ক্লীবাক্ষর চিঠি

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

Dr. Zayed Bin Zakir (Shawon)
মোট ভোট ১০ প্রাপ্ত পয়েন্ট ৫.১৫
  • ১৬
  • ১৮২
নবনীতা,

তুমি পড়বে কিনা জানিনা- তবুও লিখছি
ইমেইলের যুগে হাতে লেখার কিইবা দাম আছে!
অস্ত আকাশের আবির রঙা- রাগে অনুরাগে হারিয়ে যাওয়া সূর্যটা
মুখ লুকায় আঁধারের মুখোশে, গভীর থেকে গভীরে।
তেমনি করে হারিয়ে গেছে তোমার লেখাগুলো প্রযুক্তির অলীকতায়।
আজও ধুলো জমতে দিইনি, ঝর্ণা কলমে লেখার তোমার চিঠির খামে।
তুমি না বললেও বুঝেছি- জল নয়; ওগুলো তোমার অশ্রু ছিল!
ঝাপসা লেখাগুলো আজও মনে করায়,
গল্প করতে করতে হারিয়ে যাওয়া- বাদাম খাওয়া বিকেলগুলোর কথা।

তোমার ইমেইল পড়ি, মেসেজও পাই অহর্নিশ।
কিন্তু সেগুলোতে কোন অশ্রুর চিহ্ন নেই-
নেই কোন অচিন্ত্য আকুলতা।
পিঞ্জরমুক্ত আজ- বড় অকৃতজ্ঞ বিগত যৌবনা এই সময়
ধুলোর প্রলেপ দিয়ে গেছে মনের উঠোনে।
যখন তখন ফোন দিলেই তোমার কন্ঠের কলধ্বনি শুনতে পাই
কিন্তু লেখনিতে তোমার সেই হাহাকার, ‘চিঠি পাওয়া মাত্রই উত্তর দিও...’

আজও সযত্নে আছে তোমার লেখাগুলো
তুমি হয়ত ভাবছো আমি আধুনিক হতে পারিনি, বড্ড বেখাপ্পা!
হয়ত সেটাই সত্যি, তোমার মানদন্ডে!
হয়ত কখনও ভুলে যাবে, তোমাকে চিঠিতে কবিতা লিখতাম।
আজও লিখি, কী-বোর্ড দিয়ে
ইমেইলগুলো যেন শ্মশানযাত্রীদের হবিষ্যি খাওয়ার আনুষ্ঠানিক স্বাক্ষর,
আর আমার কবিতাগুলো-
আজ শুধুই কতগুলো প্রাণহীন ক্লীবাক্ষর।

ইতি,
তোমারই অংশুমান
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Apon Chowdhury বেশ লেগেছে
Mim Masqur অনেক ভাল লাগল। অভিনন্দন কবি।
কাজী জাহাঙ্গীর অভিনন্দন জানাতে এসে দেখে নিলাম কবিতাটা পড়ে কি কমেন্ট করেছিলাম, আমি অনেক খুশি এই লেখার অবস্থান দেখে, আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
কেতকী ধরণটা পছন্দ হয়েছে। অনেক অভিনন্দন রইল।
শামীম খান অভিনন্দন রইল ।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

সমন্বিত স্কোর

৫.১৫

বিচারক স্কোরঃ ৩.১৫ / ৭.০ পাঠক স্কোরঃ ২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫