মধ্যরাতে

কষ্ট (জুন ২০১১)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ৪৮
  • 0
  • ১১
মধ্যরাতে কেউ নেই, একাই রয়েছি জেগে,
অদ্ভুত এক বিষণ্ণতা আমায় করেছে ভর,
ক্লান্তিহীন দু’চোখের পাতা রয়েছে খোলা-
চাইছে না ওরা কিছুতেই অবসর।
চারিদিকে সুনসান নীরবতা, রাত হয়েছে গভীর-
আকাশে নেই তারার এক ফালি আলো,
কোথাও থেকে ভেসে আসে না একটুও শব্দ,
আকাশ নীল রঙ হারিয়ে হয়ে গিয়েছে নিকষ কালো।
বাতাসের নেই প্রবাহ, নীরব নিথর রয়েছে প্রকৃতি,
রাতের অন্ধকার সবকিছুকে করেছে আবদ্ধ!
ব্যথার তিক্ততায় গুমরে ওঠে যে আবেগ,
ক্ষণিকের তরে এলেও শীঘ্র হয়ে যায় দগ্ধ।
গাছের ডালে যে পাখি সেও মৌনতায় বিভোর,
কোন কিছুতেই যে তার সাড়া নাহি মেলে,
বারবার মনে পড়ে সামনে চলার পথে-
আমার পিছনে আমি কত কি এসেছি ফেলে।
ভীষণ অন্ধকারে পথ হাতড়ে যেতে হবে সামনে,
দুরুদুরু কাঁপে বুক, মনে জাগে অজানা সংশয়।
যদি হাতে থাকতো সামান্য আলোর দিশা,
নিমিষেই আঁধারকে করে ফেলা যেত জয়।
একটু একটু করে আমি সামনে এগিয়ে যাচ্ছি,
তবুও ক্ষণে ক্ষণে পেছনে ফিরে তাকাই,
কেউ কি আছে আমার পিছনে?
আমি যে একা রয়েছি, আমার পিছে কেউ নেই!
আচমকা মনে হল টের পেলাম কারও অস্তিত্ব,
মনে হল কেউ একজন আসছে আমার পেছনে।
ঠিক আমার পেছনেই শব্দ পেলাম যেন পায়ের,
ধরা দিয়ে চায় না, এগিয়ে চলেছে নিঃশব্দ গোপনে।
আমি এগিয়ে চলি, মনে জেগে ওঠে ভয়,
কে রয়েছে আমার পিছে, তাকে চিনতে না পারি!
পিছে ফিরেও তো দেখি না কারও অস্তিত্ব-
হাটতে গিয়ে আমার পায়ের পাতা হয়ে যায় ভারী।
আবার মনে হল আমার ঘাড়ের কাছে এ কার নিঃশ্বাস,
চমকে উঠি আমি আপন মনে, এবার আমি ভীত হই।
এ কোন পরিস্থিতির স্বীকার হলাম, দেখি না যে কাউকে,
শুনশান নীরবতার মধ্যে আমি একলা দাঁড়িয়ে রই।
আবার কিছুদূর এগিয়ে যাই, চলতে চায়না পা-
হঠাৎ শুনলাম আমার নাম কে যেন ডাকল স্পষ্ট,
দেখি না তো কাউকে, কিভাবে খুঁজব তাকে?
ডাকে সাড়া না দিলে আবার যদি সে হয় রুষ্ট?
আকাশ কুসুম চিন্তায় যখন ছেয়ে গেল মন,
আমি তখন বুঝতে পারলাম পিছু ডাকের কারণ।
আমি জানি এতদিন পরে কে এলো আমার কাছে,
বাঁধা হতে পারেনি কোনকিছুই এমনকি মরণ!
স্নেহের বাঁধনে বাঁধা পড়ে আছে যে আপনজন,
মৃত্যুকে সে উপেক্ষা করতে পারে সেখানে!
অভয় দিয়ে সে যেন বলতে চাইছে আমাকে,
‘ভয় কি রে? আমিও তো একদিন ছিলাম এখানে।
ছায়ার মত তোমার পাশে এই দেখ আছি আমি,
নিশ্চুপ, নিস্তব্ধ! কিন্তু তারপরেও ছেড়ে তো যাইনি!
আমার কথা ভুলে গেলেও আমি তো ভুলিনি!
কতদিন ধরে দেখতে চেয়েও দেখা তোমার পাইনি’।
আমার শুনতে পেলাম দীর্ঘশ্বাসে ফেলার শব্দ-
শরীর মনে এনে দেয় এক অদ্ভুত অস্থিরতা।
অনেক খুঁজেও যখন দেখতে পেলাম না তাকে,
অজান্তেই মনে জাগ্রত হয় একধরণের স্থবিরতা।
সমস্ত দ্বিধা দূর হয়ে মন হয়ে ওঠে ব্যাকুল,
অদৃশ্যের মাঝে অবস্থান করেও যে দেয় প্রেরণা-
এতদিন পরেও যার কথা ভুলতে পারিনি আমি,
আমার অগোচরে! আমার কথা নয় একটুও ছলনা।
আঁধারের মাঝে পথ চলতে গেলে আর লাগেনা ভয়,
কিসের চিন্তা! মরণের পরেও ভুলতে পারেনি যে-
মধ্যরাতের নির্জনতায় আমি যখন পাই সান্ত্বনা,
ভুলতে পারি না তাকে। একথা কেন বোঝেনা সে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) @Shahnaj Akter: শুনে অনেক আফসোস হলো. যাক অসুবিধা নাই, এরপরের বন্ধু পর্বের জন্য আমন্ত্রণ রইলো. ওখানে আমার ৩ তা কবিতা আর ১ তা গল্প আছে. আশাকরি আপনার ভালো লাগবে.
শাহ্‌নাজ আক্তার এত চমত্কার লিখেছেন আপনি ,,,,,,,দুর্ভাগ্য আমার আজকে ভোটের অপসন টি নেই .....না হলে অসাধারণ ছিল আপনার প্রাপ্য ,,,,, আসলে অপঠিত অপসন ধরে পড়ে গিয়েছিত তাই যখন যেটা আগে পেয়েছি সেভাবেই পড়ে গিয়েছি .....এভাবে হয়ত অনেক ভালো লিখাই মিস হয়ে যাবে ...........
Dr. Zayed Bin Zakir (Shawon) @আবু ফয়সাল আহমেদ: কবিতায় জে বিরতি দিতে হয় তাই শিখলাম. এরপর থেকে না হয় বিরতি দেবখন. অনেক ধন্যবাদ আপনাকে ভাই!
Dr. Zayed Bin Zakir (Shawon) @সৌরভ শুভ (কৌশিক ): তাই নাকি ভাই? অনেক ধন্যবাদ!
আবু ফয়সাল আহমেদ বেশ বড় কবিতা. যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো শেষ পর্যন্ত তাল ছন্দ ঠিক ছিল. লেখা সাবলীল কিন্তু কোথায় একটুও বিরতি নাই তাই বিরক্ত হচ্ছিলাম
সৌরভ শুভ (কৌশিক ) মধ্যরাতে,কথা হবে তোমার সাথে /
Dr. Zayed Bin Zakir (Shawon) @আবু ওয়াফা মোঃ মুফতি: হলি না হয় একফালি আলো. অনেক ধন্যবাদ আপনাকে/
আবু ওয়াফা মোঃ মুফতি আমার যদি ভুল না হয়, তারার আলো এক ফালি নয় |---অনেক ভালো লাগলো |
Dr. Zayed Bin Zakir (Shawon) @জুনাইদ আল হাবিব : ধন্যবাদ আপনাকে

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী