স্বাধীনতা কারো বাপের নয় ,
স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার,
স্বাধীনতা ব্যক্তির অধিকার,
স্বাধীনতা গোটা জাতির অধিকার,
স্বাধীনতা এ-বাংলার অধিকার,
বাংলার---
স্বাধীনতা লাখো শহীদের রক্তের ঋণ,
স্বাধীনতা লাখো মা-বোনদের সম্ভ্রম বলিদানের ঋণ,
স্বাধীনতা কারো একক গর্জনের ফসল নয়,
স্বাধীনতা কোনো একক পরিবারের কাহিনী নয়,
স্বাধীনতা কোনও একক ঘোষণার সৃষ্টি নয় ।
স্বাধীনতা মানে নেতাদের কুরুচির বাহারি আচরণ নয়,
স্বাধীনতা মানে চেয়ার দখলের কামড়া-কামড়ি নয়,
স্বাধীনতা মানে ঘুষ দুর্নীতির অবাধ বিচরণ নয়,
স্বাধীনতা মানে নোংরা আর কুখ্যাতির শীর্ষ ডিগ্রী নয়,
স্বাধীনতা মানে সরকারের লোলুপ ক্ষমতার সীমাহীন আধার নয়,
স্বাধীনতাই কি এনেছে খাদ্যদ্রব্যে মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি?
স্বাধীনতাই কি এনেছে আম-জনগণের দিনে দিনে দুর্ভোগ-দুর্গতি ?
স্বাধীনতাই কি শিখিয়েছে হত-দরিদ্রের ঘার মুচড়িয়ে খাওয়া ?
স্বাধীনতাই কি এনেছে সাধারণের ঘুম হারামের রাত্রি জাগা ?
স্বাধীনতা কি দিতে পেরেছে তোমার আমার ন্যায্য চাওয়া পাওয়া ?
তবু বলি, স্বাধীনতা দাঁড়িয়ে আছে স্বমহীমায়,
বায়ান্নর পাটাতনে একাত্তরের বিজয় স্তম্ভে !!
advertisement
স্বাধীনতা কোনো একক পরিবারের কাহিনী নয়,
স্বাধীনতা কোনও একক ঘোষণার সৃষ্টি নয়।
স্বাধীনতা একক গর্জন, পারিবারিক কাহিনী বা একক ঘোষণা -এই লেখার ভাবনা আপনার মাথায় কেন এলো বুঝলামনা ভাই! আমরা স্বাধীনতার যে ইতিহাস জানি তাতে কোথ... আরও দেখুন
বায়ান্নর পাটাতনে একাত্তরের বিজয় স্তম্ভে !!খুব সুন্দর কবিতা
বায়ান্নর পাটাতনে একাত্তরের বিজয় স্তম্ভে !!...........অনেক সুন্দর কবিতা ।
''তবু বলি, স্বাধীনতা দাঁড়িয়ে আছে স্বমহীমায়,
বায়ান্নর পাটাতনে একাত্তরের বিজয় স্তম্ভে !!'' খুব ভালো লাগলো আপনার প্রশ্নে জর্জরিত কবিতাটি ....শুভকামনা জানাই