বিধ্বস্ত মহাকাল

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

চৌধুরী ফাহাদ
  • ১০৪
  • 0
  • ৮১
বর্ধিষ্ণূদের প্রকোপে পরিবেষ্টিত মহাজগৎ ,
তাদের ধূর্ততায় জীর্ণ প্রায় ধরণীর ধূলোময় পথ।
বাড়ছে ধরণীর সবকিছু,
ছুটছে সবে বৃদ্ধির পিছু।
বাড়ছে তারা আকাশ হারিয়ে,
বাড়ছে তারা স্পর্শ ছাড়িয়ে।

ক্ষয়িষ্ণূদের আর্তনাদে গগণের নীল হচ্ছে রঙহীন,
আকাশ ঢাকে বিধূর মেঘে বর্ষণ ধারায় বাজায় বীণ।
ক্ষয়ে যাচ্ছে মানবতা,
বাড়ছে তাদের মানবিক ব্যথা।
কমছে ধীরে শুভ্র মন,
কমছে দ্রুত নিবেদিত জন।

সর্বভূকদের ক্ষুধার কাছে কম পড়ে যায় সমগ্র বিশ্ব,
তাদের ক্ষুধা-তৃষ্ণায় বলি হয়ে অথর্ব সব দেখে সে দৃশ্য।
বাড়ছে নিষ্ঠুর পিশাচের দল,
বাড়ছে তাদের পেট ভরানোর ছল।
ভরছে তাদের উদরের স্ফীত রন্ধ্রী,
উদরের মাঝে মানবতা বন্দী।

স্বপ্নহীনদের পদভারে পদদলিত বয়োজৈষ্ঠ পৃথিবী,
স্বপ্নঘাতের যন্ত্রণা ধরে রক্তিম রাঙ্গা অগ্নি ঝরায় রবি।
বাড়ছে স্বপ্ন শ্রাবণের ঢল,
কমছে তাদের বিচরণ অঞ্চল।
গলছে স্বপ্ন মোমের মত,
বাড়ছে বুকে যন্ত্রণার ক্ষত।

সর্বহারাদের করুণ বিলাপে আঁধারের কোলে মুখ লুকায় শশী,
তাদের জীবন স্বর্গ বিয়োগের ব্যথা বয়ে বেড়ায় পান্ডুর মেঘ রাশি।
বাড়ছে সব হারানো হৃদয়,
হারিয়ে কাঁদছে তারা জীবনময়।
কমছে পূণর্বার ফিরে পাবার আশা,
আসছে শুকিয়ে জমানো ভালোবাসা।

উদর ভরানোর খেলায় আজ যায় যায় জীর্ণ বিবেকের শ্বাস,
তবুও থেমে নেই সর্বভুকদের লিপ্সা মিটানোর নিষ্ঠুর প্রয়াস।
একদিকে নিত্য দৈন্যতার বাড়াবাড়ি,
অন্যদিকে শুধু চাকচিক্যের ছড়াছড়ি।
একপ্রান্তে জৌলুষ গড়ে উচ্ছিষ্টের পাহাড়,
অন্যপ্রান্তে অভুক্ত দেহের ক্ষীণকায় হাড়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
চৌধুরী ফাহাদ ঝরা, অনেক অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য. ভালো থাকবেন, শুভকামনা রইলো.
চৌধুরী ফাহাদ obaidul hoque, অনেক অনেক ধন্যবাদ আবারও আমার কবিতায় এসে অনুভূতি ব্যক্ত করার জন্য. ইনশাল্লাহ আমিও আশায় আছি সেই সুদিনের. অনেক শুভকামনা রইলো.
ওবাইদুল হক আপনার কবিতায় আবার আসলাম কারন আমি গঠন মূলক মন্তব্য করিনি । তবে হে বাস্তবার সাথে আমরা লড়ছি । কিন্ত বাস্তবতা আমারদের ধূকা দিয়ে যাচ্ছে । আমার অসহায়রা শুধু মানতেই আছি । মানাতে পারছিনা । জানিনা হয়ত মানাতে পারব একদিন ্ আশায় আছি তোমার লেখায় ।
চৌধুরী ফাহাদ মোঃ রাসেল, ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। অনেক অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
চৌধুরী ফাহাদ Pondit Mahi, আপনার পান্ডিত্য নিয়ে অনেক আগেই হাজির হবেন বলে আশা করেছিলাম। শেষ পর্যন্ত এলেন তবে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো সময় করে আমার কবিতাটি পড়ার জন্য।
চৌধুরী ফাহাদ লুত্ফুল বারি পান্না, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো, ভালো থাকবেন সতত.
চৌধুরী ফাহাদ obaidul hoque, কে বললো কিছু করার নেই চেয়ে থাকা ছাড়া, আমরা একটু সোচ্চার হলেই পারি অনেক কিছু করতে. ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য.

৩১ মে - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ অক্টোবর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী