নিবৃত হোক , তুচ্ছ লোকের,
ক্ষুধার আকুল যন্ত্রণা;
এই সমাজের উচ্চ শ্রেণী,
কখনো তা চাইবে না।
থাকবো মোরা মত্ত শুধু,
ভোগ-বিলাসের মন্ত্রণায়;
অন্যদিকে না খেয়ে আজ,
অনাহারি যন্ত্রণায়।
তুচ্ছ বলে তাইতো তাঁরা,
থাকবে অনেক পিছু;
চায়বে তাঁরা অনেক,
তবে, পাবেনাতো কিছু।
ঐ শিশুটির ক্রন্দন-ধ্বনি,
শুনবে না আজ কেহ;
ধূলোয় মাখা, যে শিশুটির,
রুগ্ন-নগ্ন দেহ।
শীতের কাপড় হয়না অভাব,
ধনীর দুলাল যারা;
কাপড়…? সেতো অনেক কিছু,
যারা বস্ত্র-হারা।
ছয়টা ঋতু বুঝবে তাঁরা,
সকাল দুপুর সাঝে;
ছয়টা মিলে এক ঋতু আজ,
চারটা দেয়াল মাঝে।
তাঁরা যখন অনাহারে,
মরছে ধুঁকে ধুঁকে;
ধনীর দুলাল মায়ের হাতেও,
নিচ্ছে না ভাত মুখে।
আরাম-আয়েশ করতে মোদের,
হয়না অভাব টাকা;
ছিন্নমূলে অন্ন দিতে,
থাকবে পকেট ফাঁকা।
এতোই সুখে থাকি মোরা,
ভাবিনা পরের জন্য;
অহংকারে অন্যদের আজ,
করিনাতো গন্য।
ভাবিনা কেউ স্বার্থ ছাড়া,
আমরা, তাদের জন্য;
নামটা মোদের মানুষ হলেও,
আমরা নর-ঘৃন্য।
ভাববো যখন তাদের জন্য,
সবাই একই সাথে;
দারিদ্রতার মাত্রা তখন,
কমবে অনুপাতে।
০৩ জুন - ২০১১
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪