তোমার দুঃখের চৈতালি খরায় আমি নাটাইহীন ঘুড়ি প্রবর মেঘমল্লার বুক চিরে আবাস আমার বাঁধনহারা চর। প্রতিবাদী তারাগুলো প্রতিনিয়ত ঝরে পড়ে আমার প্রতিবন্ধী হৃদয়ে! কালান্তরের আধার হয় আমার গুণ্ঠিত বীরাঙ্গনার নিশান।
রনীল
"বীরাঙ্গনা"- শব্দটা নিয়ে অনেককে আপত্তি করতে শুনেছি। অনেকে বলেন- এতে নাকি তাঁদের অসন্মান করা হয় উলটো... ব্যাপারটা খুবই স্পর্শকাতর। এক্ষেত্রে কোনটা যে ঠিক হবে বুঝতে পারিনা... কবিতার প্রসঙ্গে বলবো- বীরাঙ্গনাদের অনুভূতির ব্যাপারগুলো যেভাবে তুলে ধরেছেন সেটা রীতিমত বিস্ময়কর। লেখনীতে একই সাথে সহানুভূতি আর প্রতিবাদের সুর উঠে এসেছে্ জোরালভাবে...
বীর যে অঙ্গনা(সুন্দরী রমনী) সেই বীরঙ্গনা এখানে আপত্তির কি আছে তা আমি নিজেই জানিনা তবে আমি মনে করি তাঁরা সত্যিই অনেক সাহসী বীর ছিলেন । যা আমাদের মত বাঙালী সমাজে আর সেই সময়ে যেখানে এখনও নারীরা মিছিলে যাবে আন্দোলন করবে এমনটা ভাবা অসম্ভব সেখানে সেইদিন সেইসময়ে সত্যিই আমার জন্য বিস্ময়ের। কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল
তাপসকিরণ রায়
সুন্দর লেখা--কলম ছুটে গেছে আর সঙ্গে ছিল ভাব--লিখে গেছেন আপনি.ভালো লাগলো খুব.প্রবর শব্দটির ব্যবহার ঠিক লাগলো .বেশ কিছু কম পরিচিত শব্দ ব্যবহার করেছেন যা সামন্জস্য পূর্ণ মনে হলো,ভালো লাগলো,সিম্ফনি শব্দটিও অনেক দিন পরে চোখে পড়ল.হ্যা একটা কথা জানতে চাই--নাটাই,শব্দ কি আছে?আমি তো কেবল,লাটাই শব্দটিই জানি.
সেলিনা ইসলাম
কবিতা পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । সময়ের অভাবে এককভাবে সবাইকে মন্তব্যের উত্তর দিতে পারছিনা বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। শুভকামনা অনন্ত
গদ্যকবিতায় লাইন ঠিক রেখে কি পড়তে হয় নাকি যতি চিহ্ন দেখে?আবৃতি করতে গেলে অনেক কিছুই নিজেকে ঠিক করে পড়তে হয় শ্রুতিমধুর করে তুলতে। কখনো কখনো যতি চিহ্ন থাকেনা সেই ক্ষেত্রে ভাব ও ছন্দ ঠিক রাখতে সুখকর পাঠ্য নিজেকেই করতে হয় তাই নয় কি? এখানে দুভাবে পড়া যায় ১/প্রজাপতি মেলেনি এখানে ছেড়ে দিয়ে সামান্য শ্বাস নিয়ে আবার এখান থেকে পড়ে যেতে হবে বিষণ্ণ বেদুইন প্রেম। পর্যন্ত/ শ্বাস না নিয়ে একবারে বিষণ্ণ বেদুইন প্রেম।
এখানে থামতে হবে। যেহেতু পড়তে গিয়ে সমস্যা হয়েছে সেহেতু আগামীতে ব্যাপারটা মাথায় থাকবে তবে এতে করে লাইন ২০ লাইনের বেশী হয়ে যাবে। অনেক ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য করার জন্য শুভকামনা রইল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।