বীরাঙ্গনা'র ক্ষোভপত্র

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

সেলিনা ইসলাম
  • ৩৭
চিরচেনা ব্যথার ভারে দুচোখের কপাটে খিল আঁটেনি কতকাল
ধরে, আকাশও তাই হাসেনি জোসনার ছায়ায়; প্রজাপতি মেলেনি
পাখা আজও তোমাকে ঘিরে যত বিষণ্ণ বেদুইন প্রেম।

তোমার দুঃখের চৈতালি খরায় আমি নাটাইহীন ঘুড়ি প্রবর
মেঘমল্লার বুক চিরে আবাস আমার বাঁধনহারা চর। প্রতিবাদী
তারাগুলো প্রতিনিয়ত ঝরে পড়ে আমার প্রতিবন্ধী হৃদয়ে!
কালান্তরের আধার হয় আমার গুণ্ঠিত বীরাঙ্গনার নিশান।

দেখি রক্ত স্রোতে বান ডাকা বেদনা দগ্ধ কাশফুলের সমাধি,
আকুলতায় পাঁথর সুরমা স্তব্ধ নয়নে বাঁধি; বিয়াল্লিশ বছরের
বলাৎকারের সাক্ষী আমি হারিয়েছি কাকতাড়ুয়ার ছল- শীতল
সূর্যের উত্তাপ ফেরাতে প্রার্থনায় তুলি হুংকার ,হুংকার তুলি
পেতে হারিয়ে যাওয়া ঈপ্সিত স্বপ্নের দল।

আমার কণ্ঠ রোধ করে মাটির শূন্য বুক,হাহাকার করে অসমাপ্ত
ফুলশয্যার করুণ আর্তনাদ। আরশি নগরের পড়শিরা সব রাত্রি
নামায় অমরাবতীর তীরে,সোনালী চিল ডানা ঝাঁপটায় আমার
মেঘলা আকাশের বুনোট পাঁজরে। আবাদি পলিমাটির ভ্রান্ত
গর্ভপাত আমার দহনবেলার শঙ্কিত চিৎকার।

দেখি দানবের নারকীয় উল্লাস,অবিনাশী স্বজন! শুনিনা কেবল প্রাণের
দেবতার সিম্ফনি গর্জন। যাযাবর মন ভিজে যায় একাকীত্বের বরিষণ
ঝংকারে; মুক্তির মাস্তুল আলোকিত সুখ শঙ্খচূড়া বিনাশে। খুলে ফেল
দেহের ঘৃণিত বাকল পূর্ণ কর আত্মকাহন। এ আমার প্রাণের দাবী!
হে আমার চিরদেবতা- হয় আমায় মাটিতে মিশাও, না হয়
সরিয়ে দাও, সরিয়ে দাও জ্বালাময়ীর সম্যক,সুস্থির যন্ত্রণার মেঘ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # ভালো লাগলো ---- নব বর্ষের শুভেচ্ছা রইলো ।
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
ভালো লাগেনি ২৯ ডিসেম্বর, ২০১২
সিয়াম সোহানূর ভাব ও উপমায় সুন্দর কবিতা । চরণের দৈর্ঘ্য নিয়ে আরও একটু কাজ করা যেতে পারতো হয়তো। শুভকামনা আপুর জন্য।
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১২
চরণ নিয়ে নিখুঁত বিচরণ করার চেষ্টা থাকবে আগামীতে ইনশাল্লাহ ! অনেক ধন্যবাদ কবিতা পড়ে পরামর্শ দেবার জন্য। শুভকামনা
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১২
রনীল "বীরাঙ্গনা"- শব্দটা নিয়ে অনেককে আপত্তি করতে শুনেছি। অনেকে বলেন- এতে নাকি তাঁদের অসন্মান করা হয় উলটো... ব্যাপারটা খুবই স্পর্শকাতর। এক্ষেত্রে কোনটা যে ঠিক হবে বুঝতে পারিনা... কবিতার প্রসঙ্গে বলবো- বীরাঙ্গনাদের অনুভূতির ব্যাপারগুলো যেভাবে তুলে ধরেছেন সেটা রীতিমত বিস্ময়কর। লেখনীতে একই সাথে সহানুভূতি আর প্রতিবাদের সুর উঠে এসেছে্‌ জোরালভাবে...
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
বীর যে অঙ্গনা(সুন্দরী রমনী) সেই বীরঙ্গনা এখানে আপত্তির কি আছে তা আমি নিজেই জানিনা তবে আমি মনে করি তাঁরা সত্যিই অনেক সাহসী বীর ছিলেন । যা আমাদের মত বাঙালী সমাজে আর সেই সময়ে যেখানে এখনও নারীরা মিছিলে যাবে আন্দোলন করবে এমনটা ভাবা অসম্ভব সেখানে সেইদিন সেইসময়ে সত্যিই আমার জন্য বিস্ময়ের। কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
বীরঙ্গনা^ দুঃখিত শব্দটা বীরাঙ্গনা হবে
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
তাপসকিরণ রায় সুন্দর লেখা--কলম ছুটে গেছে আর সঙ্গে ছিল ভাব--লিখে গেছেন আপনি.ভালো লাগলো খুব.প্রবর শব্দটির ব্যবহার ঠিক লাগলো .বেশ কিছু কম পরিচিত শব্দ ব্যবহার করেছেন যা সামন্জস্য পূর্ণ মনে হলো,ভালো লাগলো,সিম্ফনি শব্দটিও অনেক দিন পরে চোখে পড়ল.হ্যা একটা কথা জানতে চাই--নাটাই,শব্দ কি আছে?আমি তো কেবল,লাটাই শব্দটিই জানি.
ভালো লাগেনি ২০ ডিসেম্বর, ২০১২
নাটাই এবং লাটাই দুইটাই দেশীয় শব্দ এবং একই অর্থে ব্যবহৃত হয় । অনেক ধন্যবাদ কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য শুভেচ্ছা সতত
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
তানি হক দেখি রক্ত স্রোতে বান ডাকা বেদনা দগ্ধ কাশফুলের সমাধি, আকুলতায় পাঁথর সুরমা স্তব্ধ নয়নে বাঁধি; বিয়াল্লিশ বছরের বলাৎকারের সাক্ষী আমি হারিয়েছি কাকতাড়ুয়ার ছল- শীতল সূর্যের উত্তাপ ফেরাতে প্রার্থনায় তুলি হুংকার ,হুংকার তুলি পেতে হারিয়ে যাওয়া ঈপ্সিত স্বপ্নের দল।.....ক্যামনে যে আপুর কবিতাটি এতদিন পড়লাম না বুঝতেই পারছি না ...অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু..এই সংখ্যার সেরা তালিকার কবিতা..ধন্যবাদ আর ভালবাসা ..রইলো
ভালো লাগেনি ২০ ডিসেম্বর, ২০১২
সময় করে কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় শুভকামনা নিরন্তর
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
অজয় অনেক অনেক ভালো লাগলো
সেলিনা ইসলাম কবিতা পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । সময়ের অভাবে এককভাবে সবাইকে মন্তব্যের উত্তর দিতে পারছিনা বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। শুভকামনা অনন্ত
সূর্য কবিতা ভাল লাগলো খুব। (লাইনগুলো সাজানোতে একটু হোচট খেতে হয় -" প্রজাপতি মেলেনি/ পাখা আজও তোমাকে ঘিরে যত বিষণ্ণ বেদুইন প্রেম।" এখানে প্রজাপতি মেলেনি পরে লাইন ভাঙলেও পাখা পর্যন্ত পড়তেই হয়। পাখা পরের লাইনে কোভাবেই মেলে না)
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১২
গদ্যকবিতায় লাইন ঠিক রেখে কি পড়তে হয় নাকি যতি চিহ্ন দেখে?আবৃতি করতে গেলে অনেক কিছুই নিজেকে ঠিক করে পড়তে হয় শ্রুতিমধুর করে তুলতে। কখনো কখনো যতি চিহ্ন থাকেনা সেই ক্ষেত্রে ভাব ও ছন্দ ঠিক রাখতে সুখকর পাঠ্য নিজেকেই করতে হয় তাই নয় কি? এখানে দুভাবে পড়া যায় ১/প্রজাপতি মেলেনি এখানে ছেড়ে দিয়ে সামান্য শ্বাস নিয়ে আবার এখান থেকে পড়ে যেতে হবে বিষণ্ণ বেদুইন প্রেম। পর্যন্ত/ শ্বাস না নিয়ে একবারে বিষণ্ণ বেদুইন প্রেম। এখানে থামতে হবে। যেহেতু পড়তে গিয়ে সমস্যা হয়েছে সেহেতু আগামীতে ব্যাপারটা মাথায় থাকবে তবে এতে করে লাইন ২০ লাইনের বেশী হয়ে যাবে। অনেক ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য করার জন্য শুভকামনা রইল
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১২
বশির আহমেদ আবেগ ধরে রাখা কঠিন । কবিতা পড়ে মুগ্ধ হলাম ।
ইউশা হামিদ যাযাবর মন ভিজে যায় একাকীত্বের বরিষণ ঝংকারে; মুক্তির মাস্তুল আলোকিত সুখ শঙ্খচূড়া বিনাশে। খুলে ফেল দেহের ঘৃণিত বাকল পূর্ণ কর আত্মকাহন। এ আমার প্রাণের দাবী! ----------- সেলিনা আপু দুঃখিত । এত ভাল একটা কবিতা এতদিন পড়ে পড়লাম বলে ।
ভালো লাগেনি ১৪ ডিসেম্বর, ২০১২
দুঃখ কেন প্রকাশ? সময় করে পড়েছেন এতেই অনেক ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সতত
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১২

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪