রূপালী ডানার মেঘ

বর্ষা (আগষ্ট ২০১১)

রোদেলা শিশির (লাইজু মনি )
  • ৩৩
  • 0
  • ২৩
রুপালি ডানার মেঘ বিমর্ষ কুয়াশার পেখম ছড়িয়ে আসে আকাশে,
বিলুপ্ত আধাঁরের নির্জন সুর ভেদে কলরব স্বপ্নীল বাতাসে।
অসুস্থ কল্পনা জেগে উঠে উল্লাসে গেয়ে যায় মুমূর্ষু চেনা গান,
অন্তিম ধোঁয়াশার নিভন্ত সুর্যটা সিঁদ কেটে পেতে চায় পরিত্ত্রান।
ব্যস্ত বছর গুলো সময়ে্র তরনী্তে পাড়ি দেয় বিষাক্ত নিঃশ্বাস,
বিবর্ন জ্যোস্নার অঘ্রানে বিদগ্ধ জীর্ণ নিখিলে গড়া বিশ্বাস।
এক রাশ বেদনার শাশ্বত গুঞ্জনে সঞ্চিত শিশিরের বৃষ্টি,
কপো্লের কূল ঘেষে অবিরাম ঝরে বারি ছল ছল সচ্ছল দৃষ্টি।
পাণ্ডু্র মানবতা অট্ট হাসির স্বাদে ধোঁয়া তোলে অনলের ফুল্কি,
ঘুমন্ত ধরনীর সজ়ীব মৃত্তিকায় স্বপ্নেরা এঁকে যায় উল্কি।
আড়ষ্ট কণ্ঠের ওঙ্কারে সঞ্চিত কুণ্ঠিত অদ্ভুত মনটা,
সো্নালী আশার ক্ষণ বাজ়ায় অমৃত সেই মুক্তির নির্ঘুম ঘন্টা।
পশ্চাতে পরে রয় উণ্মাদ প্রলয়ের বিদীর্ণ অনাহূত স্মৃতি সব,
গ্রন্থিল বিলাসের কল্লোলে কম্পিত শুষ্ক কুসুমে ঝরা উৎসব।
ভাবনার ক্যাম্পাসে রহস্য মন্থনে মস্তকে কিঞ্চিত ইঙ্গিত,
স্ফটিক বিচ্ছুরিত হৃদয়ের প্রাঙ্গনে অজানা জয়ের রণ সঙ্গীত।
ঐ যে আকাশ ফুঁড়ে উড়ন্ত চঞ্চল রুপালী ডানার মেঘ উড়ে যায়,
তৃপ্তিতে পূণরায় ভাল লাগে সবকিছু কোন এক সর্ণালী সন্ধায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আনিসুর রহমান মানিক ঐ যে আকাশ ফুঁড়ে উড়ন্ত চঞ্চল রুপালী ডানার মেঘ উড়ে যায়, তৃপ্তিতে পূণরায় ভাল লাগে সবকিছু কোন এক সর্ণালী সন্ধায়।।-----অনেক ভালো লাগলো /
সূর্য কষ্ট নিওনা, বয়স অনুপাতে লেখার মান বেশি ভাল হলে আমি গুগুলে সার্চ দিয়ে দেখি। এটাও খুজেছি। অসম্ভব মুন্সীয়ানা দেখিয়েছ। শব্দভান্ডারও মনে হলো যথেষ্ট সমৃদ্ধ। ভবিষ্যতে তোমার লেখা খুজব নিশ্চয়ই..........। *****এই কবিতার আরো পাঠক পাওয়া উচিত*****
Muhammad Fazlul Amin Shohag ভালো লাগলো
ami200+220= ভালো হয়েছে .
Robi রুপালি ডানার মেঘ বিমর্ষ কুয়াশার পেখম ছড়িয়ে আসে আকাশে, বিলুপ্ত আধাঁরের নির্জন সুর ভেদে কলরব স্বপ্নীল বাতাসে। অসুস্থ কল্পনা জেগে উঠে উল্লাসে গেয়ে যায় মুমূর্ষু চেনা গান, অন্তিম ধোঁয়াশার নিভন্ত সুর্যটা সিঁদ কেটে পেতে চায় পরিত্ত্রান। valo legeche!!!
আসলাম হোসেন তৃপ্তিতে পূণরায় ভাল লাগে সবকিছু কোন এক সর্ণালী সন্ধায়।।................এত সুন্দর লাগল এই লাইনটি যা ভাষায় প্রকাশ করার মত না।
মনির খলজি আপনার জন্যও অনেক শুভো কামনা.....আর সামনের দিনগুলোতে এরকম আরো ভালো লিখা পেতে চাই ...ভালো থাকুন ।
রোদেলা শিশির (লাইজু মনি ) হা..হা..হা... কৃষ্ণ দাদা , বুদ কি ?
রোদেলা শিশির (লাইজু মনি ) তানভীর ভাইয়া , সব চেয়ে বেশি ধন্যবাদ আপনাকে . কষ্ট করে ভুল গুলো দেখিয়ে দেয়ার জন্য .

০৩ জুন - ২০১১ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪