আমি আর মোমের আলো

শুন্যতা (অক্টোবর ২০১৩)

সোহেল সামি
  • ২৮
রাত নিঝুম,এক পাশে মোমের আলো,আমি একা নির্ঘুম।
মোম জ্বলে নিঃশেষ হয়,আর আমি দেখতে থাকি।
আমি জ্বলি অন্তরতলে কিন্তু নিঃশেষ হই না।
সৃতির পায়রাগুলো ডানা জাপটায় ,বিমলিন দু-চোখ চেয়ে থাকে অপলক।
মোম গলে উড়ে যায়,আমি বিমূর্ত;অবচেতন সৃতিতে হারাই।
শূন্যতা ঘিরে আছে আমার চারপাশ-
বিষণ্ণ মন,বিষণ্ণ যামিনী,
অদূর কোন কাননের সুগন্ধি ভাসে কামিনী।
কিন্তু কামিনীর সুগন্ধে মনের তন্দ্রা ভঙ্গ হয়না।
একাকীত্বের নিদারুণ যন্ত্রণা আমার,আর তোমার অভিমানী মন।
সিক্ত দুচোখ,রিক্ত মন,শূন্যতায় ভরে আছে একাকী ক্ষণ।
মোম জ্বলে সাথে আমিও জ্বলি;কিন্তু নিশি শেষে ভোর আসেনা-
আমি প্রহর গুনি তুমি আসবে...আমার একাকীত্ব ভেঙ্গে।
মোমের আলোয় নয়,পূর্ণিমার আলোয়।
যত অভিমান তোমার ভেসে যাবে,অনুরাগের স্রোতে।
শুন্য হৃদয় ভরে যাবে পূর্ণতার আবেশে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম পানা উল্যাহ্ সহজিয়া ভাষায় অসাধারণ আবেগঘন কাব‍্যধর্মী কবিতা। ভালো থাকুন কবি ।
ইসহাক খান বিষাদের ছাপটি মন ছুঁয়ে যাবার মত।
তানি হক অনেক দিন পরে মনে হয় সামি ভাইয়ের কবিতা পড়লাম... অনেক অনেক ভালো লাগলো ভাইয়া কবিতা আর আপনাকে আবার পেয়েও আনন্দিত হলাম .. আমার পাতায় ঘুরে আসবেন সময় করে ... ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
সময় করে লিখতে পারিনা অপু ....ইনশাআল্লাহ
সময় করে লিখতে পারিনা অপু ....ইনশাআল্লাহ
Jontitu মোম গলে উড়ে যায়,আমি বিমূর্ত;অবচেতন সৃতিতে হারাই। শূন্যতা ঘিরে আছে আমার চারপাশ- বিষণ্ণ মন,বিষণ্ণ যামিনী, -.........অনেক সুন্দর লাইন গুলো।
অনেক ধন্যবাদ ....টিটু ভাই
ওসমান সজীব মোম জ্বলে সাথে আমিও জ্বলি;কিন্তু নিশি শেষে ভোর আসেনা- আমি প্রহর গুনি তুমি আসবে...আমার একাকীত্ব ভেঙ্গে।মোমের আলোয় নয়,পূর্ণিমার আলোয়।যত অভিমান তোমার ভেসে যাবে,অনুরাগের স্রোতে।শুন্য হৃদয় ভরে যাবে পূর্ণতার আবেশে। - See more at: http://golpokobita.com/golpokobita/article/4946/7084#sthash.Pzd7hFsX.dpuf দারুন কবিতা
ওয়াছিম সিক্ত দুচোখ,রিক্ত মন,শূন্যতায় ভরে আছে একাকী ক্ষণ। সুন্দর বলেছেন দাদা।
সোহেল সামি অনেক অনেক ধন্যবাদ ......সূর্য ভাই
সূর্য মন বিষণ্ণ থাকলে যামিনীও বিষণ্ণতায় ভোগে। শূন্যতার আলো আধারী ভালো লেগেছে।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...মোম জ্বলে সাথে আমিও জ্বলি;কিন্তু নিশি শেষে ভোর আসেনা...। ভাল লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪