জননী!

মা (মে ২০১১)

মোঃ মুস্তাগীর রহমান
  • ৪৪
  • 0
  • ৬২
চল্লিশ বছর পরে
পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?

৭১ এর সেই দুপুর বেলা
হানা দিল পাক সেনা,
নিরীহ বাঙালি দিশেহারা!

রওনক গেল যুদ্ধে,
আর না এল ফিরে।
বনলতা রয়ে গেল
কলঙ্কময় জীবণ নিয়ে।

চল্লিশ বছর পরে
পুরানো স্মৃতি আবার
মনে পড়ে!

সেদিন দুপুর বেলা
ছাব্বিশের (মার্চ) রদ্রু খরা
রওনক ছিল বসে
অশ্বথ গাছের নিচে,
বনলতা তাঁর পাশে।
কেউ না কথা বলে,
চুপচাপ রয়ে।
হঠাৎ
রওনক বলে, বাধা দিও না-
দিও না বনলতা,এ’দেশ আমার,
আমাকে ডাকে,
যেতে হবে যুদ্ধে।

রওনক কোন বাধা না শুনে,
গেল চলে যুদ্ধে।
বনলতা কুমারী-কুমারীই
গেল রয়ে।

পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?

কত ছিল আশা,
বুক ভরা ভালোবাসা,
অনেক না বলা কথা,
হ’ল না বলা।

রওনক বলেছিল,
তোমার-আমার হবে,
হবে দেখা!
হল না ত, হল না দেখা।

রওনক নেই; আসবেও না,
কোখায় ঘুমিয়ে আছে, তাও নেই জানা
তাই ত,
বনলতার, অনেক কথা বলা হল না ।

পুরানো স্মৃতি মনে পড়ে যায়......

রওনক,
সেদিন গেলো চলে
বনলতার ভালোবাসা নিয়ে,
রওনক রেখে গেলে...বনলতাকে
একাকি ফেলে।

পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?

একত্রিশ মার্চ, রাজাকার সেতাব
ঈগলের মত, ছো মেরে
তুলে নিল বনলতাকে!
অন্ধকার বাস, অসংখ্য বিবস্ত্র নারী
তার মাঝে বনলতা,তখনও বিবস্ত্র হইনি।
হঠাৎ হুঙ্কার
বিবস্ত্রহীন নারীদের চিৎকার,
বনলতা অশান্ত,বুকটা হাহাকার
চলে গেল সম্ভ্রম তাঁর,
নিশ্চুপ অবতার!
তারপর
মনে নেই ; নেই কিছু বনলতার।

পুরানো স্মৃতি কেন
মনে পড়ে?

ষোল ডিসেম্বর, বিজয় দেশ
কেউ হাসে,কেউ কাঁদে
কেউ করে উল্লাস!
বাঙালির স্বপ্ন
স্বাধীন বাঙলাদেশ
পেল তার জননী,সাবাস বাঙলাশে!

বনলতা তখনও হয়নি মা,
মায়ের স্বপ্ন যে ছিল,
তা ভেঙ্গে গেছে, হবে না ত
হবে না।

তবুও স্বামিহীন বনলতা!

একুশ ফেব্রুয়ারী
পিতাহীন সন্তান পেল,
বনলতা জননী হ’ল।।

পুরানো স্মৃতি বার বার শুধু,
মনে পড়ে যায়...!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান অনেক সত্য আমরা ইচ্ছে করেই যেন ভুলে থাকতে চাই. এটা মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা হয়তো বাঙ্গালী হিসেবেও . সত্যের সামনে কিছুক্ষণের জন্য হলেও আমাদের দাড়ঁ করিয়েছেন.আপনাকে ধন্যবাদ.
রনীল তারপর... মনে নেই ; নেই কিছু বনলতার। ৭১ এর পটভূমিতে মাতৃত্বের এমন একটা চিত্র তুলে ধরেছেন যার যথার্থ স্বীকৃতি কেউ দিতে চায়না... আপনার এই লেখা রাজাকার সেতাব দের অপকর্মের প্রমান সংরক্ষণ করবে... আর নতুন প্রজন্মকে মনে করিয়ে দেবে তাদের শেকড়ের কথা ... আপনার সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি...
মামুন ম. আজিজ মুরব্বী মানুষ আপনি, সে কারনে অভিজ্ঞতার ছাপ স্পস্ট। বেশে সুন্দর সাজানো গোছানো কবিতা।
সাইফ চৌধুরী ম রহমান ভাই দেশের ইতিহাসের কত না বলা কথা কত মানুষের স্মৃতিতে গেথে আছে। খুব সুন্দর করে সুন্দর একটি দৃশ্য যেন এখন আমার চখে দেখতে পাচ্ছি আপনার এমন সুন্দর কবিতার মাঝে। অনেক দন্যবাদ আপনাকে সুন্দ সুন্দর এই লেখা আমা আমাদের উপহার দেওয়ার জন্য। শুভকামনা আপনার প্রতি।
Ruma দীর্ঘ একটা কবিতা আমার ভালো লেগেছে।
ওবাইদুল হক দাদা আপনা কবিতায় এক অসাধারন রুপ দিয়েছেন সেটা হল অপত্যাশিত সৃজন শীলতা যা আজকের নব প্রজন্ম উপলব্ধী করেছে । অনেক সুন্দর হয়েছে । তবে আগামী বার লিখলে এত বেশি গ্যাপ রাখবেনা । অনেক ধন্যবাদ ।
মোঃ মুস্তাগীর রহমান বিষণ্ণ সুমন,তোমার কথাই ঠিক।নিয়ম মানাটা একটা নিয়ম।কিন্তু আমি কেন যেন নিয়মটা মানতে পারিনি কোন কালেই.....বাবা,মা নিয়ম চাপিয়ে দিয়েছে মানিনি,সমাজ নিয়ম বেঁধে দিয়েছে গ্রহণ করতে পারিনি........শিক্ষঅয়,কর্মে কোনটাই আমার কাছে গ্রহণযোগ্য হয়নি।মনে হয়েছে সব ভুল;কিন্তু এখন মনে হয়েছে,সব ঠিক আছে........আমি ভুল।কারণ আমি ত আমার তত্ব প্রতিষ্ঠিত করতে পারিনি..................................
junaidal স্বদেশ মাতৃভূমির স্বাধীনতার ইতিহাস সুন্দর করে ফুঠে উঠেছে।

২৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪