সুবর্ণ লতা

কষ্ট (জুন ২০১১)

মোঃ মুস্তাগীর রহমান
  • ৩৯
  • 0
  • ১৬
সুবর্ণ লতা,
তুমি কী জান?
এখনও রাত ভোর হয়,
জোনাকীরা রাতের আঁধারে ঝিকিমিকি আলো দ্যায়,
রাতের আঁধারে বকুল,শিউলি ফোটে,
কিশোর-কিশোরী শিউলি-বকুল কুড়াই-
সকালে।
মালা গাঁথে,এখনও পুতুল খেলে,মনের আনন্দে
খিলখিল করে হাসে।
এখনও সাঁঝের বেলাই,বুনো হাস মুক্ত আকাশে
উড়ে যায়-
কিশোর-কিশোরী আঙ্গিনায়,তালের পাটিতে শুয়ে
দু’চোখ মেলে দেখে,বুনো হাসগুলো কী করে গন্তব্যে
পৌঁছায়!
সুবর্ণ লতা,
জান কী তুমি?
এখনও ধানসিড়ি নদী তীরে,
গাঙ শালিকেরা বাসা বুনে।
সবুজ ঘাসের নরম বিছানায়,ক্লান্ত কৃষক একটু জিরোই,
রাখালের সুর ভেসে আসে,মনে হয় একটু দাঁড়াই,
এখনও বাউল সুর তোলে তার এক তারাই।
এখনও মাঠে মাঠে সোনালী ফসল ফলে,
অগ্রহায়ণে নবান্নের উৎসব হয়
ঘরে ঘরে বধুরা নানান রঙের(ধরণের)পিঠা তৈরী করে,
বলদের রেষ,লাঠি খেলা,
কৃষক মেতে ওঠে আনন্দের বন্যায়।
সুবর্ণ লতা,
আমার শূন্য ঘরে,তুমি নেই পাশে,
জানি আসবে না ফিরে,
তবুও শুধু, তোমাকে মনে পড়ে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরাফাত মুন্না অসাধারণের উপর কিছু থাকলে আমি দিতাম। আধুনিক কবিরা এত ভাল লিখে আপনার কাছ থেকে শিখলাম।আমার প্রিয় কবির নাম বললে আপনার নাম বলব ।
আশা আপনার সুবর্ণ লতার জন্যে আমার একটি গান- যে দিন যায় একবার, সেতো ফিরে নাকো আর। শুধু হৃদয়ের আঙ্গিনাতে রয়ে যায় জমে থাকা স্মৃতির পাহাড়।' অনেক অনেক ভালো লাগল ভাইয়া। আপনার জন্যে অসাধারণই মানায়।
সূর্যসেন রায় শুধুই তোমাকে মনে পরে ।খুব সহজ একটা কথা যায় কারণে মানব জীবনে থেকে যায় প্রেমের আশ ।চমত্‍কার....
Abu Umar Saifullah অসাধারণ বললে কে আমাকে বাধা দেই. শুদু সুবর্ণ লতাকে নই আপনার কবিতা ও মনে পড়ে
আবু ওয়াফা মোঃ মুফতি যে নিশ্চিত ফিরে আসবার নয়, পোড়ামন তাকে নিয়েই চিরকাল রয়!-- খুব ভালো লাগলো |
মিজানুর রহমান রানা অতুলনীয় ভাষাপ্রবাহ। ভোট দিলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।
মিজানুর রহমান রানা সবুজ ঘাসের নরম বিছানায়,ক্লান্ত কৃষক একটু জিরোই, রাখালের সুর ভেসে আসে,মনে হয় একটু দাঁড়াই, এখনও বাউল সুর তোলে তার এক তারাই। এখনও মাঠে মাঠে সোনালী ফসল ফলে, অগ্রহায়ণে নবান্নের উৎসব হয়--------------
আনিসুর রহমান মানিক আমার শূন্য ঘরে,তুমি নেই পাশে, জানি আসবে না ফিরে, তবুও শুধু, তোমাকে মনে পড়ে!==আসলেই মনে পড়ে /
মাসুদুর রহমান সুবর্ণ লতা, জান কী তুমি? এখনও ধানসিড়ি নদী তীরে, গাঙ শালিকেরা বাসা বুনে। আপনার সুবর্ণ লতা ফিরে আসুখ এ কামনা করছি, খুব ভালো লাগলো

২৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী