মিলেমিশে অবশেষে

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

Asif Mamun
  • ২৪
  • 0
  • ১০
ভালোবাসি ফুল,
দেদীপ্যমান সূর্যস্নাত ভোরে
বিহঙ্গের প্রেমীষু মুখরে-
পুলকিত মধুময় বাগান পুতুল।

ভালোবাসি চাঁদ,
পূর্ণিমার বর্ষণ চাদরে
নীলিমার আবেগী আদরে-
লুকানো স্বপ্নের প্রত্যয়ী আহ্লাদ।

ভালোবাসি নদী,
বারোমাস অবতল পতনে
ক্ষয়িষ্ণু সমতল যতনে-
নির্লিপ্ত গহবর আঁকে নিরবধি।

ভালোবাসি পাখি,
পাখনার শেফালি বসনে
একফালি অনুরাগ অসনে-
দিগন্তে লুকোচুরি সুখ মাখামাখি।


ভালোবাসি মন,
বালুচরে গোধূলির ছায়াতে
ঘুমন্ত দুলদুল মায়াতে-
স্বপ্নের সৈকতে হাঁটি কিছুক্ষণ।

ভালোবাসি দেশ,
জননীর কোল ভেজা ধরাতে
যত সুখ স্বাধীনতা ছড়াতে-
মিলেমিশে অবশেষে এই আছি বেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া খুব ভালো হয়েছে , আবেগে মাখামাখি একটা কবিতা/
বশির আহমেদ দেশের প্রতি এমন ভাল বাসা কজনের আছে ভাই । খুব ভাল লাগল ।
তানভীর আহমেদ বেশ ভালো। দেশপ্রেমের ক্ষেত্রে কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যটাই তুলে আনা হয়েছে। অন্য বিষয়গুলোতে দৃষ্টি দিলে পূর্ণতা পেত বলে মনে হয়।
পাঁচ হাজার অনেক সুন্দর লিখেছেন। এ দেশের কিছুই আপনার কবিতায় ভালবাসার বাইরে যেতে পারেনি। সুন্দর কবিতা।
নিলাঞ্জনা নীল দারুন লিখেছ আসিফ.....
M.A.HALIM খুব সুন্দর । শুভ কামনা রইলো।
সাজিদ খান ভালোবাসি দেশ// জননীর কোল ভেজা ধরাতে// যত সুখ স্বাধীনতা ছড়াতে-// মিলেমিশে অবশেষে এই আছি বেশ।////আপনার কবিতায় কিছুটা গানের মত মনে হল.,,আর একটি আবেগী হলে ভালো হত...তবুও ভাল ভাললেগেছে...ভাল থাকবেন
এস, এম, ফজলুল হাসান ভালোবাসি মন, বালুচরে গোধূলির ছায়াতে ঘুমন্ত দুলদুল মায়াতে- স্বপ্নের সৈকতে হাঁটি কিছুক্ষণ। --- আমিও বলি , ভালোবাসি আপনার কবিতা , হৃদয়ের ভালবাসা থেকে | ধন্যবাদ |
আশা এটাও সুন্দর কবিতা। তবে নাহিদ ভাইয়ের কথাটা আমার মনেও ঘুরপাক খাচ্ছে। যাই হোক না কেন- কবির হাত যেহেতু ভালো চলুক না, এত সুন্দর কবিতা পড়তে সবারই ভালো লাগবে। তাই বলছি চলুক কবির কবিতা।

১৯ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫