মেয়েটি এবং মিথ্যে ভোরবেলা

ভোর (মে ২০১৩)

জলধারা মোহনা
  • ১৪
  • ৪৪
মেয়েটি জেগে জেগেও স্বপ্ন দেখতে ভালোবাসে। প্রায়ই তার ইচ্ছে করে কোন এক ভোরে ফড়িং অথবা প্রজাপতি হয়ে
বারান্দার গ্রিলগুলোকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়তে। পায়ের নীচে মাটি নেই, তাতে কি.. না চাইতেই আসবে একটুকরো মেঘের নৌকা আর তাকে ভাসিয়ে নিয়ে যাবে পৃথিবীর যেকোনো প্রান্তে। সমুদ্র থেকে মরুভূমিতে, পাহাড় থেকে অরণ্যে। তার ইচ্ছের শেষ নেই.. ডুবুরী হয়ে সমুদ্রের আনছে কানাচে ঝিনুকের মুক্তো খুঁজে বেড়াবে, মরুকন্যা হয়ে মরুভূমির এপার থেকে ওপারে বেদুঈনদের সাথে তপ্ত জলে তৃষ্ণা মেটাবে, পর্বতারোহী হয়ে পাহাড়ের নীচ থেকে উপরে ক্লান্তিমাখা পায়ের ছাপ ফেলবে, বনলতা হয়ে অরণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত অচেনা ফল- অজানা ফুল কুড়বে.. আরও কত কি! কিন্তু বন্দিনী রাজকন্যা হয়ে এইসব ইচ্ছেপূরনের অপেক্ষায় দিন গুনেই সময় কেটে যেতো তার।
একদিন খুব ভোরবেলায় ঘুম ভেঙ্গে গেল মেয়েটির। জানালার পর্দা ভোরের বাতাসে নৌকার পাল হয়ে উড়ছে। ঘুমঘুম চোখে বারান্দায় পা রাখতেই অবাক বিস্ময়ে দেখলও বারান্দার গ্রিলগুলো উধাও! চারপাশে আধফোটা আলো ছড়িয়ে এগিয়ে আসছে ভোর। খোলা কার্নিশে দাড়িয়ে শূন্যে পা রাখতেই ছুটে এলো একটুকরো মেঘ.. সেই নরম মেঘের নৌকায় চড়ে চেনা শহরের সীমানা ছাড়িয়ে অনেক অনেক দূরের আকাশে উড়তে লাগলো সে। তাকে ঘিরে সহস্র মেঘদল.. তাদের রঙধনু রঙ ছড়িয়ে পড়ছে ভোরের আকাশে। সে বুভুক্ষের মত দেখতে লাগলো ভোরের এই অপার্থিব রূপ....


ভোরের আজানে ঘুম ভাঙলও মেয়েটির। জানালার ওপারে তখন ধীরে ধীরে জেগে উঠছে আকাশ। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো সে। পা বাড়ালেই মেঘের ভেলা, একলা ভ্রমণ, একমুঠো ভোর.. এই জীবন পেতে হলে হয়তো স্বপ্নে বাঁচতে হয়!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জায়েদ রশীদ গল্পের পরিসর ছোট কিন্তু ভাবনার কলেবর সুদূরপ্রসারী...
এফ, আই , জুয়েল # সুন্দর ষ্টাইল ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একমুঠো ভোর.. এই জীবন পেতে হলে হয়তো স্বপ্নে বাঁচতে হয়!!...............// স্বপ্নিল ভোরের একটি টুকরো কাহিনী বেশ ভাল লাগলো ............মোহনা আপনাকে অসংখ্য দণ্যবাদ...................
সূর্য স্বপ্নগুলো এমনই হয়, সেখানে মেঘের পাল্কিতে চড়ে যাওয়া যায় নি:সীম সীমান্তে, অধরাকে ছুয়ে দেখা যায়। কাব্যিক অনুগল্প খুব ভালো হয়েছে।
এশরার লতিফ খুবই সুখপাঠ্য লেখা, দারুন কাব্যিক।
তানি হক ভোরের আজানে ঘুম ভাঙলও মেয়েটির। জানালার ওপারে তখন ধীরে ধীরে জেগে উঠছে আকাশ। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো সে। পা বাড়ালেই মেঘের ভেলা, একলা ভ্রমণ, একমুঠো ভোর.. এই জীবন পেতে হলে হয়তো স্বপ্নে বাঁচতে হয়!!.....কাব্য গল্পটি অসাধারণ লাগলো :)
মিলন বনিক একটি মেয়ের মানবিক মনস্তাথিক সুন্দর বিশ্লেষণ...ভালো লাগলো....
জাকিয়া জেসমিন যূথী আমিতো ভেবেছিলাম, আমার গল্পটিই এবারের সবচেয়ে ছোট্ট গল্প। আপনারটা আমার চেয়েও ছোট। ভালো লাগলো।
তাপসকিরণ রায় স্বপ্ন ও ভাবনার জগতেই ফুরিয়ে গেল গল্প ! বলতে হবে,ভাবনাকে সুন্দর কাব্যময় করে তুলেছেন আপনি।

১৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৪৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪