তুই সবুজ আগুন বানাতে পারবি? চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে বনি। কেন পারবো না? মুখে অবজ্ঞার ভাব ফুটায়ে তোলে শাহীন। পারলে বানায়ে দেখা! যদি পারি তাহলে কি দিবি? কি চাস তুই? চৌধুরী সাহেব, আপনি সবুজ আগুন বানাতে পারেন বলে ধরাকে সরা জ্ঞান করবেন না। আমাদেরও মান ইজ্জত বলে কিছু আছে। ঠাট্টা সুরে বলে গেল বনি। আগে বানাই। এরপর দিস। তোর কথাই থাকল। যা চাইবো তাই দিবি কিন্তু? ঠিক আছে পাবি। একটা গুনা তার দিতে পারিস? শাহীন জানতে চায়। হা এইতো আমার ড্রয়ারেই আছে। এগিয়ে দেয় বনি। পকেট থেকে নীল বর্নের গুড়া গুড়া কি যেন একটা শিশিতে বের করে শাহীন। গুনা তারের মাথায় গোলকরে প্যাচ দিয়ে একটা ফাঁস বানিয়ে তার মধ্যে একটা নীল টুকরা ভরে দেয়। এরপর মোমবাতি জ্বালিয়ে তার মধ্যে টুকরাটা ধরতেই উজ্জ্বল সবুজ রঙ হয়ে জ্বলতে লাগল সারা আগুন। বনি বড় বড় চোখ করে দেখতে থাকে সবুজ আগুন! এইবার আমার জিনিস দে। শাহীন তাড়া দেয়। কি চাস? কিছু না। শোন, নীল জিনিসটা হল কপার সালফেট। এটা আগুনে দিলেই সবুজ রঙ এর আগুন পাবি। এটা এমন জটিল কিছু না যে এমন হা করে দেখতে হবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।