শীতের অশ্রুজল

শীত (জানুয়ারী ২০১২)

এ কে এম মাজহারুল আবেদিন
  • ২৯
  • ৫৩
ভেসে রয়ে গেছে কুয়াশার প্রেম চাদর,
খুব এক ভোরে খোলা দোর জুড়ে ছুয়ে দেয় তার আদর |
ক্লান্ত গাছের পাতারা ঝরছে আগমনী গান সুরে,
প্রাণ মন দোলে, একা কোন সুখে, ভেসে যায় সুদূরে |
এক দুই করে ঘরের বাইরে দাড়াই,
দূর দিগন্তে সুর্যের খেলা নাই |
হেটে যাই একা দুই এক দুই করে,
ঘাসেদের গায়ে শিশিরের গান ঝরে |
খোলা মাঠ পানে চেয়ে দেখি এক মনে,
শীতের পাখিরা কলরব করে দুষ্টুমি করে উড়ে |
ভালো লাগে দেখি কুয়াশার মেঘে সুর্যের দুষ্টুমি,
আলো সে ছড়ায় নতুন রঙের, ঝরা কুয়াশায় চুমি |
দুরে যত দুরে চাই চোখ মেলে ক্লান্তি বিহীন,
হিম নদী জলে ছোট পাখিদল খেলা করে অমলিন |
ভেসে চলে যাই কৈশোর থেকে শৈশব,
প্রাণে কেদে ওঠে বাংলার শীত বৈভব |
ছিল মাঠ জুড়ে সবুজের সাথে শীতের প্রানের খেলা,
খেজুর রসের পিঠার গন্ধে উড়ে চলে যেত বেলা |
সন্ধ্যের মুখে বসতেম গিয়ে মায়ের আঁচল পাশে,
খড়ির আগুনে কনকনে শীত পাখা মেলে যেত ভেসে |

কোথা সেই মোর বাংলার বুকে গাঁয়ের বুকের সবুজ,
আছে যত টুকু, প্রাণ নেই তাতে, শুধু জেগে আছে ভুজ |
সেই সে গাঁয়ের খেজুর কুড়োনো শীতের সকাল বেলা,
সেই সে পিঠের আহামরি করে স্বাদের মুগ্ধ খেলা |
সেই সে চাদর মুড়ি দেওয়া পথে পাঠশালা পলায়ন,
আনন্দে ভেসেছি প্রতিটি ক্ষণের মনের প্রতিটি কোন |

আজ সেই গায়ে ভেসে আছে শুধু শহরের কোঠা ছাপ,
সবুজ মরেছে, কুয়াশার জলে আর নাই সুখোতাপ |
বাংলার সেই গর্বের গ্রাম, আজ কোথা গেল ভাই,
চোখের কোনেতে জমে ওঠে জল, শীতে জমে ওঠে তাই |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান তৌহিদ উল্লাহ শাকিল : আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ http://www.golpokobita.com/messages/compose/to/7161 ] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১২
এ কে এম মাজহারুল আবেদিন বন্ধু তানি, লজ্জায় ফেললেন, স্টার পাবার মত মোটেও লিখিনি বন্ধু | ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ |
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১২
তানি হক আজ সেই গায়ে ভেসে আছে শুধু শহরের কোঠা ছাপ, সবুজ মরেছে, কুয়াশার জলে আর নাই সুখোতাপ | বাংলার সেই গর্বের গ্রাম, আজ কোথা গেল ভাই, চোখের কোনেতে জমে ওঠে জল, শীতে জমে ওঠে তাই | .......**** ;)
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
এ কে এম মাজহারুল আবেদিন ধন্যবাদ সবাইকে |
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
মামুন ম. আজিজ বেশ হয়েছে
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
ছালেক আহমদ শায়েস্থা আলো সে ছড়ায় নতুন রঙের, ঝরা কুয়াশায় চুমি | দুরে যত দুরে চাই চোখ মেলে ক্লান্তি বিহীন, হিম নদী জলে ছোট পাখিদল খেলা করে অমলিন | ভেসে চলে যাই কৈশোর থেকে শৈশব, প্রাণে কেদে ওঠে বাংলার শীত বৈভব | চমৎকার হইেছ
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১২
সেলিনা ইসলাম আজ সেই গায়ে ভেসে আছে শুধু শহরের কোঠা ছাপ, সবুজ মরেছে, কুয়াশার জলে আর নাই সুখোতাপ | বাংলার সেই গর্বের গ্রাম, আজ কোথা গেল ভাই, চোখের কোনেতে জমে ওঠে জল, শীতে জমে ওঠে তাই | -------অসাধারন অনুভুতি ভাল লাগল অনেক শুভেচ্ছা
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১২
রোদেলা শিশির (লাইজু মনি ) পাঠশালা পলাযন ..? খেজুর কুড়ানো শীতের সকাল বেলা ...., হিম-জলে পাখিদল করে খেলা .......! বাঙালি আবেগ ছুঁয়ে যায় অনায়াসে টুকরো টুকরো ....স্মৃতির শব্দ-বিতান ....!
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১২
এ কে এম মাজহারুল আবেদিন কৃতজ্ঞ হয়ে গেলাম সাবের ভাই, অনেক ধন্যবাদ...|
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪