স্বাধীনতার স্বাদ

নতুন (এপ্রিল ২০১২)

নজরুল ইসলাম
  • ১১
  • ৪৮
পাওয়ার আজও কত সাধ;
নিপীড়িত জনতা গুমরে কাঁদে -
শাসকের সাধ, শুধু যে ক্ষমতার
জনতার যাতনা,ক্ষোভ-
বার বার ফিরে আসে।
বলী যায়, প্রতিদিনের সোঁনালী আশা-
মূঢ় শাসকের ক্ষমতার যূপকাষ্ঠে।
ম্লান হয়ে যায়,
স্বাধীনতার স্বাদ-
গণতন্ত্রের নিপীড়নে
উৎপীড়িত প্রজাকূল,
কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত
মোদের প্রিয় স্বাধীনতা,
স্বাধীনতা আমার বিক্ষত
রক্তাক্ত অবিরত,
স্বাধীনতা বুঝি মা-গো
এমনি বিস্বাদ তেঁতো
মৃতের নিঃস্তব্ধ অসাড়
শরীরের মতো।
ফারাক্কার মরণ ফাঁদ-
শ্যামল বাংলাকে মোর
করেছে নিরেট বালুচর,
প্রমোত্ত পদ্মা যেন আজ কবির
ধূসর পান্ডুলিপি।
জরা জীর্ণ,শীর্ণ প্রবাহ,
ধুু ধু মরু রুক্ষতা ।
এ কার !
কলঙ্ক রেখা পদ্মার তটে
আমার সবুজ বাংলার পটে,
আমার স্বাধীনতা,
আজ নিজ দেশে -
ক্ষমতার শিকল পরা ।
নির্মল স্বাধীনতা
ধোকা মুক্ত গণতন্ত্র,
নতুন প্রজন্মের প্রত্যাশা
শংকাবিহীন প্রজাতন্ত্র।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশিক বিন রহিম nipirito jonota-r koto kal gumre kadbe ?
যত িদন না শাস েকর েবােধাদয় হয়।
আরমান হায়দার খুউব ভাল লাগল। ভবিষ্যতে আরো লেখা পড়তে চাই। শুভ কামনা রইল।
ভাল লাগার জন্য আপনােক ধন্যবাদ।
মোহন চৌধুরী নতুন প্রজন্মের প্রত্যাশা .............ভালো লাগলো কবিতা
ভাল লাগার জন্য আপনােক ধন্যবাদ।
সূর্য শব্দে শব্দে ক্ষোভ আর হতাশা ঝরে পড়ছে। আশাতো সবাই করি, তবে শংকাবিহীন প্রজাতন্ত্র কখনোই আসবে না বোধহয়।
আশাতো করেতই হয় বন্ধু, আশা অাশা অােছ ব েলই তো েবঁ েচ অািছ।
ঝরা ভালো ,বাস্তব
রোদের ছায়া খুব ভালো লাগলো....কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত ....মোদের প্রিয় স্বাধীনতা, ...কত অসঙ্গতিই না আছে , কিছু চোখে পরে কিছু চোখ এড়িয়ে যায় .....
ভাল লাগার জন্য আপনােক ধন্যবাদ।
সালেহ মাহমুদ কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত মোদের প্রিয় স্বাধীনতা, /// অসাধারণ শব্দবিক্ষেপ। দেশপ্রেমে উচ্চকিত কবিতা। খুব ভালো লাগলো।
ভাল লাগার জন্য আপনােক ধন্যবাদ।
শাহ আকরাম রিয়াদ ভাল লাগল, নানাবিধ অন্যায় তুলে ধরেছেন। শুভকামনা রইল।
ভাল লাগার জন্য আপনােক ধন্যবাদ।
জাফর পাঠাণ মুখে ফেনা তুলে নিজকে দাবী করি-আমিই সেরা দেশপ্রেমিক,দাবী করি সেরা গনতান্ত্রিক,দাবী করি সেরা মানবতাবাদী।”কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত মোদের প্রিয় স্বাধীনতা”।কিন্তু কেন ?আপামোর জনতার মনের আকুতি কবিতায় তুলে ধরার জন্য কবিকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।
আপনার জন্য ও আমার িবপ্লবী শুভেচ্ছা রইল।
শাহ্‌নাজ আক্তার চমত্কার লিখেছেন আপনি ...........চালিয়ে যান |
ভাল লাগার জন্য আপনােক ধন্যবাদ।

০৪ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫