সুপ্ত সুধা মাতৃভূমে

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

ইসমাইল বিন আবেদীন
  • ৩৪
  • 0
  • ৫৫
সেই যে কবে ছেড়ে এলাম
মাগো তোমার কোল,
জীবনটা আজ দূর্বিষহ
খাচ্ছি শুধু দোল।

ইচ্ছে করে প্রবাস ছেড়ে
তোমার কাছে থাকি,
তোমার বুকে মাথা রেখে
তোমায় শুধু ডাকি।


এখন আমি অনেক দূরে
নদীর বাঁকটি ছাড়ি,
সবুজ শ্যামল মাঠের সাথে
ছিল কত আড়ি।

দূরে গেলেই বুঝি মাগো
তুমি কত আপন,
তোমার বুকে ঠাঁই না হলে
মিছে জীবন যাপন।

দেশ ছেড়েছি তাই তো এখন
দেশকে মনে পড়ে,
থাকতে দেশে এসব কথা
উড়ে যেত ঝড়ে।

তোমায় ছেড়ে প্রবাসে আজ
জীবন বাজি রাখি,
মাতৃভূমির কথা ভেবে
জলে ভেজে আঁখি।

ফিরতে এখন মাতৃভূমে
মন যে আমার ডোলে,
সুপ্ত প্রেমের সুধা নেব
আপন মাতৃ কোলে।

জীবন দিতে তৈরী যে জন
মাতৃভূমির তরে
এমন মানুষ জন্মে যেন
বাংলার ঘরে ঘরে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য সুন্দর চটুল ছন্দে এগিয়েছে কবিতা।
বশির আহমেদ দারুন ছন্দ বদ্ধ কবিতা । আসলে ভাই মায়ের কোলে থেকে আমরা মায়ের মুল্য বুঝিনা । দুরে গেলে বুঝা যায় মা কত মুল্যবান ।
নিলাঞ্জনা নীল বাহ! খুব সুন্দর!
সোহেল মাহরুফ ভাল লাগলো।
পাঁচ হাজার অনেক সুন্দর ছন্দের কবিতা। আপনার জয় হোক।
প্রজাপতি মন জীবন দিতে তৈরী যে জন মাতৃভূমির তরে এমন মানুষ জন্মে যেন বাংলার ঘরে ঘরে এমন ছেলেই চাই বাংলার প্রতি ঘরে ঘরে। আবার প্রয়োজন দেশটাকে সাজিয়ে নেওয়ার জন্য সূর্যসন্তান। অনেক ভালো লেগেছে কবিতাটি।
শাহীন আলম ভালো তবে ছড়া | আরো চমত্কার লেখা চাই |
নিরব নিশাচর ঘুরে ফিরে আবার এসে পড়েছিলাম... অনেক ভালো লিখেছেন...
M.A.HALIM খুব ভালো। বন্ধুর জন্য শুভ কামনা রইলো।

২৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪