বন্ধু তুমি পথের সাথী!!

বন্ধু (জুলাই ২০১১)

প্রজাপতি মন
  • ১১০
  • 0
  • ১৪
তুমি কই???
কত দূরে?
কোন অজানায়?
মন মানেনা হায়...
বন্ধু তুমি পথের সাথী__
ডাক পাঠালাম তোমায়!
আমি নিশিদিন বসে আছি,
তোমারই আশায়!
আসা-যাওয়ার পথের মাঝে__
কত পথিক যায়-আসে,
কত পথিক শুধায় মোরে
খুঁজে খুঁজে ফিরো কারে__
সঙ্গে যাবে আমার?
যাকে তুমি ডাকছো কাছে
সেতো নেই এ ধরায়!
আমি তবু বসে আছি
তোমায় পাবার আশায়!
জানি, তুমি আসবে এ পথে,
আসবে তুমি দেখবো আমি__
তুমি জয়রথে!!
পুষ্প ছড়ানো পথে__
সেদিন বন্ধু বলবো আমি
এই তো আমার সখা!!
তোমার আমার পথের মাঝে
হঠাৎ হলো দেখা!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন রোমেনা আলম, অনেক ধন্যবাদ আপনাকে ..... নিশ্চয়ই মন থেকেই চাই এবং বিশ্বাসও করি, তাকে একদিন খুঁজে পাব.
রোমেনা আলম তুমি কই??? কত দূরে?কোন অজানায়= একটু অপেক্ষা তো করতেই হবে আর মন থেকে খুঁজলে পাবেন নিশ্চয়, অনেক ভালো বিষয়।
প্রজাপতি মন রোহান শিহাব, আমি তো চেয়েই ছিলাম কবিতাটি আরো সুন্দর করে লিখতে কিন্তু ভালো লিখতে পারিনা যে .... :(
রোহান শিহাব কবিতাটা সুন্দর । কিন্তু আপনি চাইলে আরো ভালো হতে পারত ।
প্রজাপতি মন সূর্য, কথায় কথায় ধন্যবাদ দিতেই ভুলে গেছি. ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য.
প্রজাপতি মন সূর্য, এ হলো এমন এক বন্ধু যে কিনা মনের মতন, কিন্তু এমন বন্ধুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা, মানে মন যেমন বন্ধু চায় বা আশা করে তেমন কাউকেই পাচ্ছেনা. যাকে বলে অধরা বন্ধু. বন্ধু অনেকেই আছে, অনেকেই হতে চায় কিন্তু সেই বন্ধুটির দেখা আর মেলেনা. তাই এখানে সবাই বলে যে খুঁজে খুঁজে ফের করে? সে তো নেই এ ধরায়! তবু মন বিশ্বাস করে এমন বন্ধুকে সে একদিন ঠিকই খুঁজে পাবে. যে থাকবে বিজয়রথে.
সূর্য প্রথম থেকে পড়ে ভালই লাগছিল, খটকা লাগল >>যাকে তুমি ডাকছো কাছে//সেতো নেই এ ধরায়!>> এইখানে। তাহলে বন্ধুটা কে, কি হতে পারে? বাকিটায় উত্তর খুজলাম, অনেককেই বসাতে চাইলাম বিজয়রথে, কিন্তু এতো সেই লিখককবিরই কাজ, আমাদ্বারা সম্ভব নহে। কবিতায় একটু নিজস্ব গোপনীয়তাতো থাকবেই। ভাল
প্রজাপতি মন সজীব আহমেদ, ধন্যবাদ .
সজীব আহমেদ মোটামুটি ৷ বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে ৷
প্রজাপতি মন কুতুব উদ্দিন কনক, অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্য প্রদানের জন্য। হারিয়ে যাব না আশা করি। আর আমার এই কবিতায় মন্তব্য করে সেঞ্চুরী পূর্ণ করার জন্য আপনাকে অসংখ্য অভিনন্দন।

৩১ মে - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪