রূপচিত্র

বর্ষা (আগষ্ট ২০১১)

অজয়
  • ১১
  • 0
  • ৬৭
জীবনের মহাকাশে সময় অসময় কত মেঘ জমে
কত মেঘের মায়াবী আচলে সোনালী স্বপ্ন খেলা করে।
কখনোবা তার ভেলায় ভেসে হারিয়ে যাই
জানা_অজানার নিরম্নদেশে দৃষ্টির সীমানাতে।
যেখানে শুধু মেঘেদের অবিরাম আনাগোনা
পরিচিত দীর্ঘশ্বাসের মত বারবার আসে
আর যে ছিরে_খুরে খায় প্রতিটা রাতের নিসত্দব্ধতা,
যেই নিসত্দব্ধতায় শৈশবে ডুবে মিশে গেছে
কাগজের রঙিন নৌকা শ্রাবণঘণ বৃষ্টিতে।
কি স্বপ্ন, কি আসায় ভাসানো হয় সেই নৌকা
কে জানে শুধু নিমেশেই নিঃশেষ।
কতটা মেঘজমে ঘণীভূত হলে অঝোরে বর্ষা ঝরে,
আজ শুধু জীবনকে জীজ্ঞাসা
আজ জলস্মৃতি চোখের আকাশে
সত্যি বর্ষা আকরে ধরেছে জীবনকে এখন
শুধুই নীরবেই ঝরে আর বিমর্ষতায়
পাতাখসা টুপটুপ স্মৃতির পথ ধরে হেঁটে যাই
আনমনে পরাগ কুড়াতে বিষন্নতার হাতে আকণ্ঠ মগ্নতায়।
এখন প্রতিনিয়তই ভিজে যাই জীবনের অপ্রত্যাসিত
এই ঘণীভূত মেঘেদের জলে।
অন্ধকার ছায়া উপর হার বুলাই
কেবলী নিজের অজানত্দে।
মেঘ জমেছে এতই যাকে এরানো যায়না কিছুতেই।
তাই, স্মৃতি ভাসে অবিরাম চোখের বন্দরে
এই বৃষ্টি জলে যদি কখনো ভিজে যায় ঐ শরীর।
মনের গহীনে যত লুকানো ভাষা সব
বেরিয়ে আসবে জীবনের সম্মুখে তখনই
খুঁজে পাবে সুখময় স্মৃতির সেই নিদারম্নণ রূপচিত্র।
আর প্রতি ফোটায় বৃষ্টি ঐ শরীরে এনে দিবে পরিচিত স্পর্শ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কবিতা অনেক ভালো। বানান আর সেই সাথে কবিতায় আর একটু কল্পনার আবেশ চাই।
সূর্য বেশ ভাল একটি কবিতা। অনেকগুলো লাইন হৃদয় ছূ'য়ে যায়........
মিজানুর রহমান রানা শুভ কামনা, আরো ভালো লিখতে হবে।
পন্ডিত মাহী কি স্বপ্ন, কি আসায় ভাসানো হয় সেই নৌকা কে জানে শুধু নিমেশেই নিঃশেষ। কতটা মেঘজমে ঘণীভূত হলে অঝোরে বর্ষা ঝরে, আজ শুধু জীবনকে জীজ্ঞাসা ...............।। দারুন কথা গুলো... তবে বানানে সর্তকতা প্রয়োজন... প্রিয় তে নিলাম...
sakil ভালো কবিতা বলার অপেক্ষা রাখে না . লিখতে থাকুন .
প্রজাপতি মন কতটা মেঘজমে ঘণীভূত হলে অঝোরে বর্ষা ঝরে, আজ শুধু জীবনকে জীজ্ঞাসা আজ জলস্মৃতি চোখের আকাশে সত্যি বর্ষা আকরে ধরেছে জীবনকে এখন শুধুই নীরবেই ঝরে আর বিমর্ষতায় পাতাখসা টুপটুপ স্মৃতির পথ ধরে হেঁটে যাই আনমনে পরাগ কুড়াতে বিষন্নতার হাতে আকণ্ঠ মগ্নতায়। অসাধারণ.
অবিবেচক দেবনাথ অসাধারণ কবিতা, বিন্যাস দেখে একজন নামকরা লেখকের লেখা মনে হয়। তবে অনেক ভূল বানানের দরুণ লেখাটা তার সঞ্জিবনীশক্তি হারাচ্ছে। তাই কবির কাছে অনুরোধ বানানের প্রতি একটু যত্নবান হতে। তাহলে আমরা আপনার নিকট অনেক সুন্দর লেখা উপহার পাব।
বিষণ্ন সুমন কবিতা হিসেবে অবশ্যই প্রথম শ্রেনীর, কিন্তু সৃজনশীলতার কিছুটা অভাব রয়েছে ।
অজয় this kobita is very nice to me

২৮ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫