খুকুর চাই অধিকার

স্বাধীনতা (মার্চ ২০২০)

সেলিনা ইসলাম
  • ৪৩
নিঃস্ব হবার ভয়ে ভয়ে কাটছে যে দিন রাত
বীরের জাতির যাচ্ছে হয়ে শুধুই অপঘাত
চারদিকেতে শুধুই কষ্ট কোথায় বল যাই
রক্ত দিয়ে ভাষা কিনে তার দাম কোথায়!

এসব দেখে মনে মনে খুকু বেজায় রাগ
কেমন করে ভুলবে সে শহিদ ভাইয়ের ত্যাগ-

বৈশাখ নিয়ে মাতামাতি ভাষার কদর কই
ইংরেজিতে সন তারিখ একদিন বাঙালি হই
ফাস্ট ফুড,ধারের ফ্যাশন খুকু তো আর চায় না
আটপৌঢ় বাঙালির কোন তুলনা যে হয় না।

ভাবতে বসে খুকু দেখে নিরাপত্তা কই
পাখিরা সব যাচ্ছে ডুবে জল গড়ায় অথৈ-

দিন দুপুরেও খেলতে যেতে খুকুর লাগে ভয়
ভেবে ভেবেরক্ত ঝরে তার কোমল হৃদয়
রাস্তা ঘাঁটে স্কুলেতে সব হায়েনার দল
কোথায় যাবে খুকু আজ দেখে শুধু অনল।

আতঙ্কে খুকু বলে উঠে-আর নয়তো বলিদান
তোমরা সবাই জেগে উঠো বাঁচাও ফুলের ঘ্রাণ-

বাবা মা আর বড়রা করছ তোমরা কী
দিনে দিনে তোমাদের খুকু হচ্ছে ঘর বন্দী
ভাষার মান সংস্কৃতি ধর্ম শিক্ষা দেবে
না হলে তোমাদের খুকুর ডানা ভেঙ্গে রবে!

বোনের বিসর্জনেও আলো কেন কোথাও নাই
মনটা খারাপ করে খুকু আকাশ পাণে চায়-

মাথা উঁচু করে রব স্বাধীন বাংলাদেশে
শিক্ষা দীক্ষায় সম্মানে ত্যাগের উদ্ভাসে
মুক্ত হয়ে উড়তে খুকু চায় যে এ বাংলায়
বাঙালি হয়েই বীরের বেশে ভেঙ্গে অন্তরায়

খুকুর ভাবনা বড়ই ন্যায্য কেউ বুঝে না হায়
খুকুর স্বত্ব হোক না বাস্তব,শুধু নয় কবিতায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Neerob খুকুরা ভাল থাকুক। আমার পাতায় আমন্ত্রণ।
মাসুম পান্থ রাস্তা ঘাঁটে স্কুলেতে সব হায়েনার দল . সুন্দর
নাজমুল হুসাইন চমৎকার বহিপ্রকাশ।শুভকামনা রইলো।
ফয়জুল মহী সুকোমল ভাবনার অনন্যসাধারণ লেখা।
মোঃ মোখলেছুর রহমান সমসাময়িক বিষয়ে দারুন লিখেছেন। কবিতাটি স্বরবৃত্তে মনে হচ্ছে। ছন্দ জগতে কবির বিচরন বৃদ্ধি পাবে এই প্রত্যাশা। শুভ কামনা কবির জন্য।
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
Omor Faruk খুব সুন্দর হয়েছে , কবিতার মাধ্যমে সত্যকে তুলে ধরেছেন
অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।
কাজী জাহাঙ্গীর বেশ লিখেছেন আপা ছন্দ ছন্দে, খুকুর চিন্তায় থাকা ইভ টিজিং ভয়টাও যে লেখায় ফুটে উঠেছে বলে পাঠক হিসেবে আমার মাথায় সেটা ক্লিক করেছে আগে। অনেক শুভকামনা রইল। ভোট অপশন পেলাম না...
সময় দিয়ে পড়ে চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। বিজয়ী হলে পরপর ২বার ভোট বন্ধ থাকে। অনেক অনেক শুভ কামনা রইল ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

লাখো শহিদ ভাই ও মা বোনের আত্মত্যাগে পাওয়া স্বাধীন বাংলাদেশ! যে উদ্দেশ্য নিয়ে তাঁদের ত্যাগ তা আমরাই কলুষিত করেছি! "খুকুর চাই অধিকার"শিরোনামে ত্যাগের দৃষ্টান্তে শিশুর বিক্ষুব্ধ কণ্ঠ তুলে ধরে-কবিতা"ত্যাগ" বিষয়ের সাথে সামঞ্জস্য রেখেছি।

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪