সরল মানুষ।

সরলতা (অক্টোবর ২০১২)

মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
  • ৪৮
আমি বাবা সরল মানুষ, সরলতায় আছি,
প্যাঁচ চালাকি মারা মারির নই তো কাছা কাছি।
একখানা পেট সেটাও ছোট, আমার যেটা আছে।
একটা ঘাড়ে একটা মাথা, বেশি তো নেই কাছে।

পা দু’খানা, পাদুকা তাই গুঁজতে হলো দুটো,
একটা নাকে কেন যে ছাই, দুই দু’খানা ফুটো !
মুখটা শুধু খুলিনে, ভয়, দাঁতটা কিছু বেশি,
এইটুকু খুঁত, তাতেই কেন এমন রেষারেষি?

খাইনি ঘুঁষের মধু টধু, চাইনি বাড়ি গাড়ি,
রোজ দু’বেলা চুলোর প’রে চাপাই ভাতের হাঁড়ি।
নিজের কাজে পথ দিয়ে যাই, একলা একা সোজা,
আপন মনে চলতে থাকি, কাঁধে নিজের বোঝা।

দু’চোখ তুলে তাকাইনে, আর নিজের পায়ে হাটি,
পাশ দিয়ে তাও গোত্তা দিয়ে মারছো মাথায় চাঁটি?
নিজের কাজে ব্যাস্ত থাকি, পাইনে সময় হাতে,
তবু নাকি ঘুরতে হবে, ডাক দিলে দিন রাতে?

তোমার আছে লক্ষ চ্যালা, বিশ্ব জুড়ে কত,
সঙ্গে আছে কাজের কাজি সদায় সেবায় রত,
আকাশ ছোঁয়া মুন্ডু তোমার, পাতালে পা হবে,
অধম জনের দিকে নযর দিচ্ছ কেন তবে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ও মজাদার অনুভূতির একটি কবিতা ।। = ৫
...........পড়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার এবারে লেখ পেলাম না। আগামীতে পাচ্ছি নিশ্চয়। শুভেচ্ছা জানবেন।
Mahi pondit সুন্দর। শুভ কামনা কবির জন্য।
.........পড়া আর শুভকামনার জন্য ধন্যবাদ। আপনার কোন লেখা পেলাম না, আশাকরি আগামী সংখ্যায় পাচ্ছি। আপনার প্রতিও শুভ কামনা। ভাল থাকবেন।
লুতফুর বারী মান্না সালাম নিবেন । চমতকার কবিতা ।
......ওয়ালাই কুমাস সালাম। পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আগামী সংখ্যায় আপনার লেখা পাচ্ছি। শুভেচ্ছা রইল।
লেখা উপহার আপনাদের অবশ্যই দিবো।কল্পকাহিনীতে জমা দিয়ে দিয়েছি।
আলম ইরানি অধমের নড়াচড়া চোখে পড়েছে তাই নযর দিচ্ছে ।সাহস হারাবেন না ।ওদের পরাজয় অবধারিত ।সালাম ও শুভেচ্ছা ।
.........অনেক ধন্যবাদ। আপনার লেখা পাওয়ার আশায় থাকলাম। শুভেচ্ছা জানবেন।
Azaha Sultan কেমন করে লেখ দাদা, কিছুই বুঝি না যে...........অপূর্ব দাদা
ওসমান সজীব দারুন কবিতা
আবু ওয়াফা মোঃ মুফতি বেশ ভালো লাগলো ভাই|
ম তাজিমুল ইসলাম ওয়াহিদ ভাই অসাধারন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একখানা পেট সেটাও ছোট, আমার যেটা আছে। একটা ঘাড়ে একটা মাথা, বেশি তো নেই কাছে। ....// অসাধারণ লাগলো কবিতা..কিছুক্ষনের জন্য ছন্দময়তায় হারিয়ে গেছিলাম ...ভাব ভায়া আর ছন্দ সব মিলিয়ে 'অসাধারণ' বলতে নাই কোন দন্দ.....ওয়াহিদ বড় ভাই মন ভরে ভালোবাসার আঁচড় কেটে গেলাম..............

০৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪