ওস্তাদের শয়তান বন্ধু

বন্ধু (জুলাই ২০১১)

সব্যসাচী
  • ৫১
  • ৭১
বন্ধু আমার, বন্ধু তোমার
সবার সেরা বন্ধুরে,
ওস্তাদের এক বন্ধু আছে
নামটি "মিচকা শয়তান\"রে।

ক্রিকেট নববর্ষ সংখ্যায়
ওস্তাদ যখন হারল ভাই,
দুঃখে করে কান্নাকাটি
মিচকা ভাইয়ের দেখা পাই।

কত শত অকথ্য ভাব
মিচকা শয়তান ঝাড়লরে,
সাইটে কত নোংরা নাটক
ওস্তাদ মিয়া করলোরে।

মা-সংখ্যাতে ভোটের পাঁচে
ওস্তাদ যখন পাইল ঠাই,
অসংগতি থাকলেও কিছু
মিচকার কোন আঘাত নাই।

সুবোধ বালক, লেখক ওস্তাদ
নিয়ম করে পড়তোরে,
মা-সংখ্যাতে জয়ী হয়ে
মিচকায় বিলীন হলোরে।

জানল যখন একতারিখে
ভোটের সকল সুযোগ শেষ,
ওস্তাদ মিয়া পড়া থুইয়া
মিচকার তলে ধরল বেশ।

লেখক কিছু বুঝলেও ভাব
মুখে তাদের কুলুপ আঁটা,
মিচকার তলে বন্ধু ওস্তাদ
সাইটের হইল গলার কাঁটা।


মিচকা নামের আইডির তলে
ওস্তাদ মিয়া আছে জানি,
শেষ জীবনে চেহারা তোর
এমনই হোক, চাইছি আমি।

ভাবছ মিচকা, এই দেশে আর
তোমার মত পন্ডিত নাই?
বাব-বেটা সব শয়তান হ
আমরা সবাই সেইটাই চাই।

মিচকার কান্দে লাঙ্গল থুইয়া
তুমি ওস্তাদ চইড়া খাও!
সব্যসাচীর বদ্ দোয়াতে
চৌদ্দগুষ্টি নালায় যাও।

মিচকার লেখায় একখান শব্দ
আছে সেইটা "ভাবুদয়",
এই শব্দতেই ধরা "ওস্তাদ"
নির্বাসন লও, থাকে যদি *ভয়।

*সম্মানের ভয়, যদিও ওস্তাদের সেইটা নাই।
উৎসর্গ: গল্পকবিতার পরিবেশ দূষণকারী ছদ্মবেশী এক দুষ্ট, স্বঘোষিত ওস্তাদকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. হা হা হা হা হা হি হি হি হি হি হা হি হা হি হা হি
sakil একে একে লেখাগুলো পড়া প্রায় শেষ দিকে . কবিতাটি নিয়ে অনেক মন্তব্য শুনার পর ও পরে অপঠিত হিসাবে রেখে দিয়েছিলাম . আজ সকলের মন্তব্য গুলো পড়লাম কবিতাটি পড়লাম , শেষে আমার এক শিক্ষকের কথা মনে পরে গেল - বল বির উন্নত মম শির / নজরুলের সেই বিখ্খাত কবিতা আমার ক্লাসের এক ছেলে নকল করে বানিয়েছিল - বল বীর বল ( প্রকাশ যোগ্য নয় ) . তিনি বলেছিলেন আমাদের ছেলেদের অনেক মেধা তারা যদি কোনো ভালো কাজে এই মেধা খাতাত তাহলে অনেক কিছু করতে পারত .......সুতরাং আমার বলার কিছু নাই . তবে হিংসা বিদ্বেষ না করাই শ্রেয় .
শাহ্‌নাজ আক্তার ছন্দ আকারে রচিত এই ছড়া টি কিন্ত দারুন হয়েছে .....
মুহাম্মাদ মিজানুর রহমান জব্বর....জব্বর.....খুবই জব্বর....
প্রজাপতি মন বাহ! ছদ্মবেশী ওস্তাদের মুখোশ খুলে দেবার প্রচেষ্টা মনে হলো, কিন্তু আমি এই সাইটে নতুন তাই কাউকে ধরতে পারলাম না, তবে লেখা মোটামুটি হয়েছে, তবে প্রচেষ্টা স্বার্থক! শুভকামনা.
মোঃ মুস্তাগীর রহমান এটা প্রকাশ করা উচিৎ হয়নি........................!
এস, এম, ফজলুল হাসান সরাসরি ব্যক্তিগত আক্রমন না করে , ছদ্দ নাম ব্যবহার করলে কবিতাটি সুন্দর হত | আসুন সবাই বন্ধু হই , ব্যক্তিগত আক্রমন না করি | ভালো কবিতা পড়ি, ভালো কবিতা লিখি | ধন্যবাদ |
সব্যসাচী @মনির মুকুল ছড়াটা সুখপাঠ্য হলেও এর প্রতিক্রিয়া সুখকর নয়। এসবে সংঘাত বাড়ে; কমে না। সবার মধ্যে মিলমিশ আশা করছি। শুভকামনা রইল... -------------------- ঘোড়ার সাথে গাধারে মিলমিশ কইরা থাকতে দিলে তো মুকুল ভাই "খচ্চর" জন্মাইব। (ঘোড়া=ভাল লেখক অন্যভাবে নিয়েন না ভাই)
সব্যসাচী তানভীর গল্প-কবিতা কর্তৃপক্ষ নিরব কেন? ------------- কারণ গল্পকবিতা এদের কার্যকলাপও নীরবে দেখে। তাই
সব্যসাচী নিরব------ এখানে দু'একজন ছাগল সাহিত্যিক আছে। তাও তিন নম্বর বাচ্চাটা। এরা যতটুকু বোঝে তার চেয়ে বেশি লাফায়। ওদেরতো কেউ না কেউ বলতে হবে। ভাবছি এমন এক ছাগলের কীর্তিগুলো (বিভিন্ন মন্তব্য, পোস্ট, ফোনালাপ, ভোটভিক্ষা, দল সৃষ্টির) প্রমান নিয়ে একটা প্রবন্ধ রেডি করছি, বর্ষার কিছু কথা লিখে (তারনাম সহ) জমা দিয়ে দেই। আবার ভাবি নির্লজ্জের লাজ হবে? না আবার ভাল মানুষগুলোই লজ্জিত হবে??

১৬ জুন - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪