আত্মম্ভরিতা আর অন্তঃকরণ যন্ত্রণা !!

গর্ব (অক্টোবর ২০১১)

সেলিনা ইসলাম
  • ৭২
  • 0
  • ১২
তোমাকে ভেবে অহঙ্কারের পরিধি হয় আকাশচুম্বী -
বলি উচ্ছ্বসিত আনন্দে বিশ্ব দরবারে
ভালবাসা ,মনুষ্যত্ব , আর সহনশীলতায়
প্রেম, ত্যাগ-তিতিক্ষায় মহুয়া বনে
বিহঙ্গিনীর হরিত আঁচল ।
সুতো কাটা ঘুড়ি হয়ে মানচিত্রের পরিচয়ে
ভবনশিখী নেচে চলি মেঘের ভাঁজে ভাঁজে
প্রতিবিম্ব শোণিত অহমীকায় ।
স্বপ্নবিলাসী প্রাচুর্যতায় প্রাসাদ গড়ি অহর্নিশি !
প্রকৃতির সৌন্দর্যমণ্ডিত দীপ্তিমান অমৃত সুধা-
নির্মল আতিথেয়তা ,সুন্দরী কানন ,
শ্বেতশুভ্র কাশবন , উচ্চকিত দেহবল্লরী ,
প্রসিদ্ধ সমুদ্র-সৈকত নীলাম্বরী !
তথাপি ছায়া ফেলে যায় পিঙ্গল আভা
তোমারই ঠোঁটে অসীম শুন্যতায় ,
হৃদয় মন্দিরে দুর্নিবার ক্ষত হয় প্রশস্ত
শঙ্খচূড় ভায়েরা বিকায় তোমায় খোঁজে ভ্রান্ত সুখাস্বাদন ,
তোমারই বুকে দাঁড়িয়ে ঠায় শক্তি জোগায় কপটতায় ,
জনাকীর্ণ হয়েছ তুমি ; ঈপ্সিত খরস্রোতায় ।
বীরের রক্ত আর বীরঙ্গনার আত্মত্যাগে
যে গর্বিত বীজ রোপিত করেছ অভিলাষে
তা নয়কো তিরোহিত ,অনতিক্রান্ত ,
সোনাঝরা হাসিতে যৌবনবতী হবে তুমি
এ অঙ্গীকার প্রতিটা মঞ্জূষার !!
যোজন যোজন দূরে জ্বলছি দায়বদ্ধতার আগুনে
ভাবনার অন্তরালে দিবানিশি শুধুই কাঁদায় ,
কান্তিমান অভিপ্রায় -
দিও কেবলই মাগো , সাড়ে তিন হাত ভূমি-
মমতা মাখা অন্তিম ঠাঁই ! !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ একেএম জাকারিয়া এক কথায় অসাধারণ।
সেলিনা ইসলাম আমার অনুভূতিগুলো পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা সবার জন্য
সোহেল মাহরুফ ভীষণ ভাল লাগলো। অনেক শুভ কামনা।
এহছানুল করিম খুব ভালো ....কবিতাটি।
মনির মুকুল লেখাটার মধ্যে যেন আলাদা একটা সুর বাজে, যে সুর ভালো লাগার অনুভূতিগুলো জাগিয়ে তোলে। খুবই ভালো লিখেছেন বোন। অনেক অনেক শুভকামনা।
দিগন্ত রেখা সোনাঝরা হাসিতে যৌবনবতী হবে তুমি এ অঙ্গীকার প্রতিটা মঞ্জূষার !!------------ওয়াও চমৎকার কবিতার মায়াজাল বুনেছেন। দেখি কতটা ধন্যবাদ দেয়া যায়। হ্যাঁ, অনেক অনেক।
ডাঃ সুরাইয়া হেলেন ভালো লাগা রেখে গেলাম।সেই সাথে ভোটও।শুভকামনা কবি ।
সেলিনা ইসলাম @Tahasin Chowdhury >> ধন্যবাদ আপু অনেক শুভকামনা
Tahasin Chowdhury অসাধারণ একটি কবিতা বলতে হবে
সেলিনা ইসলাম obaidul হক> একজন পাঠকের চোখে লেখকেকে গুনিজন মনে হতেই পারে এটা তার নিজস্ব অভিমত । পাঠক হিসাবে লেখকের কাছে প্রত্যশা থাকবে সেইটাও স্বাভাবিক । শ্রদ্ধা , প্রশংসা সবাই করতে পারেনা । কবিরা বেশ উদার , বেখেয়ালি আর সত্যবাদী হয় (সবাই না) আর তাই তাঁদের আশেপাশের মানুষ ভালবেসে একটু পাগলই ভাবে কারন কবিরা যে একটু ব্যাতিক্রম ! ধন্যবাদ কমেন্টস করার জন্য শুভকামনা !

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪