অনন্ত সুখে আছি

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

Asif Mamun
  • ২২
  • 0
  • ৩৪
যদি পাখির ডানায় ভর করে দশ দিগন্তে উড়তে পারতাম!
হয়তো উড়ে যেতাম পৃথিবীর ওপারে,
মহাসমুদ্র পাড়ি দিয়ে অজানা অভিন্ন আশ্রমে। এন্টার্কটিকার
বরফগলা হিমশীতল পানিতে পেঙ্গুইনের লোকালয় সন্ধানে-
নীল সমুদ্রের সুবিশাল জলরাশিতে ডাহুকের মত মৎস শিকারে-
আলাস্কা, গ্রীনল্যান্ড, ওশেনিয়া ও ক্যারিবীয় দীপাঞ্চলে-
এভারেস্ট-কিলিমাঞ্জারোর-অন্নপূর্ণার প্রান্ত ছুঁয়ে ভাসতাম সুখের নীল আঁচলে।
গোলাপের বর্ণালি পাঁপড়ির হাত ধরে হাসতাম
প্রভাতে আবিষ্কৃত স্বর্নালী থালার সাথে।
পৃথিবীকে চিনে নিতাম নিজের মত করে।
কত দেশ, মহাদেশ, অগ্নিগিরি, পিরামিডের অচল, গিরিখাত, সমতলের মসৃণ আবাস: হয়তো খুজতাম ধরণীর অচেনা কিছু, বিলুপ্ত বৈচিত্রের একগুচ্ছ পরিচয়।
তুলোর মত সফেদ মেঘের প্রিয়জন হয়ে থাকতাম সুনীল আকাশের সীমানায়,
ভালো করে অবলোকন করতাম গ্রহ, উপগ্রহ, চন্দ্র এবং নক্ষত্রের সাগর,
অনুভব করতাম সূর্যের ঝাঁঝাঁলো উত্তাপের অদম্য শক্তি,
পরিমাপ করতাম ধূমকেতুর ধাবমান লেজের পরিধি-
প্রকৃতির পেমে ডুবে থাকা সুখী-স্বাধীন চরিত্র হয়ে বাঁচতাম আমৃত্যু।
অথচ, আমি পেয়েছি এক অন্য রকম স্বাধীনতা।
সব গুপ্তহত্যার আয়োজন বিসর্জন দিয়ে পেয়েছি একটি সোনালি আদিত্য।
চারিপাশের অজস্র বৃক্ষ ছায়া দেয় আমার ছোট্ট একখানি ঘর
কোকিল মুখে লুকায় অবসর বিনোদন
মাঝে মাঝে পাহারা দেয় দু’চারটি পাখি।
আমি এদের পাহাড়ায় থেকেও
প্রতিনিয়ত স্বাধীনতার বিমূর্ত ছবি এঁকে যাই এই বাংলায়।
আমি অনন্ত সুখে আছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহদী অনেক সুন্দর লিখেছেন
Asif Mamun ধন্যবাদ।
প্রজাপতি মন কোকিল মুখে লুকায় অবসর বিনোদন মাঝে মাঝে পাহারা দেয় দু’চারটি পাখি। আমি এদের পাহাড়ায় থেকেও প্রতিনিয়ত স্বাধীনতার বিমূর্ত ছবি এঁকে যাই এই বাংলায়। আমি অনন্ত সুখে আছি। সুন্দর!
মিজানুর রহমান রানা প্রতিনিয়ত স্বাধীনতার বিমূর্ত ছবি এঁকে যাই এই বাংলায়। আমি অনন্ত সুখে আছি।---------বেশ সুন্দর কল্পচিত্র।
শেখ একেএম জাকারিয়া ভাল লাগল । শুভকামনা ।
ফাহিমা আক্তার যদি পাখির ডানায় ভর করে দশ দিগন্তে উড়তে পারতাম! হয়তো উড়ে যেতাম পৃথিবীর ওপারে, মহাসমুদ্র পাড়ি দিয়ে অজানা অভিন্ন আশ্রমে। চমৎকার।
রোদের ছায়া এটা গ্রাম বাংলা না হয়ে গ্লোবাল ভিলেজ নিয়ে লেখা হয়েছে. ভালো.
তানভীর আহমেদ কবিতাটি অনেক ভালো এবং উচ্চমার্গীয়। ভাবের বিন্যাস এবং পরিণতি সবখানেই দক্ষতার ছাপ রয়েছে। মাঝখানের একটা লাইন একটু বেখাপ্পাভাবে বড় লাগছে। সেটাকে ভেঙে দুটো করলে মনে হয় ভালো হতো। শুভকামনা।
আশা অসাধারণ শব্দগাঁথুনিতে মন ছুঁয়ে যাবার মতো কবিতা। প্রিয়তে নিলাম ওহে কবি।
মামুন ম. আজিজ সুন্দর ভাষাপ্রয়োগ করেেছে কবিতায়। কিন্তু এটা গল্প বিভাগে চলে এসেছে। কর্তৃপক্কে জানাও বার্থা দিয়ে তারা কবিতায় দিয়ে দেবে।

১৯ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫