তু কান্নায় অর্থনৈতিক মুক্তি আসেনা কখনো ।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যর জন্য ।
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি, একদিকে প্রকৃতির বর্ণনা, অন্যদিকে শ্রেণী দ্বন্দ্ব.
আপনার মন্তব্যও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
মিলন বনিক অসাধারণ উপমা আর অনুভুতিগুলো মিলে মিশে একটি সুন্দর কবিতা....
কৃষকদের সমস্যাগুলোর কথা প্রায় সকলেই জানে । একজন অসহায় কৃষকের টিকে থাকার ইচ্ছা টাকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র । আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
মোহসিনা বেগম অসাধারন একটি কবিতা ; না পড়লে মিস করতাম । শুভেচ্ছা আপু ।
এত ছোট কবিতা অসাধারন তো হবার কথা নয় । আপনাকে আনন্দ দিতে পেড়ে নিজেকে ভালো লাগছে আপু ।
ঘাস ফুল চমৎকার অনুভুতি। ঋতুর বর্ণনা ভাল লেগেছে।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ।
সৈয়দ আহমেদ হাবিব সত্যিই গোলক ধাঁধা চাষ করে কৃষ্ঞ রাধা গোলা ভরায় রাজ পেয়াদা এদিকে চক্র ঘুরে ঋতু যায় আসে ফিরে রাধা কৃষ্ঞের প্রেমি রতি শেষ হয়না রাত বিরতি
হুম সেটাই , ধণ্যবাদ ছন্দে ছন্দে মন্তব্য প্রকাশ করার জন্য ও পড়ার জন্য ।

০৯ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪