বর্ষা যাপন

বর্ষা (আগষ্ট ২০১১)

হাদিউল ইসলাম
  • ১৫
  • 0
  • ১০৭
রিম ঝিম রিম ঝিম নূপুরের ছন্দে,
বাদলের বারিধারা বর্ষে আনন্দে।

গাছ-লতা-পাতা সব হিম জল স্পর্শে
সবুজে সজীব হয় আপনার হর্ষে ।
মাঠ ঘাট প্রান্তর-ডুবে যায় গঞ্জ,
সীমাহীন পারাবার যেন এক মঞ্চ।

অকূল অথৈ সব প্লাবিত ধরিত্রী,
আকুল নয়ন ফেলে থেমে যায় যাত্রী।
দিকে দিকে ফোটে ফুল, পাখি গায় রঙ্গে ,
ব্যাঙ ডাকে সারাদিন অভিনব ঢঙ্গে।

প্রভাতে কদম তলে ছুটে আসে বালিকা,
ফুল তুলে বনফুলে গেঁথে নেয় মালিকা।
ছোট ছোট ছেলে মেয়ে একসাথে সকলে
নাচে গায় ভিজে ভিজে গুড়ি গুড়ি বাদলে।

রাম ধনু ভেসে ওঠে দূরে পুব আকাশে,
সবে মিলে দেখে দেখে হয়ে যায় ফ্যাকাসে।
আমি আজ একা একা আপনে অলিন্দে
এক মনে চেয়ে আছি গগন বারীন্দ্রে।

মাঝে মাঝে গায়ে লাগে বৃষ্টির ঝাপটা,
আনন্দে ভুলে যাই ঝড়ের প্রকোপটা।
উদাসী মনের মাঝে বীণার ঝঙ্কারে
প্রিয়জন ভেসে ওঠে ব্যকুল অন্তরে।

সারা প্রাণে দোলা দেয় মলয় শিহরণ ,
সব যেন ছুঁয়ে যায় বাদল বরিষণ ।
রিম ঝিম ঝর ঝর এই রোদ ,বৃষ্টি-
বর্ষার বর্ষণে অনাবিল সৃষ্টি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির মুকুল অসাধারণ তোমার লেখা। কি পেলে আর কি না পেলে সেই হিসেব এখন কষতে যেও না। তোমার জন্য সোনালী সুদিন অপেক্ষা করছে। সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাও। দোয়া রইল তোমার জন্য।
অনেক অনেক ধন্যবাদ...
ZeRo এত সুন্দর কবিতায় পাঠক এত কম কেন ? প্রিয় বন্ধুরা একবার পড়ে দেখুন নিশ্চই ভালো লাগবে এই নব নক্ষত্রের কারুকাজ !
কবিতা লিখে যতটা না আনন্দ ,তার চেয়ে ঢের বেশি আনন্দ কেউ ভাল বললে ,ধন্যবাদ
সূর্য তোমার আরো পাঠক পাওয়ার অধিকার আছে।
সূর্য বেশ সুন্দর পর্বে পর্বে এগিয়েছে কবিতা। বর্ষার রিনিঝিনিও আছে। আগামীতে অগ্রাধিকার পাবে, খুজে নিয়ে পড়ব।
তখন আমি কলেজে পড়তাম ।অনিয়মিত ছিলাম ।ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত হবো ।আমার এখন কার প্রোফাইল মাহদী আহমেদ সজীব ।
খন্দকার নাহিদ হোসেন বেশ লাগলো কবির কবিতা। কবি সামনে আরো ভালো লিখবে তা কবির কবিতা দেখেই বোঝা যাচ্ছে। ও এ ভুবনে স্বাগতম।
thanks.....from the core of my heart. thanks..
পন্ডিত মাহী অনেক ভালো লাগলো... চালিয়ে যাও
তানিম ইশতিয়াক অসাধারণ লিখেছ। তোমার লেখাটা উপেক্ষিত কেন বুঝলাম না।

২২ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪