বর্ষাস্নান

বর্ষা (আগষ্ট ২০১১)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ৪৪
  • 0
  • ৭৭
আমি অবাক হয়ে শুনি, ঘ্রান নেই-
প্রথম বর্ষার নুপুর-ধ্বনি, বৃষ্টির গন্ধ!
বাতাসে ভাসে অপূর্ব মোহিত সৌরভ,
ছড়িয়ে দিয়ে যায় লাবন্য।
জানালা দিয়ে হাত বাড়িয়ে দেই,
ক’ফোঁটা বৃষ্টির পানি ঝরে পড়ে হাতের উপর;
সাথে একটু হিমশীতল পরশ-
আর কিছু অনুভুতি অনন্য।

দখিনের জানালা খুলে দেখি-
ছেয়ে আছে গাছটি বাদল কদম ফুলে;
সেই সাথে কালো মেঘে
ছেয়ে গেছে নীল আকাশটা জুড়ে।

আমি দুয়ার খুলে বেরিয়ে আসি,
প্রথম বৃষ্টিতে একাকী ভিজবো বলে।
চুপিচুপি সঙ্গোপনে ভিজে যাই
দু’দিকে দু’হাত বাড়িয়ে।
ঘরের ছাদে মন মাতাল করা ঝমঝম শব্দ,
থাকতে দেয় না ঘরে।
বৃষ্টির সাথে মিলেমিশে উন্মত্ত হই আমি;
ছন্দে গানে মুখরিত হয় দুপুর!
রিমঝিম শব্দে যেন নেচে যায়-
চঞ্চল পায়ের বর্ষা কন্যার নুপুর।

শিহরিত আমি, পুলকিত আমি-
ধুয়ে যাক গ্লানি, ধুয়ে যাক জরা!
প্রথম বর্ষার পানিতে ধুয়ে যাক অশ্রুজল।
চঞ্চল, উচ্ছল;
উদ্দীপনায় কলকল!

এরই মাঝে নামে শোণিত ধারা;
লাল হয়ে যায় মাটি!
এ তো বৃষ্টি ধোয়া মাটির রঙ নয়;
ঝরে পড়া আমার ভালবাসার চিহ্নটুকু!
মিশে যাচ্ছে পানিতে একাকার হয়ে।
চিৎকার করে বলি-
যেও না চলে; ফিরে এসো নিভৃতে নীরবে,
আমার সাজানো নীড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) শেষ প্যারা তে আপনি কি বুঝেছেন জানি না. বললে ভালো হত. যাক আমি শেষে যেটা বুঝিয়েছি সেটা জানতে হলে দয়া করে আমার এই সংখ্যার "রক্তাক্ত অবগাহন" গল্পের পরিনতি পড়ুন. আশাকরি বুঝতে পারবেন. @ বিপুল ভাই
ফয়সাল আহমেদ bipul আশা ,আবেগ , প্রাপ্তি , পেয়েছি কবিতায় l শেষ পেরাটার ভাব টুকু আমি এখনো ধরতে পারিনি , বা আমি একেকবার একেক ধরনের ভাব পাচ্ছি l সঠিকতা জানার জন্য , অনুরোধ করছি l
Dr. Zayed Bin Zakir (Shawon) ধন্যবাদ আপনাকে @মনির মুকুল
মনির মুকুল কাব্যিক আত্মকথন বেশ ভালো লাগলো। শুভকামনা রইল বেশি বেশি।
Dr. Zayed Bin Zakir (Shawon) প্রেম আর দুর্ঘটনা সবই আছে @মামুন ভাই
মামুন ম. আজিজ বৃস্টির সাথে প্রেম জুড়েছ বেশ হয়েছে।
Dr. Zayed Bin Zakir (Shawon) অনেক ধন্যবাদ আপনাকে @প্রজাপতি মন
Dr. Zayed Bin Zakir (Shawon) @মোবাশ্বের আহমেদ: ধন্যবাদ আপনে. ২০ এ আগস্ট এর মধ্যে লেখা জমা দিতে হবে এই সংখ্যার জন্য.
প্রজাপতি মন অসম্ভব ভালো লেগেছে. বিশেষ করে শেষ প্যারাটুকু !
মোবাশ্বের আহমেদ অনেক সুন্দর হয়েছে । ভাই আজকে আমি নতুন । কবে লেখা দিতে পারব?

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪