বৃষ্টি হবে তো

বর্ষা (আগষ্ট ২০১১)

রাকিবুল হাসান অপু
  • ২৪
  • 0
  • ১২
বৃষ্টি হলেই মনে পড়ে যায়
ক্লাস থ্রী-র শ্রাবণীর কথা।
বিনা অধিকারে যার ছাতার নিচে
আশ্রয় নিয়েছি বহুবার।

বৃষ্টি হলেই মনে পড়ে
ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
তিতলির কথা।
যার সাথে একবার ভিজবো বলে,
কত বৃষ্টিই না উপেক্ষা করে
স্কুলে গিয়েছি বহুবার;
কিন্তু আর ভেজা হল না।


বৃষ্টি হলেই মনে পড়ে
খুব প্রিয় হ্যাপি ম্যাডামের কথা।
আকাশে মেঘের গর্জন শুনলেই
যিনি চমকে দিয়ে বলতেন,
“সারাজীবন তো পড়ালেখাই করলাম,
চলো, আজ বর্ষাযাপন করি।”

বৃষ্টি হলেই মনে পড়ে
মিতা আপার কথা।
যার সাথে বহু ঝড়ে আম কুড়িয়েছি,
সেই মিতা আপারই বিয়ে হয়ে যায়
এক বর্ষার বাদলা দিনে।
তারপর যে কত কেঁদেছি
দিনরাত রেলিং ধরে।
পাড়ার কত মেয়ের বিয়ে হয়,
আমার কান্না আসে না কোনদিনও।

বৃষ্টি হলেই মনে পড়ে
সোনামানিক অন্তু-র কথা।
যে বৃষ্টি হলেই তার মা-কে চিঠি লেখে,
বলে, “বৃষ্টি হলেই সব মায়েরা কাঁদে আকাশ থেকে
যারা খুব দূরে চলে যায়।”
হায়রে অন্তু,
তোকেই আজ চিঠি লিখতে ইচ্ছে করে,
তুই আজ কত দূরে!

বৃষ্টি হলেই মনে পড়ে
তার কথা।
যার জন্য কত রাত যে কেঁদেছি
বালিশে মুখ গুঁজিয়ে।
আজ যে অন্য কারও জন্য কাঁদে,
কোন এক মেঘলা দিনে।
আমার অনেক প্রতিক্ষার বৃষ্টি,
আজ বৃষ্টি হবে তো!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আব্দুল্লাহ আল masum খুভ ভালো লেগেছে যে ভাবে সবের কথা মনে poreeeeeeeeeeee
ফয়সাল আহমেদ bipul অসাধারণ l অনেক গুলো পার্ট(টার্ন) ছিল l কোনটা থাকে কোনটা আলাদা হয়নি l খুব চিন্তিত লেখা l প্রথমদিকে কেমন জানি লাগছিল পড়তে , but পরে তাল ভাব পুরোপুরি ফিরে এসেছে l চরিত্র ধরে ভাব গুলো পূর্ণতা পেয়েছে l
তানভীর আহমেদ ভালো লাগল, তবে সবক্ষেত্রেই রমণীয় আবেশটি একঘেয়ে মনে হলো।
সৌরভ শুভ (কৌশিক ) বৃষ্টি হলেই মনে পড়ে যায়,হারানো ছাতা খুঁজে নাহি পায় /
মিজানুর রহমান রানা ভাল লাগলো। ভোট গৃহীত হয়েছে
রাকিবুল হাসান অপু আপনাদের ধন্যবাদ কষ্ট করে আমার কবিতা টি পড়ার জন্যে. আরো খুশি হতাম যদি জানাতেন কোন চরিত্র টি আপনাদের বেশি ভালো লেগেছে.
পন্ডিত মাহী সূর্য ভাই, জানি না এই কবি কি করে জানল... শেষের লাইন হুবহু এক!! ভাবা যায়!!!
সূর্য এইতো কতক্ষন আগে "পন্ডিত মাহী"র "আজ বৃষ্টি হবে তো" পড়ে এলাম। দুজন কি যুক্তি করে [প্রায়] এক নামের কবিতা লিখেছ? হাঃ হাঃ হাঃ হ্যাপী ম্যাডামকেই বেশি ভাল লাগলো।
Fatema Tuz Johra ভালো লাগলো.

২০ জুন - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪