গহিনে জলের সুর

বর্ষা (আগষ্ট ২০১১)

এ কে এম মাজহারুল আবেদিন
  • ৩২
  • 0
বৃষ্টির ঝরনা জলে,
ভেসে চলে ঘুমোনো দুপুর |
বাতাসে খুলে যাওয়া জানালা ধরে দাড়িয়ে দেখি,
আকাশ জুড়ে ছেয়ে আছে তোমার কাজল পরা চোখের মত মেঘ |
এত প্রগাড় সেই মেঘের স্তর,
মনে করিয়ে দেয় তোমারি চোখের জল |
ভেসেছি সুখের বৃষ্টিতে দুজন, কত দিন, কত রাত |
ছায়া ঘেরা সেই নদী তীরে,
স্তব্ধ প্রকৃতির মাঝে দৌড়ে গেছি দুজন, এক গহন টানে |
তোমার সেই চোখের হাসি, ভেবে হেসে উঠি, কতনা উচ্ছল ছিল
শুধু বৃষ্টির ঝরনা জলে স্নাত হবার জন্যে |
প্রাচীর পেরিয়ে অবারিত গগন, মাঠ, নদী,
মনে হত সব পেরিয়ে চলে যাব, চির বর্ষার দেশে |
বর্ষায় ভেজা আগুন লাগা কৃষ্ণচূড়া গাছ দেখে,
তোমার সে বাধ ভাঙ্গা হাসি আর আবদার,
আর রাধাচূড়ার পাশে বসে, আমার বাশির সুরে হারিয়ে
যাওয়া তুমি,
সেই বৃষ্টিভেজা আমাদের বিকেল,
সব ভেসে ওঠে স্মৃতির মিনারে |

আলতো স্পর্শে কেঁপে উঠি, বুঝি,
ভালবাসা বড় আনমনা |
একদৃষ্টিতে বর্ষা পীড়িত আমি,
তোমার মেঘকালো চোখে, হারাই নিজের অস্তিত্ব |
সদ্য ঘুমভাঙ্গা তোমার দুচোখ,
না শুকোনো এলোমেলো ভেজা চুল,
তুমি, হ্রদের গভীর থেকে উঠে আশা কোনো দেবী নও কি?

দেবীর হাত ধরে চেয়ে থাকি,
মগ্ন আকাশের ঝরানো শ্রাবনের দিকে |
আমার কাধে তোমার চুল,
আমার চোখ তোমার চোখের গহিনে |
কিছুই নেই যেন অস্তিত্বে কোনো |
শুধু মনে হয় ভেসে আছি দূর আকাশে, মেঘের গহন ভেলায় |

বৃষ্টির অঝর জলে ভেসে আসে জলতরঙ্গের সুর |
মনে হয় যেন,
স্বর্গলোকের কোনো বাদক,
বাজিয়ে চলেছে কোনো বেহাগের সুর,
অঝর ধারা বর্ষায়,
শুধু,
তোমার চোখের গহীন সীমানায় |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম্যারিনা নাসরিন সীমা খুব ভাল লাগলো । লিখতে থাকেন শুভকামনা রইলো আপনার জন্য ।
শামীম আরা চৌধুরী বাহ্ বেশ ছন্দবস্ধ লেখা। কবিকে শুভেচ্ছা
এ কে এম মাজহারুল আবেদিন rajib bhai, oshonkhyo dhonyobad, oto bhalo je likhini, sheta ami bhaloi jani....
Azaha Sultan অসম্ভব ভাল বলব ভাই, .....ধন্যবাদ
Rajib Ferdous আর কত পরিচ্ছন্ন। আমি সবসময়ই বলি নিজে সচেতন হলে একটি বানান ভুল হওয়াও সম্ভব নয়।
Rajib Ferdous বিশাল কবিতাটি কোথাও তার ভাবের স্বকীয়তা হারায়নি। এটিই এই কবিতার বড় বৈশিষ্ট্য। সুন্দর আর মনকাড়া উপমা এবং শব্দ চয়ন কবিতাটিকে একটি স্ট্যান্ডার্ড মান দিল।
খোরশেদুল আলম কল্পনায় কবিতা ভালো লাগলো।
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মাশাল্লাহ ভাই @ এ কে এম মাজহারুল আবেদিন খুব ভালো লাগলো।শুভ কামনা আপনার জন্য।
পন্ডিত মাহী অনেক অনেক অনেক ভালো লাগলো

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪