চল্লিশ বছর পরে
পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?
৭১ এর সেই দুপুর বেলা
হানা দিল পাক সেনা,
নিরীহ বাঙালি দিশেহারা!
রওনক গেল যুদ্ধে,
আর না এল ফিরে।
বনলতা রয়ে গেল
কলঙ্কময় জীবণ নিয়ে।
চল্লিশ বছর পরে
পুরানো স্মৃতি আবার
মনে পড়ে!
সেদিন দুপুর বেলা
ছাব্বিশের (মার্চ) রদ্রু খরা
রওনক ছিল বসে
অশ্বথ গাছের নিচে,
বনলতা তাঁর পাশে।
কেউ না কথা বলে,
চুপচাপ রয়ে।
হঠাৎ
রওনক বলে, বাধা দিও না-
দিও না বনলতা,এ’দেশ আমার,
আমাকে ডাকে,
যেতে হবে যুদ্ধে।
রওনক কোন বাধা না শুনে,
গেল চলে যুদ্ধে।
বনলতা কুমারী-কুমারীই
গেল রয়ে।
পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?
কত ছিল আশা,
বুক ভরা ভালোবাসা,
অনেক না বলা কথা,
হ’ল না বলা।
রওনক বলেছিল,
তোমার-আমার হবে,
হবে দেখা!
হল না ত, হল না দেখা।
রওনক নেই; আসবেও না,
কোখায় ঘুমিয়ে আছে, তাও নেই জানা
তাই ত,
বনলতার, অনেক কথা বলা হল না ।
পুরানো স্মৃতি মনে পড়ে যায়......
রওনক,
সেদিন গেলো চলে
বনলতার ভালোবাসা নিয়ে,
রওনক রেখে গেলে...বনলতাকে
একাকি ফেলে।
পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?
একত্রিশ মার্চ, রাজাকার সেতাব
ঈগলের মত, ছো মেরে
তুলে নিল বনলতাকে!
অন্ধকার বাস, অসংখ্য বিবস্ত্র নারী
তার মাঝে বনলতা,তখনও বিবস্ত্র হইনি।
হঠাৎ হুঙ্কার
বিবস্ত্রহীন নারীদের চিৎকার,
বনলতা অশান্ত,বুকটা হাহাকার
চলে গেল সম্ভ্রম তাঁর,
নিশ্চুপ অবতার!
তারপর
মনে নেই ; নেই কিছু বনলতার।
পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?
ষোল ডিসেম্বর, বিজয় দেশ
কেউ হাসে,কেউ কাঁদে
কেউ করে উল্লাস!
বাঙালির স্বপ্ন
স্বাধীন বাঙলাদেশ
পেল তার জননী,সাবাস বাঙলাশে!
বনলতা তখনও হয়নি মা,
মায়ের স্বপ্ন যে ছিল,
তা ভেঙ্গে গেছে, হবে না ত
হবে না।
তবুও স্বামিহীন বনলতা!
একুশ ফেব্রুয়ারী
পিতাহীন সন্তান পেল,
বনলতা জননী হ’ল।।
পুরানো স্মৃতি বার বার শুধু,
মনে পড়ে যায়...!
২৯ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৩৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪