বিশ্বরে / তুমি আরেকবার দেখ , স্বপ্নের বাংলাদেশ । সে বহু দিন আগে দেখেছিলে, শুনেছিলে, গোলাবারুদের শ্বশন রণাঙ্গন ১৯৭১ সাল , সে দিন হয়ত তুমি কেঁদে ছিলে হ্নিতে ছিলে মর্মিত হয়েছিল তোমার আবেগের আবেশ । আজি সে বীর সন্তানের নব তারুণ্য / আরেক বার যুদ্ধে নেমেছে - এ যুদ্ধ প্রাণ নিমেষের নেশায় নয় , এ অভিপ্রায় মাতৃকার মাতৃভূমির বিন্দু বিন্দু কণাতে যোগাচ্ছে বলয় । সে অস্ত্র ন্যায় ব্যাট ধরেছে , সে বারুদের ন্যায় বল খেলিছে , লাল সবুজের পতাকা শিরায় বেঁধেছে , দমে দমে হেকেঁছে ,-- স্বদেশের ষোল কোটি মানুষ তপস্যার ধন্যে প্রতিক্ষণ প্রতিমূহুর্ত তাকিয়ে আছে । চার ছয়ের খরতালির মাঠ পূর্ণ দর্শক উন্মাদনায় হুংকারিছে বীর সন্তানের ডাক । আমি ওবাইদুল সত্যিই অভাগ হই , তোমার শিরোনামে দেখি যবে ঐ কিশোর যুবকের নাম সেঞ্চুরির খেতাবে দেখি যখন বীরত্বের অম্লান , মনটা আমার পবনের পঙ্খীতে উড়ে , যেন শিশিরের নব প্রভাতের দান । বিশ্বরে --- তুমি আরেকবার দেখ মায়ের আশীর্বাদ কত উপরে রয়েছে স্থান । সে বৃত্তকার মাঠের ধ্বনী ধেয়েছে তোমারেও স্বদেশের মাতোয়ারা তোমারও দোলিছে -- এ তারুণ্যের জন্য নব গান । এ যুদ্ধের ফলপ্রসূ হোক ইতিবাচক জানায় তোমায় স্বাগতম । বহু স্বপ্নের দিন এঁকেছি বক্ষিনে এবার বাস্তবের দিন করেছি আগমন এ দিনের তুমিও কর আশীর্বাদ ,- হোক ফাগুনের প্রভাত । নব তারুণ্যের এ যুদ্ধের গানে তুমিও দাড়াও পাশে ,উচ্ছ্বাসের টানে, নবতার আহ্বানে । বিশ্বরে --- তুমি আরেকবার দেখ , নব যুদ্ধের অপ্রত্যাশিত বাজিমাত ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।